Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

আইপিএল খেলতে ভারতে রওনা দিয়েছেন মোস্তাফিজ

প্রকাশিত:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করে কাটার মাস্টার খবরটি নিশ্চিত করেছেন।

ছবির ক্যাপশনে মোস্তাফিজ লিখেন, আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে তর সইছে না।

জানা যায়, একটি চাটার্ড প্লেনে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশি বাঁহাতি তারকা পেসার। যেখানে গতকালই মোস্তাফিজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছেন।

গতবছরের মতো এবারও মোস্তাফিজ আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময় তার খুব একটা ভালো না গেলেও আইপিএল দিয়ে ফর্মে ফেরার আশা করছেন।


আরও খবর



রপ্তানিতে বাংলাদেশ কী কী ক্ষেত্রে উন্নতি করতে পারে, জানালেন পিটার হাস

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ১ নম্বর গন্তব্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ব্যবসা ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আর কী কী ক্ষেত্রে উন্নতি করতে পারে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পিটারের সঙ্গে চা-চক্র’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে- আপনি জানেন কি, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ১ নম্বর গন্তব্য দেশ হলো যুক্তরাষ্ট্র? ব্যবসা ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আর কী কী ক্ষেত্রে উন্নতি করতে পারে? পিটারের সঙ্গে চা-এর আজকের পর্বে রাষ্ট্রদূত হাসের কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনুন এবং কিছু ধারণা নিন।

এর আগেও ‘পিটারের সঙ্গে চা’ শিরোনামে কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত পিটার হাস। দ্বিতীয় সিজনের প্রথম পর্বে একটি ভিডিওতে রাষ্ট্রদূত হাস নিজের সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছিলেন। এবার প্রকাশ পেয়েছে নতুন পর্ব-৪।

এ পর্বের শুরুতেই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘সবাইকে শুভেচ্ছা। পিটারের সঙ্গে চা-চক্রে আবারও স্বাগত।’

তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগে ফেসবুকে আপনাদের মন্তব্য পড়তে এবং সরাসরি কিছু প্রশ্নের উত্তর দিতে। আজ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন মাহু খান। তিনি জিজ্ঞাসা করেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনাবিষ্কৃত কী কী ব্যবসায়িক খাত আছে যা আরও বিকশিত হতে পারে?’

এর উত্তরে রাষ্ট্রদূত বলেন, ‘আমি বলব, অনেক সম্ভাবনা আছে! আমার ধারণা আরও বিকশিত হতে পারে? আপনি জানেন যে, আপনাদের তৈরি-পোশাক রপ্তানির সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশ তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চায়। কীভাবে আমরা সেই খাতগুলো খুঁজে বের করব সেটাই বিবেচ্য। আমার মনে হয় বিগত দুই বা তিন বছর ধরে আমরা যেটা শিখেছি সেটা হলো আপনি একক কোন দেশের একক কোন সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করতে পারবেন না।’

পিটার ডি হাস বলেন, ‘ আমি মনে করি, বাংলাদেশের জন্য দারুণ কাজ হবে যদি তারা এ ধরনের অন্যান্য খাতেও নজর দেয় যেখানে তারা প্রতিযোগিতা করতে পারবে। তাহলে তারা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারবে। আর এ ধরনের খাত হতে পারে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, কৃষি ও তথ্য-প্রযুক্তি। এগুলো এমন সব সম্ভাবনাময় খাত যেখানে আমরা যুক্তরাষ্ট্রে আরও সরবরাহকারী খুঁজছি। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য ইতিমধ্যেই ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। আর তাই আমি দেখতে চাই যে, বাংলাদেশ এসব খাতে নজর দেবে, আরও বেশি রপ্তানি করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ব্যবসা করবে।’

সবশেষে তিনি বলেন, ‘পরবর্তী চা-চক্রে আবারও আপনাদের সাক্ষাতের প্রতীক্ষায় থাকব!’


আরও খবর



তানোরে সরকারী নয়নজলি ভরাট গাছ কর্তন করে হিমাগার নির্মান

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সরকারী নয়নজলী ভরাট ও গাছ কেটে হিমাগার নির্মান করার অভিযোগ উঠেছে। তানোর টু চৌবাড়িয়া রাস্তার মালার মোড়ের উত্তরে ঘটে রয়েছে ভরাট ও গাছ কাটার ঘটনা। নয়নজলি ভরাটের কারনে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে আশংকা স্থানীয়দের। এদিকে তিন ফসলী কৃষি জমির কোন শ্রেণী পরিবর্তন না করে হিমাগার করছেন শহরের প্রভাবশালী ঠিকাদার বজলুর রহমান, ও খড়িবাড়ি বাজারের বাইক শোরুমের মালিক শরিফ। শুধু নয়নজলি ভরাট না রাস্তার একাধিক ছোট বড় গাছও কেটেছেন তারা। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভরাট কাজ বন্ধ না হলে বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী  গ্রামে প্রচুর পানি জমা হয়ে থাকবে।

