Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

আইপিএল ফাইনাল দেখতে ভারত যাচ্ছেন পাপন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এবারের আইপিএলে ডাক পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তার মধ্যে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস খেললেও কোনো ম্যাচ না খেলে যৌথ সম্মতিতে নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। যদিও পারফরম্যান্সে হতাশ করেছেন এই দুই তারকা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ২ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ, উইকেট নিয়েছেন একটি। আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ১ ম্যাচে সুযোগ পেয়েছেন লিটন। ৪ রানেই শেষ হয় উইকেটকিপার এই ব্যাটসম্যানের যাত্রা।

আগামী ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাচ্ছে আইপিএলের চলতি আসরের ফাইনাল। সেই ম্যাচে কোনো বাংলাদেশি ক্রিকেটার না থাকলেও যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহর আমন্ত্রণেই ভারত যাচ্ছেন পাপন।

মূলত, পাপন যাচ্ছেন আসন্ন এশিয়া কাপে ভেন্যু নির্ধারণ সংক্রান্ত আলোচনায়। জয় শাহ সেই বৈঠকে আরও আমন্ত্রণ জানিয়েছেন, শ্রীলংকা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিকেও।

পিটিআইকে জয় শাহ বলেছেন, ‘এশিয়া কাপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত। আইপিএলের ফাইনাল দেখতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), বাংলাদেশ (বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরা আসছেন। সেখানে আমরা একটি আলোচনা করব এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।


আরও খবর



মেয়র সাইদুরের উন্নয়নের চমক বদলে যাচ্ছে গ্রামীন রাস্তা

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চোখে পড়ার মত তেমন উন্নয়ন মুলক কার্যক্রম ছিল না। অনেক আসা নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হন সাইদুর রহমান। নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি নির্বাচিত হতে পারি বা আপনারা নির্বাচিত করেন তাহলে অতীতে যা হয়নি বা দেখেন নি সে উন্নয়ন করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক উন্নয়নের চমক দেখাচ্ছেন মেয়র। শুধু তাই না রাজস্ব বাড়িয়ে দিয়েছেন দ্বিগুন। একারনে দ্বিতীয় শ্রেণী পৌরসভাকে  প্রথম শ্রেণী করার জন্য আবেদন করা হয়েছে। হয়তো দুএক বছরের মধ্যে প্রথম শ্রেণীর পৌরসভা হতে পারে বলে ধারনা করছেন মেয়রসহ কর্তৃপক্ষ । ফলে মেয়রের উন্নয়ন মুলক কর্মকান্ডে স্বস্তি বিরাজ করছে আপামর পৌর নাগরিকদের মাঝে। 

জানা গেছে, বিগত ২০২০ সালের ৩০ ডিসেম্বর মুন্ডুমালা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহন করেন ২০২১ সালের মার্চ মাসে । দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উন্নয়ন করেই চলেছেন। পৌরসভা সংলগ্ন পূর্বদিকে বাগমারা গ্রামের আনাচে কানাচে ১ কোটি টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মান করেন। এর আগে পৌরসভার সীমানা প্রচীর ও গেট নির্মান করেন। বাগমারা গ্রামের রাস্তা নির্মানে প্রচুর বাধা ও মামলা পর্যন্ত হয়। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে গ্রামবাসীর একান্ত সহযোগীতায় রাস্তার কাজ সম্পন্ন করেছেন মেয়র। শুধু মুল রাস্তা না পাড়ার ভিতরে গ্রামবাসীর সুবিধার জন্য আরসিসি রাস্তা করে দিয়েছেন। রাস্তা উদ্বোধনের দিন গ্রামবাসী আনন্দে চাদা তুলে পৌর কর্তৃপক্ষ সহ পাড়ার জনসাধারন কে ভূড়িভোজ করান। এছাড়াও সাতপুকুরিয়া ২৮০ মিটার, চরক ডাইংপাড়া ৪৫০ মিটার ও চুনিয়াপাড়া ১৮০ মিটার আরসিসিসি রাস্তার কাজ শেষ হয়েছে এবং টকটকিয়া গ্রামে ৬৫০ মিটার আরসিসিসি রাস্তার কাজ চলমান রয়েছে।

পৌর নাগরিকরা জানান, বিগত ২০০২ সালের দিকে মুন্ডুমালা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত মেয়র ছিলেন প্রয়াত হেবিওয়েট বিএনপি নেতা শীষ মোহাম্মাদ। তার সময়ে রাস্তা ঘাট সহ নানা উন্নয়ন মুলুক কাজ হয়। বিগত ২০১১ ও ২০১৬ সালে মেয়র নির্বাচিত হন সাবেক আ"লীগ সভাপতি গোলাম রাব্বানী। তার সময়ে চোখে পড়ার মত খুব একটা উন্নয়ন হয়নি বললেই চলে। কিন্তু সাইদুর স্বতন্ত্র প্রার্থী হয়ে নানা প্রতিকূলতার মধ্যে মেয়র নির্বাচিত হন। তার প্রথম জীবন শুরু মুন্ডুমালা বাজারের কুলির সরদার হিসেবে, এরপরে মুন্ডুমালা মহিলা কলেজে নৈশ প্রহরীর চাকুরী করেন। তিনি মেয়র হবেন এটা কেউ কল্পনা করেনি। কিন্তু সে মেয়র হওয়ার আগ থেকেই পৌরবাসীর আপদ বিপদে ছুটে যেতেন এবং মহামারি করোনা ভাইরাসের সময় নিজ তহবিল থেকে প্রচুর অনুদান দিয়ে আপামর পৌরবাসীর মনে জায়গা করে নেয়। মেয়রের দায়িত্ব নিয়েই পৌর ভবনের সীমানা প্রচীর ও গেট নির্মান এবং ভবনকে অন্যরকম ভাবে সংস্কার করে তাক লাগিয়ে দেন। এর পর তিনি মুন্ডুমালা বাজারের তিন মাথা মোড়ে গোল চত্বর ও বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করে নতুন ইতিহাস গড়ে তোলেন। এটা তৈরির সময় নানা ধরনের বাধা বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও কোন দিকে কর্নপাত না করে সাহসিকতার সাথে নির্মান কাজ শেষ করেছেন। যার সুফল পাচ্ছেন আপামর পৌরবাসী।

