Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৩১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:করিম বেনজেমা সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের চুক্তি করছেন। গতকাল মঙ্গলবার দিনভর এই গুঞ্জন ছিল। এবার আনুষ্ঠানিকভাবেই তা ঘটল। ফ্রি ট্রান্সফার হিসেবে মরুর দেশটিতে গেলেন ফরাসি ফরোয়ার্ড। খবর গোল ডট কমের।

আগামী ২০২৬ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদের সঙ্গে অফিসিয়ালি চুক্তি করলেন বেনজেমা। যেখানে প্রতি বছর সম্ভাব্য ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি।

এর আগে এই সপ্তাহেই বেনজেমার ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে ফেয়ারওয়েল দেওয়া হয়। এরইসঙ্গে গ্যালাকটিকোদের সঙ্গে ফরাসি ফরোয়ার্ডের ১৪ বছরের সম্পর্কের ইতি হয়।

এদিকে গত জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া দেশটির আরেক ক্লাব আল হিলাল নাকি লিওনেল মেসিকে পেতে রেকর্ড ট্রান্সফারের প্রস্তাব দিয়েছে।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মাগুরায় জন্মাষ্টমী পালিত

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায় সাড়ম্ভর ও ধর্মীয় ভাবগাম্ভীর মধ্য শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।

বুধবার বিকেলে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মঙ্গল প্রদীপ অন্তে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোয়া ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয় ।

শোভাযাত্রায় মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শালিখা উপজেলা থেকে আগত মতুয়া শিল্পী সংঘের প্রায় সহস্রাধীক নারী-পুরুষ, যুবক, কিশোর, শিশুরা ঢোল, বাশিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে অংশ নেয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর বর্ণাঢ্য এ শোভাযাত্রার উদ্বোধন করেন। এছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ড। পরে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে এক ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহনলাল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

ধর্মীয় উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটাজী। বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দত্ত।

অনুষ্ঠানে ধমীয় আলোচনায় অংশ নেন মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ চিন্ময়ানন্দ দাম বাবাজী মহারাজ, নতুর বাজার জগন্নাথ মন্দিনের অধ্যক্ষ অচ্যুত অদ্বৈত দাস ব্র²চারী ও দরিমাগুরা নিতাই গৌর গোপাল রাধাবিনোদ সেবাশ্রমের অধ্যক্ষ ভবানন্দ দাস বাবাজি মহারাজ।


আরও খবর



মরক্কোয় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মরক্কোর সরকার ও জনগণ ধৈর্যের সঙ্গে এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, মরক্কোর মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৮২০ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ৬৭০ জনের বেশি জন। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ এ তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।


আরও খবর



সবুজ মিরসরাই গড়তে দেড় মাসে ২ লক্ষাধিক গাছের চারা রোপন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১০০জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম),প্রতিনিধি:মিরসরাই উপজেলার পূর্বের পাহাড় ও পশ্চিমের বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং মাঝের সমতল ভূমি বৃক্ষরোপণের জন্য অত্যন্ত উপযুক্ত। কিন্তু সময়ের পথচলায় যুগপোযোগী উদ্যোগের অভাবে সবুজায়নের দিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান মিরসরাই উপজেলা প্রশাসন সবুজ মিরসরাই গড়তে আপ্রাণ চেষ্টায় মত্ত। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন গত বছরের ১১ ডিসেম্বর মিরসরাইয়ে যোগদান করেন। যোগদানের ১০ মাসের পথচলায় তিনি মিরসরাইয়ের অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি সবুজায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারই প্রেক্ষিতে সবুজ মিরসরাই গড়ার যাত্রা শুরু করেন ১ আগস্ট থেকে। যাত্রা শুরুর দেড় মাসে ২ লক্ষ ২৫ হাজার ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয় মিরসরাইজুড়ে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সবুজায়নের এমন সর্ববৃহত উদ্যোগ এটিই প্রথম।

‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই, সবুজে সাজাই মিরসরাই’ এই প্রতিপাদ্যে সবুজ মিরসরাই গড়ার লক্ষ্যে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর আয়োজন করে মিরসরাই উপজেলা প্রশাসন। বেলা বাড়ার সাথে সাথে সবুজ মাঠ চেয়ে যায় বিভিন্ন প্রকার দেড় লক্ষাধিক গাছের চারায়। সেখানে উপস্থিত সকলের হাতে হাতে শোভা পায় নানা প্রজাতির গাছের চারায়। এসময় ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্প প্রতিষ্ঠান, ১৬টি ইউনিয়ন পরিষদ ও ২ পৌরসভা, শতাধিক সামাজিক সংগঠন, বেদেপাড়ার বাসিন্দা ও সাধারণ জনসাধারণের মাঝে। বিতরণকৃত চারার মধ্যে ছিল মাল্টা, চাপালিশ, বাদাম, লিচু, হরিতকি, বহেরা, আমড়া, আম, কাঁঠাল, আমলকি, জলপাই, জাম্বুরা, তেতুল, তাল, নারকেল, পেয়ারা, জাম, মেহগনি, বেলজিয়াম, গর্জন, কড়ই, গামারী, নিম, অর্জুন, বকুল, কৃষ্ণচুড়া, জারুল, সোনালুসহ অসংখ্য প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছ। গাছের চারা নিতে আসা জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইমরান খান জিসান বলেন, একসাথে এতোগুলো গাছের মধ্যে থেকে পছন্দ মতো গাছের চারা নিতে পেরে আমি অনেক আনন্দিত। মিরসরাই উপজেলা প্রশাসনকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ। শিক্ষার্থী মুমতাহিনা চৌধুরী মীম, প্রাপ্তি ও পূজা বলেন, আমরা আমাদের পছন্দের গাছের চারা নিতে সক্ষম হয়েছি। আমরা গাছগুলো বাড়ির আঙ্গিনায় রোপন করবো এবং সঠিক পরিচর্যা করবো। এছাড়া শিক্ষার্থী সৌপ্তি, রনি, অর্পা, সরনাথ, আল সাবাব চৌধুরীসহ মাঠে উপস্থিত নানা পেশার ও নানা বয়সের মানুষের মুখে হাসি ফুটেছে গাছের চারা পেয়ে। মিরসরাই উপজেলা স্বেচ্ছাসবী সংস্থার অন্যতম সমন্বয়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বলেন, ‘মিরসরাইয়ে দিনদিন শিল্পকারখানা গড়ে তোলার হার বাড়ছে। সেইসাথে এখানকার আবহাওয়ার উপর শিল্পকারখানার খারাপ প্রভাব পড়ার আগেই সবুজায়নের উদ্যোগটি যথোপযোগী। আমি সবুজায়নের এই উদ্যোগ অব্যাহত রাখার দাবী জানাচ্ছি।’

মিরসরাই উপজেলা ডায়াগনষ্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ‘আমার বয়সে এত বৃহত পরিসরে বৃক্ষরোপন কার্য্যক্রম আমি দেখিনি। সবুজ মিরসরাই গড়ার লক্ষ্যে মিরসরাই উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।’ মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের ২০২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসেবে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো মিরসরাইয়ে ইতিমধ্যে ২ লক্ষ ২৫ হাজার বৃক্ষরোপন করা হয়েছে। গত ১ আগস্ট করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৫০ হাজার এবং একইদিন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দেড় লক্ষ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে। আমি সবুজ মিরসরাই গড়তে ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই, সবুজে সাজাই মিরসরাই’-এই শ্লোগান বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।’  মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখতে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে পুরো চট্টগ্রামে ২০২৩ সালে ২৩ লাখ গাছের চারা লাগানোর যে উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগেকে স্বাগত জানাই।


আরও খবর



অ্যাপল ১৫-তে যা থাকছে

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বরে নিয়ে আসে তাদের আইফোন সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার আসছে আইফোন-১৫ সিরিজ। অ্যাপেল তথ্য অনুযায়ী ১২ সেপ্টেম্বর তাদের ১৫ সিরিজ লঞ্চ করা হবে আইফোন-১৫ সিরিজ।আইফোন ১৫-তে, কী আছে এ নিয়ে বাজারে চলছে নানা গুঞ্জন। বিভিন্ন ব্লগে দাবি করা হচ্ছে নিম্নোক্ত ফিচারগুলো থাকবে এবারের আইফোন-১৫ সিরিজে।

টাইটানিয়াম ফ্রেম: ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্সে অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে জানা গেছে।

অ্যাকশন বাটন: আইফোন-১৫প্রো সিরিজে একটি প্রোগ্রামেবল অ্যাকশন বাটন থাকবে। এটি দিয়ে ফোন মিউট বা সাইলেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ইউএসবি টাইপ-সি পোর্ট: অবশেষে টাইপ-সি পোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে আইফোন। ১৫ সিরিজের সব ফোনেই থাকবে টাইপ-সি। তবে শুধু প্রো মডেলগুলোয় দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি ৩ দশমিক ২ সুবিধা থাকবে। আর আইফোন-১৫ ও ১৫ প্লাসে থাকবে ইউএসবি ২ দশমিক শূন্য।