সরেজমিনে দেখা যায়, তানোর টু চৌবাড়িয়া রাস্তার পশ্চিমে মালার মোড়ের উত্তরে তিন ফসলী প্রায় ২৫ বিঘা জমির উপর নির্মিত হচ্ছে আলুর হিমাগার।  তিন ফসলী কৃষি জমির কোন শ্রেণী পরিবর্তন করেনি কর্তৃপক্ষ।  রাস্তা সংলগ্ন   অন্তত ৭০০-৮০০ হাত লম্বা নয়নজলি দখলে নিয়ে বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং  কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভরাটের জন্য সমান তালে রাস্তার গাছপালা কেটে উজাড় করে ফেলা হয়েছে। রাস্তার পূর্বদিকে বালিকা স্কুল ও হাফেজ খানা।  দিন রাত সমান তালে ভাড়ী যন্ত্রের শব্দে লিখাপড়ার চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

সেখানে দায়িত্বে আছেন শাহিন ও হাতিশাইল গ্রামের সাইফুল নামের একজন। শাহিন জানান এলজিইডি অফিস কে অবহিত করে ভরাট করা হয়েছে এবং  পানি বের করার ব্যবস্থা করা হবে। অথচ পানি বের করার তীল পরিমান ব্যবস্থা না রেখে জবর দখল করা হয়েছে। সুত্রে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী  খাদ্য ঘাটতি চলছে। কিন্তু বাংলাদেশে এখনো খাদ্য ঘাটতি দেখা দেয়নি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ তিন ফসলী জমিতে কোনভাবেই শিল্পকল কারখানা নির্মান করা যাবে না এবং  জমির শ্রেণীও পরিবর্তন করা যাবে না। কিন্তু সেই নির্দেশনাকে অমান্য করে তিন ফসলী জমিতে চলছে হিমাগার নির্মান। প্রায় ২৫ বিঘা জমির উপরে হিমাগার নির্মিত হওয়ার কারনে আলু ও বোরো চাষ হয়নি। এভাবে কলকার খানা হতে থাকলে অদুর ভবিষ্যতে প্রচুর খাদ্য ঘাটতির আশংকা করছেন কৃষি বিভাগ।

স্থানীয়রা জানান, উপজেলায় ইতিপূর্বে কৃষি জমিতে পাঁচটি হিমাগার নির্মান হয়েছে এবং  আমান হিমাগার নির্মানের জন্য তানোর টু মুন্ডুমালা রাস্তায় জমি কিনে রেখোছেন। মালার মোড়ে যে সব জমিতে হিমাগার নির্মান হচ্ছে বর্ষা মৌসুমে কয়েক গ্রাম পানিতে ঢুবে যাবে এবং  আশপাশের জমিতে চাষাবাদ হবে না। আবার রাস্তার গাছ কেটে সরকারী নয়নজলি ভরাট করছে দেদারসে। কারো কিছু বলার নেই। ভারি মেশিনের শব্দে ঘুমতো দুরে থাক পরিক্ষার্থীরা পড়ালিখা পর্যন্ত করতে পারছেন না। 

হিমাগারের মালিক শহরের প্রভাবশালী ঠিকাদার বজলুর জানান, কৃষিপণ্য সংরক্ষনের প্রয়োজন। এজন্য জমির শ্রেণী পরিবর্তন করার প্রয়োজন হয় না। সরকারী নয়নজলি দখল করা যায় কিনা জানতে চাইলে তিনি জানান, এসব ভূমি দপ্তর দেখবে বলে এড়িয়ে যান।কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার কাউসার জানান, সরকারী নয়নজলি ভরাট করা বেআইনী, আর জমির শ্রেণী পরিবর্তন না করে হিমাগার নির্মান করা যায় না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করব এবং  সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন সোমবার সরেজমিনে ঘটনাস্থল তদন্ত করে এমন হয়ে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নয়নজলি ও গাছ কাটার কোন এখতিয়ার নেই। ঘটনার সত্যতা পেলে কোন ছাড় দেওয়া হবে না।

আরও খবর



তানোরে বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরনের শুভ উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধিঃপরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলার জন্য স্থানীয় সাংসদের নির্দেশে রাজশাহী  তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ  কমর্সূচির উদ্বোধন করা হয়েছ। বুধবার ( ৩০শে মে) সকালের থেকে  বিএমডির কার্যালয়ে চারা বিতরনের এমপি পক্ষে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান।

