Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

আমার অধীনে বিচার বিভাগ না: আইনমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিচার বিভাগ মোটেও আমার অধীনে না, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ম্যাজিস্ট্রেটরাও না। বিচার বিভাগ স্বাধীন এবং অধস্তন আদালতগুলো সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আওতায়। সুপ্রিম কোর্টের ক্ষমতায় তারা বলবে, আইন মন্ত্রণালয়ের অধীনে চলবে না। আমি বহুবার বলেছি, আইন মন্ত্রণালয় হচ্ছে, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের একটি সেতুবন্ধন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না বলে জানিয়েছে আইনমন্ত্রী বলেন, সরকার রুটিন কাজ করবে। পলিসি-সিদ্ধান্ত নেওয়া হবে না, আইন হবে না, কারণ সংসদ বসবে না।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কিংবা পুলিশের বিষয়ে যদি নির্বাচন কমিশনের কিছু বলার থাকে, তারা সে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

আইনমন্ত্রী বলেন, গতকাল যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, এরপরে নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে। নির্বাচন কমিশন নির্বাচনের কাজে যেসব সরকারি বিভাগ, সংস্থা বা অফিস তাদের প্রয়োজন হবে এবং নির্বাচন প্রভাবিত হবে না, সেসব নির্বাচন কমিশন করবে। যে সরকার আছে, সেই সরকার গতানুগতিক রুটিন কাজগুলো করে যাবে। আর গণতন্ত্রে মূল বক্তব্য যখন নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে।

আনিসুল হক বলেন, আইনতো হবেই না, কারণ সংসদ বসবে না। কিন্তু এমন কথা আমি বলতে পারি না, এটা একটা স্বাধীন দেশ, যদি প্রয়োজন হয় যে অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে, কোনো বিশেষ কারণে বিশেষ ব্যবস্থায় অত্যন্ত জরুরি কারণে, সেখানে আইন হবে না এ কথা আমি বলতে পারি না।

তিনি বলেন, গতানুগতিক অফিস চলার ব্যাপারে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন পাওয়ার ব্যাপারে, প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, এসব বিষয়ে অবশ্যই এ সরকার কাজ করবে। উন্নয়ন কাজ যেগুলো আছে, সেগুলো চলমান থাকবে।

তবে নতুন করে কোনো উন্নয়ন কাজ শুরু হবে না, নতুন করে কোনো প্রকল্প নেওয়া হবে না বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, একটি দলের পক্ষে যা কিছু নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এ রকম কাজ আমরা করব না।

পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্বাচন কমিশন চালাবে জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি হচ্ছে যদি পুলিশের ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য থাকে, তাহলে তারা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে এবং নির্বাচন কমিশন যেটা বলেছে, সেটা যৌক্তিক হলে নির্বাচন কমিশন সেটা করবে।


