Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

আদম তমিজির বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে দক্ষিণখান থানায় মামলা হয়েছে, রাষ্ট্র ও প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ।

তিনি বলেন, গত ১৫ নভেম্বর ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম এই মামলা করেন।

মো. সিদ্দিকুর রহমান বলেন, ফেসবুক, মোবাইল, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অপমান করেছেন এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়েছেন। এর প্রেক্ষিতে কাউন্সিলর আনিছুর রহমান নাঈম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আদম তমিজি হক একজন শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মামলায় তমিজি হককে প্রধান আসামি করা হয়েছে।


আরও খবর



তানোরে কর্মসূচির শ্রমিক প্রকল্পে কাজ না করে মহিলা ভাইস চেয়ারম্যানের পুকুরে

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহীর তানোরে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মস্থান কর্মসূচির শ্রমিক প্রকল্পে কাজ না করে মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের পুকুরে কাজ করছেন বলে নিশ্চিত করেন প্রকল্প সভাপতি কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  সংরক্ষিত মেম্বার বেলী বেগম। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির)  শ্রীখন্ডা পালপাড়া গ্রামে ঘটে রয়েছে এমন অলৌকিক প্রকল্পের কাজের ঘটনাটি। গত শনিবার কাজের উদ্বোধন করা হলেও তিন দিনে কোন কাজ করাননি প্রকল্প সভাপতি বেলী বেগম। এতে করে কর্মসূচির প্রকল্পে ব্যাপক অনিয়ম করছেন প্রকল্প সভাপতিরা। এছাড়াও একই ইউপির ভবানীপুর গোরস্থানে মাটি ভরাটের প্রকল্প থাকলেও এখনো কাজ শুরু করেননি প্রকল্প সভাপতি মেম্বার আনিরুল। ফলে প্রতিটি প্রকল্পে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি তুলেছেন স্থানীয় জনসাধারণ। 

সংরক্ষিত মহিলা মেম্বার বেলী বেগম বলেন, গত শনিবার থেকে কাজ শুরু হয়েছে। শ্রমিকরা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের পুকুরে কাজ করছেন। আপনার প্রকল্প শ্রীখন্ডা পালপাড়া  আইয়ুব মাস্টারের বাড়ি হতে ষষ্ঠী পালের বাড়ি পর্যন্ত পুকুরে কিভাবে কাজ হয় জানতে চাইলে তিনি বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও চেয়ারম্যান বলেছে এজন্য সেখানে কাজ করছে। প্রকল্পের কাজ রেখে ভাইস চেয়ারম্যানের পুকুরে কাজ করার কোন অনুমতি আছে কি প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ভাইস চেয়ারম্যান সব অনুমতি নিয়েই কাজ করছেন, তাছাড়া কাজ কেন করবে। 

ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, প্রকল্পের রাস্তায় ২০ দিন ও পুকুরে ২০ দিন কাজ করবে।কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ বলেন, আমি কাজের বিষয়ে কিছুই জানিনা। 

সরেজমিনে দুপুরের আগে দেখা যায়, কামারগাঁ ইউপির শ্রীখন্ডা পালপাড়া আইয়ুব মাস্টারের বাড়ি হতে ষষ্ঠী পালের বাড়ি পর্যন্ত প্রায় ১৫০ মিটার মাটির রাস্তায় কোন শ্রমিক দেখা যায় নি। স্থানীয় কিছু মহিলা ও বয়োজ্যেষ্ঠ পুরুষরা বলেন, গত রবিবার মহিলা মেম্বার বেলী বেগমের স্বামী আলমগীর এসে রাস্তার পাশে ছোট কুড়ি থেকে মাটি নিবে বলেছে। কিন্তু কুড়িতে পানি আছে, অন্য জায়গা থেকে মাটি এনে সংস্থার করা যাবে। সামান্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাটা যায় না। তিন দিনে কেউ আসেনি কাজ করতে। এপ্রকল্পে ২৬ জন শ্রমিকের কাজ করার কথা।এদিকে এক কুদাল মাটি পর্যন্ত ফেলা হয়নি ভবানীপুর গোরস্থানেও। কোন শ্রমিকেও দেখা যায়নি। এপ্রকল্পে শ্রমিক সংখ্যা ২৬ জন।

