Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আইনগত ঝামেলা এড়ান মিথুন, ধনুর দায়-দায়িত্ব বৃদ্ধি

প্রকাশিত:মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৮জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

মিথুন (২১ মে-২০ জুন)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। দূরের যাত্রা হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক যোগোযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার আরোগ্যলাভ হতে পারে। বেকারদের  কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক সংকট এড়িয়ে চলুন। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো সদ্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। রিপু সংযত রাখুন, অন্যথায় বদনাম হতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। যেকোনো চুক্তি ভালোভাবে চিন্তা করে  করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিৎসা নিন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন।


আরও খবর



শার্শার গোল্ড নাসির অস্ত্র গুলি সহ আটক

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

যশোর প্রতিনিধি: অবশেষে শার্শার কুখ্যাত গোল্ড নাসির উদ্দিন ওরফে পিস্তল নাসির ওরফে গরু নাসিরকে আটক করেছে র‌্যাব ৬ খুলনার সদস্যরা। শনিবার সকালে শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। সে পুটখালির মৃত বুদো সর্দারের ছেলে। তার কাছ থেকে ২ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলিসহ উদ্ধার
করেছে র্যাব সদস্যরা। এঘটনায় শনিবার সন্ধ্যায় র‌্যাব ৬ খুলনা কার্যালয়ে ব্রিফিং করেছেন অধিনায়ক ফিরোজ কবির পিএিম পিএসসি।

উল্লেখ্য নাসির উদ্দিন আইনপ্রয়োগকারী সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। অস্ত্র, মাদক ও কয়েকটি সোনা পাচার ও সোনা উদ্ধার সংক্রান্ত মামলায় তাঁকে খুজছিল বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা।  আরো কয়েকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে বলেও বিভিন্ন সুত্র জানায়।


আরও খবর

সিরাজগঞ্জে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




ঢাকায় নিখোঁজ তরুন ১২ দিন পর যশোর উদ্ধার

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

শার্শা, যশোর প্রতিনিধি: অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান শিখো'র কর্মকর্তা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাওসিফ আহমেদের চিকিৎসাধীন অবস্থায় খোঁজ মিলেছে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) যশোরের একটি হাসপাতালে। ১২ দিন আগে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। তাওসিফের বোন তানজিনা আহমেদ এ ঘটনায়  গত ১৩ সেপ্টেম্বর বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।তাওসিফ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সর্বশেষ তিনি শিখো ডটকমে ব্যবসা শাখায় যোগ দেন।

তানজিনা বলেন, ‘যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাইয়ের খোঁজ পেয়েছি। সে অনেক অসুস্থ। ঠিকভাবে কথাও বলতে পারছে না। হাত নেড়ে সাংকেতিকভাবে বোঝানোর চেষ্টা করছে, তাকে কেউ মেরেছে। চোখে-মুখে ভয়ের ছাপ। ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকায় এনে অন্য কোনো হাসপাতালে ভর্তি করা হবে। কীভাবে যশোর এসেছে, সে সম্পর্কেও কিছু বলতে পারছে না তাওসিফ।তানজিনা বলেন, ‘চিকিৎসকরা আমাদের এখন তাওসিফকে বেশি প্রশ্ন না করতে নিষেধ করেছেন। তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।’তাওসিফের নিখোঁজ জিডিতে বলা হয়েছে, রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন তাওসিফ। ঘটনার দিন ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। অফিস শেষে রাত সোয়া ৯টার দিকে বাসায় ফেরেন। এরপর বাসায় বাইক রেখে রামপুরা বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। রাত ১০টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তাওসিফ বুথ থেকে টাকা তুলে বের হয়েছে। এরপর আর কোনো ফুটেজে তাকে স্পষ্ট বোঝা যায়নি।পুলিশ বলছে, তাওসিফ ছিনতাইকারী, অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পড়ে পড়েছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত চলছে। তিনি আত্মগোপনে ছিলেন নাকি তাকে কেউ অপহরণ করেছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




মরক্কোয় ভূমিকম্প, নিহত বেড়ে ৬৩২

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মরক্কোর মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ৩২৯ জন। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মারাক্কেশ শহর ছাড়াও দক্ষিণের কিছু শহরে বেশি মানুষ মারা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর আফটারশক হতে পারে-এমন আতঙ্কে দেশটির নারী, পুরুষ ও শিশুরা রাস্তায় অবস্থান করছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

স্থানীয় সময় রাত ১১ টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূ- কম্পন অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তায় ধ্বংসস্তূপের ভিডিও দেখা যাচ্ছে, তবে এগুলোর সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিশেষ করে ভবন পড়ে যাচ্ছে এমন কিছু ভিডিও দেখা গেলেও বিবিসি এগুলো সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