চেয়ারম্যান জানান, এমপির নির্দেশে খরা প্রবন উপজেলা ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ও সবুজ বনায়ন গড়ে তুলতে প্রান্তিক কৃষকের মাঝে ২০০০ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরন করা হবে। এসময় বিএমডিএর কর্মকর্তা কর্মচারী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর



প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য ডিসির আদেশে তানোরে ফসলী জমিতে পুকুর খনন

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে জেলা প্রশাসক ডিসির আদেশে রাজশাহীর তানোরে কৃষি ফসলী জমিতে পুকুর খনন শুরু হয়েছে। সম্প্রতি বোরো ধান কাটা হয়েছে জমিগুলো থেকে। জমিতেই বাঁশের খুটি পুতে সাটানো হয়েছে সাইনবোর্ড। লিখা আছে রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি,  নিবন্ধন নম্বর ১৬০৭, পক্ষে জেলা প্রশাসক। এমন সাইনবোর্ড লিখে কৃষি ফসলী জমিতে পুকুর খননের খবর ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, রক্ষক কেন নির্দেশ দাতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কি ভাবে আদেশ দিলেন, কিসের বিনিময়ে জেলা জুড়ে এমন ঘটনার জন্ম দিয়ে কেনই তিনি প্রশ্নবিদ্ধ হয়ে পড়লেন। কি এমন ক্ষমতার বলে সরকার প্রধানের নির্দেশ অমান্য করে  চান্দুড়িয়া ইউনিয়ন( ইউপির) ব্রীজ ঘাটের উত্তরে বন্যা নিয়ন্ত্রিত বাঁধের পূর্বদিকে বিস্তৃর্ণ ফসলী জমিতে পুকুর খনন শুরু করেছেন রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতির সাইনবোর্ডে । সমিতির নিবন্ধন নং ১৬০৭, পক্ষে জেলা প্রশাসক। এতে করে ডিসির এমন কর্মকান্ডে চরম বিব্রত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ফলে দ্রুত বন্ধ করে কৃষি জমি রক্ষার দাবি উঠেছে জোরালো ভাবে।

তবে জেলা প্রশাসক (ডিসি) শামিম আহম্মেদের সাথে মোবাইলে বৃহস্পতিবার দুপুরের আগে কথা বলা হলে তিনি বলেন, স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি টি হচ্ছে জেলার বাগমারা উপজেলার চরম পন্থিদের।  সরকারের কাছে আত্ম সমর্পন করেছিল তারা। সরকার তাদের পুনর্বাসনের জন্য সমিতি করে দেয়। আর আমি সরকারের প্রতিনিধি হিসেবে সমিতি দেখভাল করি। কিন্তু কৃষি ফসলী জমিতে পুকুর খননের কোন অনুমতি দেওয়া হয়নি। পুকুর খননের জায়গাতে বা কৃষি জমিতে সমিতি যে সাইনবোর্ড মেরেছে সেখানে পক্ষে জেলা প্রশাসক লিখা আছে জানতে চাইলে তিনি জানান, আপনি কি সাইনবোর্ডের কাছে আছেন, না,  গত মঙ্গলবারে ছবি তুলে নিয়ে এসেছি। ঠিক আছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

স্থানীয় কৃষকরা জানান, চান্দুড়িয়া ইউপিতে প্রায় জমিতে পুকুর খনন হয়ে গেছে। কৃষি শ্রমিকরা কোন কাজ পাচ্ছে না। বিশেষ করে হাড়দহ বিল হলেও তিনটি করে ফসল হত এবং আশপাশের গ্রামের মানুষ প্রচুর গরু, ছাগল ও ভেড়া লালন পালন করে জীবন পরিচালনা করত। বর্তমানে ৪০-৪৫ বিঘা জমি ফাঁকা ছিল। এবার সেখানে শুরু হয়েছে পুকুর খনন। পুকুর হলে ইউপিতে তেমন ভাবে কৃষি জমি থাকবে না। আবার বর্ষা বন্যা মৌসুমে হড়দহ গ্রামের অনেক মৎস্যা জীবিরা মাছ মেরে জীবিকা নির্বাহ করত। সেটা বন্ধ হয়ে গেছে। যেখানে পুরাতন পুকুর সংস্কার করতে হলে অনুমতি নিতে হয়। আর কৃষি ফসলী জমিতে চারটির মত ভেকু মেশিন দিয়ে দাপটের সাথে পুকুর খনন করা হচ্ছে। অথচ প্রশাসন রহস্য জনক কারনে নিরব।  কারন একটাই সাইন বোর্ডে পক্ষে জেলা প্রশাসক। মুলত এজন্য উপজেলা পর্যায়ের প্রশাসনরা কিছুই করতে পারছেন না।
সুত্রে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও ব্যাপক খাদ্য ঘাটতি চলছে। কিন্তু বাংলার পা ফাঁটা কৃষকদের জন্য দেশে কোন খাদ্য ঘাটতি নেই।