 প্রকল্প সভাপতি মেম্বার আনিরুল বলেন গোরস্থান যেখান থেকে মাটি ফেলা হবে সে জমির ধান কাটা হয়েছে, উত্তোলন হলে মাটি ফেলা হবে। তিনি আরো বলেন, পার্শ্বেই মাদারিপুরে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে কাজ করেছে। কোন শ্রমিক দেখা যায়নি আর আপনার প্রকল্প গোরস্থানে সেখানে কাজ করা হয়নি এবং স্বাস্থ্য কেন্দ্রেও কোন শ্রমিক দেখা যায়নি প্রশ্ন করা হলে উত্তরে বলেন, আমি বাহিরে আছি পরে কথা হবে বলে দায় সারেন। 

পিআইও এটিএম কাউসার আলী বলেন, আপনি জানালেন আমি খোঁজ নিয়ে দেখছি। তিন দিন ধরে কোন কাজ হয়নি ব্যবস্থা গ্রহণ হবে কিনা জানতে চাইলে একই ধরনের কথা বলে তিনিও দায় সারেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, কাজ না করলে টাকা পাবেনা। উপজেলার সাতটি ইউনিয়নে ১৬ প্রকল্পের বিপরীতে শ্রমিক সংখ্যা ৪৪৬ জন। প্রতিদিন একজন শ্রমিক ৪০০ টাকা করে পাবেন। সে হিসেবে ১৬ প্রকল্পে ৪৪৬ জন শ্রমিকের বিপরীতে প্রায় ৭২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি প্রকল্প প্রচুর পরিমানে অনিয়মের অভিযোগের খবর পাওয়া যাচ্ছে।

আরও খবর



রাজধানীতে আরও দুটি বাসে অগ্নি সংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা #ktvbangla #ktv

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে গুলিস্তানে ফ্লাইওভারের কাছে যাত্রাবাহী আরও একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি পালন করছিলেন বলে জানা গেছে। এছাড়া ওইদিন রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এদিকে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সারাদেশের ১১ জায়গায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ১১টি স্থানে অগ্নিসংযোগের তথ্য জানায় ফায়ারসার্ভিস। 


আরও খবর



মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়ার শহর ও সদর শাখার কমিটি গঠন

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ২৪ নভেম্বর ২০২৩ইং শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে জেলা কার্যালয়ে শুরু হয় সম্মেলন এবং শেষ হয় রাত ১০ ঘটিকার সময় । মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মোঃ সুভীন আক্তারের সন্চালনায় এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বিশিস্ট ব্যবসায়ী এস এম তৌফিকুল কবির তুহিন ।সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন যুগ্ন-সাধারন সম্পাদক শেখ মুক্তাদির রহমান অমি । পরে উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে সম্মেলন অনুষ্ঠানের জেলার নেতৃবৃন্দের সিদ্ধান্তে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিতি হন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া শহর শাখার নির্বাচিত সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তুহিন (ব্যাংকার) ও নির্বাচিত সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন (বিশিস্ট ব্যবসায়ী) সহ-সভাপতি তৌফিক হোসেন তোতা,মহিউদ্দিন বাশার,ফারুক হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক পাভেল বিশ্বাস ,আতিকুজ্জামান বাবু , সাংগঠনিক সম্পাদক ইয়াছুনুর রহিম উত্তর ,রাব্বি হোসেন শশি , অর্থ সম্পাদক নাজমুস সাকিব , দপ্তর সম্পাদক এ্যামি খাতুন , প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাইয়া বিনতে আসাদ , ত্রান ও পূনর্বাসন সম্পাদক ফারুক হোসেন ,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাব্বি শেখ উৎস ,শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মহিদুল রহমান , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক নিবিড় , মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা , সদস্য- আশিক আহম্মেদ , খায়রুজ্জামান , রেহেনা সিদ্দিকা ॥কুষ্টিয়া সদর উপজেলা শাঁখার নির্বাচিত সভাপতি মানিক বিশ্বাস (ব্যাংকার) ও নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান সোহেল (বিশিস্ট ব্যাবসায়ী) , সহ-সভাপতি মতিয়ার রহমান জুয়েল,জেসমিন হোসেন মিনি, শাহিদা পারভীন রেখা,সুষমা ইয়াসমিন সূচী , যুগ্ন-সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহাগ , তামিম,একেএম কামরুজ্জামান সজীব, সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান রিমন, শরিফ হোসেন পিপলু,অর্থ সম্পাদক ছাক্তি আহমেদ নিলয়, দপ্তর সম্পাদক  সাগর আহমেদ ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের খন্দকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতিক ইশরাক লাবিব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা আশিকুর রহমান রিয়াল,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হুসাইন আব্দুল্লাহ সালেহ সীমান্ত ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাসরীন আক্তার , সদস্য আজিবর শেখ  ॥ পরে নব্য নির্বাচিতরা ঘোষণা করেন আগামী  ৮ ডিসেম্বর ২০২৩ ইং  শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় জেলা কার্যালয়ে পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান॥উল্লেখ্য কুষ্টিয়া শহর শাখা ও সদর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করেন জেলার নেতৃবৃন্দ এবং পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে 