আরও খবর



মাদকের চাইতে ভয়ংকর মোবাইলের নেশা

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি:মাদকের চাইতে ভয়ংকর মোবাইলের নেশা। বর্তমান সময়ে মাদকের চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে যুবক-যুবতী এমন দৃশ্য চোখে পড়ছে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায়। এই উপজেলার বিভিন্ন গ্রামে এমন চিত্র দেখা যাচ্ছে অহরহ। বর্তমান সময়ে যুবক-যুবতীরা প্রেমের সম্পর্কে সারারাত ফোনে কথা বলছে মেসেজ করছে। কখন যে রাত পার হয়ে যাচ্ছে তারা সেটা বলতে পারছে না। তাছাড়া বড় সমস্যা ফোনে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি, টিকটক সহ বিভিন্ন গেমে ছোট্ট বাচ্চারাও আসক্ত হয়ে পড়ছে। ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন না দিলে তারা কান্নাকাটি, খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে। এমনকি মোবাইল ফোন নিতে না দিলে বা কেড়ে নিলে বা মোবাইল চালাতে মানা করতে বললে বকা দিলে অভিমান করে আত্মহত্যা পর্যন্ত করছে। আর বর্তমানে যেসব ছেলে-মেয়েরা মোবাইলের নেশায় আসক্ত হচ্ছে, তারা জগতের সমস্ত কিছু ভুলে যাচ্ছে। বর্তমানে ছেলে-মেয়েরা কোনো খেলাধুলা করতে চাই না। সারাদিন মোবাইল ফোন নিয়েই কাটিয়ে দিচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে তাদের নিজের ক্ষতি করছে, তা তারা বুঝতে পরেছে না। কিন্তু অভিভাবকরা কোনো মতেই মোবাইলের আসক্ত থেকে সরাতে পারছে না। খোকশাবাড়ি ইউনিয়নের মোবাইলে আসক্ত  এক নবম শ্রেণির শিক্ষর্থীর কাছে বিভিন্ন কথা বলতে বলতে এক মুহূর্তে সে নিজেই শিকার করে বলেন, আমি সত্যিই মোবাইলে আসক্ত হয়ে পড়েছি, কোনো ভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারছি না। সারাক্ষণ টিকটক, ইউটিউব ও ফ্রি ফায়ার এ পড়ে থাকি। টিকটকের ভিতর ডুকলে বের হতে ইচ্ছে করে না। মোবাইলে চার্জ শেষ না হওয়া পযর্ন্ত টিকটক ভিডিও দেখতে থাকি। আমার মাসে ৯০০ থেকে ১০০০ টাকা মোবাইলে খরচ হয়। রাত দুই টা থেকে তিন টা পযর্ন্ত মোবাইল দেখে ঘুমায়। যার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে। সব কিছু বুঝতে পারছি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারছি না। নলিছা পাড়া গ্রামের শহিদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, সন্তানদের মোবাইল নেশা থেকে সরানো দরকার। এরা আগামী দিনের ভবিষ্যৎ, এখন থেকে সারাক্ষণ মোবাইল টিপলে তাদের চোখের সমস্যা হবে তাতে এদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। যে ভাবে হোক এদের কাছ থেকে মোবাইল নিতে হবে। কারন মোবাইল ফোনের নেশা, মাদকের চাইতে ভয়ংকর। নাম গোপন রাখা এক শিক্ষক বলেন, ছেলে-মেয়েরা লেখাপড়া ঠিকমতো করছে না। বই-খাতা ফেলে অধিকাংশ ছেলে-মেয়েরা মোবাইলে সময় দিয়ে থাকে। অভিভাবকরা মোবাইল ধরতে নিষেধ করলেই আত্মহত্যার হুমকি দেয় ছেলে-মেয়েরা। এমনকি শিক্ষকও তার বাচ্চা নিয়ে মহা বিপদে আছে। তিনিও এর প্রতিকার খুজে পাচ্ছে না।

চক্ষু ডাক্তার রবিউল আউয়াল বলেন, চোখের চিকিৎসার জন্য হাসপাতালে আসা বেশিরভাগ রোগীর মধ্যে অধিকাংশ ছোট বাচ্চা ও যুবক যুবতীরা। এরা সবাই মোবাইলের পর্দায় চোখ রাখতে রাখতে চোখ নষ্ট করে ফেলছে। বর্তমান প্রজন্ম এইভাবে মোবাইলে আসক্ত হলে কি যে হবে তা বলা যাচ্ছে না। বিশেষ করে তিনি এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে বলছেন।

আরও খবর



মধুপুরে আবারও পেঁয়াজের দাম কেজি প্রতি ১১০ টাকা

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ-


টাঙ্গাইলের মধুপুরে আবারও হঠাৎ করেই পিঁয়াজের দাম কেজি প্রতি ১১০ টাকা ধরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও খুচরা বাজারে বিক্রি হতো ৭৫ থেকে ৮০টাকা।মুল্য বৃদ্ধির কারন হিসেবে পিঁয়াজের পাইকারি বিক্রেতারা বলছেন, পুরাতন পিঁয়াজ শেষ পর্যায়ে এবং নতুন পিঁয়াজ এখনও পুরোপুরি বাজারে না আসার কারনে পুরাতন পিঁয়াজের  দাম আবারও বৃদ্ধি পেয়েছে।


তবে নতুন পিঁয়াজ এক সপ্তাহের মধ্যে বাজারে আসবে তখন দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে তারা জানান।পাইকারী পিঁয়াজ বিক্রেতাদের কাছে ক্রয়ের কোনো রশিদ নেই, মোবাইলের মাধ্যমে তারা ক্রয় বিক্রয় করে থাকেন বলে জানান। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকার কারণে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নওগাঁয় অবরোধের সমর্থনে মিছিল থেকে জেলা বিএনপির সদস্য সচিব গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ:নওগাঁ জেলা শহরে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।  সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