টকটকিয়াগ্রামের সালাম,রবিউলসহ অনেকে জানান, বিগত ১৫ বছর ধরে একাধিকবার আবেদন করেও কোন কাজ হয়নি। ১৫ বছরে যা পায়নি মেয়র সাইদুর সেটা করে দিচ্ছেন। বর্ষা মৌসুমে বাড়ি থেকে বের হওয়া যেতনা। কিন্তু আরসিসি রাস্তা পাওয়াতে গ্রামবাসী আনন্দে আত্মহারা। আমরাও ভাবতে পারিনি এত টাকা ব্যয়ে মেয়র আরসিসি রাস্তা করে দিবেন। মাত্র দুই বছরের মধ্যে যে উন্নয়ন করেছেন, যা ১৫ বছরেও হয়নি। বিশেষ করে মুন্ডুমালা বাজারের তিনমাথা মোড়ে দিনভর জট লেগেই থাকত। কিন্তু মেয়র গোল চত্বর রাস্তা ও জাতির জনকের ম্যুরাল তৈরি করে চমক সৃষ্টি করেছেন। তিনি যে ভাবে উন্নয়ন শুরু করেছেন সেটা অব্যাহত থাকলে পৌরসভার গ্রামীন রাস্তার চেহার যেমন বদলে যাবে, ঠিক তেমনি ভাবে মানুষের জীবন মানে আমূল পরিবর্তন ঘটবে।

মেয়র সাইদুর রহমান বলেন, বাগমারা,টকটকিয়া, সাতপুকুরি, চরক ডাইংপাড়া ও চুনিয়াপাড়া আরসিসি রাস্তার ব্যয় প্রায় ৫ কোটি টাকা। আর মুন্ডুমালা বাজারে গোলচত্বর, রাস্তা ও ম্যুরাল নির্মানে প্রায় ৫৪ লাখ টাকা হবে। আ"লীগ সরকার ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে এবং আগামীতে গ্রামের প্রতিটি রাস্তা আরসিসি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এজন্য প্রায় ১০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে, হয়তো অল্পদিনের মধ্যে বরাদ্দ পেতে পারি বলে তিনি আশাবাদী।

আরও খবর



প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: আজ সারাদেশে আ. লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। এতে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

ওইদিন নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব ইনশাআল্লাহ।

আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

বাসস,


আরও খবর



তাপমাত্রা বাড়বে কি না, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে অধিদপ্তর বলছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতি ৫ থেকে ১০ কিলোমিটার।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলেছে, তাপমাত্রা আরও বাড়তে পারে।

সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঢাকায় সোমবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্য অস্ত যাবে। আর আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।


আরও খবর



ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ একজন আটক

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ এলুয়াড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেন্সিডিল সহ গোলাম রব্বানী (৩৫) নামে টেম্পু সহ এক ব্যক্তিকে আটক করেছেন। গত বৃহস্পতিবার ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রের সংবাদ পেয়ে এলুয়াড়ী ইউপির উষাহার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেন্সিডিল সহ এক জনকে আটক করেন।

আটককৃত ব্যক্তি হলেন হাকিমপুর উপজেলার হাতিশা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মোঃ গোলাম রব্বানী। এই অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ী থানার এসআই মোঃ আরিফুল ইসলাম, এসআই বদিউজ্জামান, এ এসআই শাহানুর।মাদক সংক্রান্ত বিষয়ে এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২, তারিখ- ০১/০৬/২০২৩ ইং। ফুলবাড়ী থানার পুলিশ জানান মাদক চোরাকারবারীদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কোনভাবে ছাড় দেওয়া হবেনা।


আরও খবর



‘আরআরআর’ খ্যাত অভিনেতা মারা গেছেন

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা রাজা মৌলির ‘আরআরআর’ সিনেমাটি ভারতকে বিশ্বের কাছে আলোকিত করেছে। এই সিনেমার মাধ্যমে দেশটি অস্কার জিতেছে। কিন্তু এবার এল দুঃসংবাদ। এতে দিল্লির কর্তৃত্ববাদী গভর্নরের ভূমিকায় অভিনয় করা খল-অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, গত রোববার রাতে রে স্টিভেনসনের মৃত্যু হয়। তবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘আরআরআর’ সিনেমার টিম। টুইটার হ্যান্ডেলে স্টিভেনসনের একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘আমাদের ‘আরআরআর’ টিম রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।

স্টিভেনসন ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছিলেন। এ ছাড়া এইচবিও’র ‘রোম’ এও দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ১৯৬৪ সালের উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্ম স্টিভেনসনের। ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল পড়ালেখা এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করেছেন তিনি। এরপর ১৯৯৮ সালে ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ এর মাধ্যমে হলিউডে ডেবিউ করেন তিনি।


আরও খবর

ঢাকা মাতাবেন অনুপম রায়

শনিবার ০৩ জুন ২০২৩