এছাড়াও এউপজেলাকে কৃষি ভান্ডার হিসেবে ধরা হয়। প্রধান চাষ ধান তারপর আলু এরপরেই রয়েছে মাছ উৎপাদন। কিন্তু বিগত ১৪-১৫ বছরে  মধ্যে ব্যাপকহারে কৃষি জমিতে পুকুর হয়েছে। কমেছে প্রচুর কৃষি জমি। এভাবে পুকুর হতে থাকলে অদূর ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশংকা করছেন কৃষি বিভাগ।সম্প্রতি বোরো ধান কাটা শেষের দিকে, বাম্পার ফলন হয়েছে এবার। যা চাহিদার তুলনায় কয়েকগুন বেশি ধান উৎপাদন হয়েছে বলে নিশ্চিত করেন কৃষি দপ্তর।এবিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব যুগ্ন সচিব ইমতিয়াজ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জায়গার লোকেসন নেন এবং সাইনবোর্ড ও কৃষি জমির ছবি হটসআপে চান।  ছবি লোকেসান দেওয়ার পর তিনি বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

আরও খবর



মেসিকে বার্সাতে ফেরাতে সবকিছু করা হবে

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও বার্সেলোনা এক সময় একটি সমর্থক শব্দই মনে হতো। যেখানে বার্সার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে মেসির যাত্রা শুরু হয়েছিল। তারপর আর্জেন্টাইন তারকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অসংখ্যা ইতিহাসের জন্ম হয়েছে তাকে দিয়ে।

তবে দীর্ঘ পথ চলার পরে ২০২১ সালে বার্সা ক্যারিয়ারের ইতি হয় মেসির। সেসময় আর্থিক সমস্যার কারণে মেসিকে ছাড়তে বাধ্য হয়েছিল কাতালানরা। পরে পিএসজিতে চুক্তিবদ্ধ হন এই তারকা। সেখানে আসন্ন জুনেই শেষ হচ্ছে তার চুক্তি। আর এমন আবহেই মেসিকে বার্সেলোনাতে ফেরাতে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। খবর গোল ডট কমের।

বার্সেলোনা ক্লাবের সময়টা এই মুহূর্তে ভালো যাচ্ছে । গত ম্যাচে তারা এস্পানিওলকে হারিয়ে ২৭তম বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবার তারা লিগ শিরোপা জিতেছে। এমন সময়ে এখন আর্জেন্টাইন এই তারকাকে ফিরিয়ে আনার চেষ্টাও চালাচ্ছে কাতালান ক্লাব।

এস্পানিওলের মাঠে রবিবার রাতে রবার্ট লেভানডস্কির জোড়া গোলে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। জয়ের পর শিরোপা নিশ্চিত করেছে বার্সা। উচ্ছাসে ভেসেছে ন্যু ক্যাম্প। সেখানেই এবার আরও খুশির জোয়ার আনতে 'সবকিছু' করার অঙ্গীকার করেছেন লাপোর্তা।

ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘জিজান্তেস’কে লাপোর্তা জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে, মেসিকে ফের ক্লাবে ফেরাতে সবকিছু করা হবে।

প্রসঙ্গত মেসিকে ক্লাবে ফেরাতে সবচেয়ে বড় বাধা লা লিগার ফিন্যানসিয়াল ফেয়ার প্লে নীতি। সেটা মাথায় রেখেই পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘আমরা ফিনান্সিয়াল পেয়ার প্লে নীতি বজায় রাখার জন্য কার্যকর পরিকল্পনা করেছি। দলকে আরও শক্তিশালী করতে চাই।

উল্লেখ্য পিএসজির সঙ্গে লিওনেল মেসির আগামী মাসেই চুক্তি শেষ হবে। গুঞ্জন রয়েছে আর্জেন্টাইন তারকাকে রেকর্ড পরিমাণ বেতনে সৌদি আরবের ক্লাব আল-হিলাল নিতে বদ্ধপরিকর। ইন্টার মিয়ামিও রয়েছে লড়াইতে। এর মাঝে বার্সা সভাপতির কথায় বেড়েছে জল্পনা।


আরও খবর