কমবে বেজেলের পরিমাণ: আইফোন-১৪প্রো সিরিজের মতো আইফোন ১৫-এর চারটি ভ্যারিয়েন্টেই ক্যাপসুল আকৃতির কাটআউটসহ ডিসপ্লে থাকবে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫প্রো সিরিজে বেজেলের আকার আরও ১ দশমিক ৫ মিলিমিটার কমাতে নতুন এলআইপিও (লিপো) ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ-১৭ বায়োনিক প্রসেসর: অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্স নতুন এ-১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে আগের প্রজন্মের এ-১৬ চিপই থাকবে যেটি আইফোন-১৪প্রোতে ব্যবহার করা হয়েছে।

৮ জিবি র?্যাম: অ্যাপল প্রথমবারের মতো আইফোন-১৫প্রো সিরিজে ৮ জিবি র?্যাম সুবিধা দিতে যাচ্ছে। তাইওয়ানের গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, আইফোন-১৫ ও ১৫ প্লাসে ৬ জিবি র?্যাম থাকবে। অন্যদিকে বেস ভ্যারিয়েন্ট হিসেবে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হবে আইফোন-১৫ সিরিজের সব ফোনে।

পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স: হাই-এন্ড আইফোন মডেলগুলোয় হাই রেজ্যুলেশনের ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ১৫প্রো ম্যাক্স মডেলে প্রথমবারের মতো ৫-৬এক্স অপটিক্যাল জুম লেন্সসহ একটি পেরিস্কোপ জুম লেন্স অন্তর্ভুক্ত করা হবে।

রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন: আইফোন-১৪ ও ১৪ প্লাসের সঙ্গে নতুন রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন প্রবর্তন করেছে অ্যাপল। ব্লুমবার্গের মতে, একই ডিজাইনের ফলে ১৫ সিরেজের সব ফোনেই ব্যাক প্যানেল, ব্যাটারি ও ডিসপ্লে সহজেই পরিবর্তন কিংবা রিপেয়ার করা যাবে।

ওয়াইফাই সিক্স-ই: আইফোন-১৫প্রো ও ১৫প্রো ম্যাক্সে থাকছে কোয়ালকমের শক্তিশালী ওয়াইফাই সিক্স-ই। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে শুধু ওয়াইফাই প্রযুক্তি থাকবে।

আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ: বলা হয়, অ্যাপল একটি নতুন এবং আরও দক্ষ আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে আরও ভালোভাবে অ্যাপল ইকোসিস্টেম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

লিডার স্ক্যানার: আইফোন-১২ সিরিজের পর থেকে প্রতিটি প্রো মডেলের সঙ্গে লিডার স্ক্যানার প্রযুক্তি দিয়ে আসছে অ্যাপল। এর মাধ্যমে আরও ভালো পোর্ট্রেট শট এবং এআর অ্যাপের অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠানো যাবে অন্য অ্যাপেও

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেট বিধি অনুয়ায়ী থার্ডপার্টি মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে অ্যালফাবেট (গুগল), আমাজন, অ্যাপল, বাইটড্যান্স ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে যুক্ত হতে হবে। এই আইনের সঙ্গে সংগতি বজায় রাখতে হোয়াটসঅ্যাপে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিং সুবিধা নিয়ে আসছে মেটা।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা গেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে জানানো হয়।  

হোয়াটসঅ্যাপের আসন্ন বিভিন্ন ফিচারের তথ্য প্রদানকারী ডব্লিউবেটাইনফো এক প্রতিবেদনে বলে, অ্যান্ড্রয়েড বেটা অ্যাপের ২.২৩. ১৯.৮ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা যাবে।

তবে টুলটি এখনই ব্যবহার করা যাচ্ছে না। একটি স্ক্রিনশটে দেখা যায়, ফিচারটিতে কোনো অপশন বা বাটন নেই। এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, ২০২৪ সালের মার্চের মধ্যে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিংয়ের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটের বিধি মেনে চলবে মেটা।  

ইউরোপসহ বিশ্বের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মেসেজিং প্ল্যাটফর্ম ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই পরিষেবাগুলো ব্যবহার করা তুলনামূলক সহজ। এনক্রিপ্টেড মেসেজিংয়ের সুবিধা দিয়ে অ্যাপগুলো ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়ে থাকে।

মেটা, অ্যাপল ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোর অবাধ ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) প্রণয়ন করেছে। ডিএমএ কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে প্রি–ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার অনুমতি দিতে নির্দেশনা দিয়েছে।

যাতে ব্যবহারকরীরা অ্যাপ স্টোর থেকে তাদের ইচ্ছানুযায়ী অ্যাপ ইনস্টল করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে মেটা ও মাইক্রোসফট নিজস্ব অ্যাপ স্টোর তৈরির কথা বিবেচনা করছে।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