নওগাঁ সদর থানা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় বায়েজিদ হোসেন পলাশ এজাহার ভুক্ত আসামি। তিনি এতদিন পলাতক ছিলেন। আজ দুপুরে তার অবস্থান জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে বিএনপির নেতাকর্মীরা জানায়, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশকে গ্রেফতার করেন।

নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, গত ২৯ অক্টোবর বায়েজিদ হোসেন পলাশ ও আমি সহ দলের অন্য অনেক নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছিলাম। অথচ সেই মামলায় তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই মিথ্যা ও  ভুয়া মামলায় তাকে গ্রেফতার করা হলো।

তিনি আরো বলেন, এ ধরণের মিথ্যা ও গায়েবী মামলায় গত এক মাসে শুধু নওগাঁ জেলা সদর উপজেলা থেকে বিএনপির ১শ' ২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলা জুড়ে একই সময়ের মধ্যে আরো ৬ শতাধিকের বেশি বিএনপির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর



মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image
সভাপতি বিবি কুলছুমা চম্পা, সাধারণ সম্পাদক রাহেলা আক্তার

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হন বিবি কুলছুমা চম্পা এবং সাধারণ সম্পাদক মনোনীত হন রাহেলা আক্তার। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাজেদা আক্তার, বিবি ফাতেমা, যুগ্ন সাধারণ সম্পাদক নাছিমা আক্তার, মঞ্জুরানী মলিক, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, আছমা আক্তার, হাসিনা আক্তার, দপ্তর সম্পাদক লিজা আক্তার, নাছিমা আক্তার, বিবি মরিয়ম, প্রচার সম্পাদক জাহেদা আক্তার, সহ-প্রচার সম্পাদক হাসনা বানু, সুরের জাহান বেগম, অর্থ সম্পাদক জোসনা বেগম, সহ-অর্থ সম্পাদক রুপিয়া আক্তার, ছশমা আক্তার, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার সম্পাদক শিরিনা আক্তার, সহ-শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার সম্পাদক বিবি ফাতেমা, আইন সম্পাদক ওহিদের নেছা, সহ-আইন সম্পাদক রুমা আক্তার, মনাধন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক নাজমা আক্তার, সহ-ত্রান ও সমাজ কল্যান সম্পাদক রিনা বেগম, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক রিমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক খালেদা আক্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিলুফা আক্তার, মরিয়ম বেগম, কৃষি বিষয়ক সম্পাদক আছমা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পারভীন আক্তার, সহ-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রোকেয়া বেগম, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক সামসুর নাহার গিনি, তথ্য ও গবেষনা সম্পাদক নাছিমা আক্তার, সহ- তথ্য ও গবেষনা সম্পাদক রেহানা আক্তার, ক্রীড়া সম্পাদক শিরিনা আক্তার, সহ-ক্রীড়া সম্পাদক বিবি কুলসুমা, যুব মহিলা কল্যাণ সম্পাদক কাজল আক্তার, সহ-যুব মহিলা কল্যাণ সম্পাদক জুলিয়া আক্তার, সদস্য জেসমিন আক্তার, মনোয়ারা বেগম, সুরের জাহান, ফারজানা আক্তার, জেসমিন আক্তার, আনজুমান আক্তার, জুলিয়া আক্তার, রেহেনা বেগম, রিনা বেগম, বিবি হাজেরা, সুলতানা রাজিয়া।

চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ৫১ সদস্য বিশিষ্ট মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের ঘোষিত কমিটি কাজ করবে। আমার বিশ^াস মিরসরাই উপজেলা য্ধুসঢ়;ব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা একজন নিবেদিত কর্মী। তার নেতৃত্বে গঠিত কমিটি যেকোন আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে সফল করতে সক্ষম হবে। মিরসরাই উপজেলা য্ধুসঢ়;ব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা বলেন, আমাাদের রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে মিরসরাই উপজেলা য্ধুসঢ়;ব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আমাকে সভাপতি মনোনীত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম উত্তর জেলা যুব লীগের নেতৃবৃন্দের প্রতি। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারুণ্যের আইকন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের জন্য নিবেদিতভাবে কাজ করে যাবে।


আরও খবর



ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


আরও খবর