তবে লোকজনকে সতর্ক সংকেত শুনে ঘরবাড়ি ছেড়ে পালাতে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে একজন বাসিন্দা বলেছেন, মারাক্কেশ শহরের পুরনো অংশে কিছু ভবন ধ্বসে পড়েছে।


আরও খবর

ভূমধ্যসাগরে নিহত ও নিখোঁজ ২৫০০: জাতিসংঘ

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




বিরামপুরে দোকান ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান,বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর  জেলার বিরামপুরে দোকান ঘর  থেকে ফরহাদ হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে দুর্গন্ধের সূত্র ধরে  বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকায় তাঁর খড় কাটা দোকান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত  অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।মৃত ফরহাদ হোসেন (২৮) বিরামপুর পৌর শহরের শিমুলতলী (গড়েরপাড়) মহল্লার আমিরুল ইসলামের একমাত্র ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মমিনুল ইসলাম দোকানের ভিতর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, মৃত ফরহাদ হোসেন একজন গো-খাদ্যের খড় কাটা দোকানি ছিলেন। তিনি কয়েক বছর আগে বিরামপুর পৌর শহরের কলেজ বাজারে একটি দোকান ঘর ভাড়া নেয়। পরে গো-খাদ্যের খড় কাটার ব্যবসা শুরু করেন তিনি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ দোকানের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভেতর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।


বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এটা হত্যা না আত্মহত্যা এই নিয়ে এলাকায় চরম গুঞ্জন চলছে।


আরও খবর



জায়েদ সায়ন্তিকা, চুক্তিবদ্ধ হলেন দ্বিতীয় ছবিতে

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:যেন মেঘ না চাইতেই জল পেলেন কলকাতার মাঝারি মানের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। টলিউডের সিনেমায় হারিয়ে যেতে বসেছেন তিনি। অভিনয়ের সুযোগ তেমন একটা মেলে না। তাই পশ্চিমবঙ্গের শাসকদলের হয়ে রাজনীতির ময়দানে নেমেছেন। সেখানেও তিনি ফ্লপ!

ক্যারিয়ারের এই পড়তি সময়ে সুযোগ পেয়ে যান বাংলাদেশের ছবিতে অভিনয় করার। জুটি বাঁধেন জায়েদ খানের সঙ্গে। তাজু কামরুল পরিচালিত ছবির নাম ‘ছায়াবাজ’। কক্সবাজারে সিনেমাটির প্রথম লটের কাজ শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফেরেন তারা।

মজার ব্যাপার হলো, ঢাকায় ফিরেই বিমানবন্দরেই নতুন আরেকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা। ‘টাইগার’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। 

ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। বৃহস্পতিবার তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলাম। অন্য একটি ছবির প্রথম লটের শুটিং শেষ করে উভয় আজ ঢাকায় ফেরেন। সায়ন্তিকাও কলকাতায় চলে যাবেন। তার আগে বিমানবন্দরেই তাকে চুক্তি সাক্ষর করাই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করব। পাঁচ দিনের শুটিং বাংলাদেশে করার পর বাকী অংশের শুটিং হবে লন্ডনে।

এদিকে ঢালিউডে এখনও পায়ের তলার মাটি শক্ত হয়নি জায়েদ খানের। এখন পর্যন্ত কোনো ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি তার। এই অবস্থার মধ্যে কলকাতার একজন পড়তি নায়িকার সঙ্গে পর পর দুটি ছবিতে জুটি বেঁধে বেজায় উচ্ছ্বসিত তিনি। 

জায়েদ বলেন, “সবাই জানেন সায়ন্তিকা আর আমি কক্সবাজারে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করছি। প্রথম লটের শুটিং শেষ করে আজ ঢাকায় ফেরা মাত্রই পরিচালক রুমান ভাই আমাকে নতুন ছবি উপহার দিলেন। এই ছবিতেও আমার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন কলকাতার সায়ন্তিকা।

অন্যদিকে জায়েদ খানের সঙ্গে আরেকটি ছবিতে কাজের সুযোগ পেয়ে আরও বেশি খুশি টলিউডে পড়তি নায়িকাদের তালিকায় নাম লেখানো সায়ন্তিকা। বাংলাদেশের এই নায়কের প্রশংসা ঝরে পড়ল তার কণ্ঠে। 

সায়ন্তিকার কথায়, ‘প্রথম সিনেমাটির শুটিং করতে এসেই জায়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। দারুণ বন্ধুত্বপূর্ণ আচরণ তার। ওর ব্যবহারে আমি মুগ্ধ। তাই দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হতে খুব একটা ভাবতে হয়নি।

গোল্ড মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘টাইগার’। ২০২৪ সালের শুরুর দিকেই সিনেমাটি মুক্তির ইচ্ছা পরিচালকের।  


আরও খবর

পরীমণি-বুবলী একসঙ্গে খেলবেন!

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