আরও খবর



রাজশাহী - ১ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন জমা আ"লীগের স্বতন্ত্র ৪ জন

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর :রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের হেভিওয়েট প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সাথে এবার লড়বেন তিন নারীসহ ১০ প্রার্থী। তারা সবাই নতুন মুখ। ভোটের মাঠে নেই কোন পরিচিতি।  এদের মধ্যে চারজন আ"লীগের  স্বতন্ত্র ও বাকিরা দলীয় প্রার্থী। চারজন স্বতন্ত্র প্রার্থীই আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে নামছেন।

জানা গেছে, জেলার  বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত  রাজশাহীর ভিআইপি আসন বলা হয়ে থাকে।  এখানে ভোটে লড়তে চান তিনবারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র সাবেক তানোর উপজেলা আ"লীগের সভাপতি বর্তমান জেলা কমিটির সদস্য  গোলাম রাব্বানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়া, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া। ভোটের মাঠে এসব প্রার্থী সম্পর্কে জানলেও একেবারে অজানা  বিএনএফ দলের প্রার্থী আল-সাআদ, তৃণমূল বিএনপি থেকে জামাল খান দুদু, এনপিপির প্রার্থী নুরুন্নেসা, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টি থেকে শামসুদ্দীন মন্ডল ও বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবু।

এদের মধ্যে আখতারুজ্জামান আখতার, গোলাম রাব্বানী, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ও চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ও গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করছেন। তারা সবাই দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। 

রাজশাহী-১ ভিআইপি আসন হিসেবে পরিচিতি আছে। এখান থেকে বিএনপি-জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও টানা তিনবারের মন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর সাথে ২০০১ সালে প্রতিদ্বন্দ্বিতা  করেছেন।

এছাড়াও ব্যারিষ্টার আমিনুল হক সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকায় তার বড় ভাই পুলিশের সাবেক আইজিপি ড. এনামুল হক ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে ওমর ফারুক চৌধুরীর কাছে বিপুল ভোটে  পরাজিত হন। ব্যারিষ্টার আমিনুল হক মৃত্যুর পর তার ছোট ভাই বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দীন এবার নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে সরব ছিলো।

এছাড়াও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমিন অধ্যাপক মুজিবুর রহমান এই আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করে থাকেন। তিনি ১৯৮৬ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন।

তবে এবার আওয়ামী লীগ থেকে ওমর ফারুক চৌধুরী দলীয় মনোনয়ন পেলেও নিজ দলের চারজন বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের সাথেসহ বিভিন্ন দলের ৬ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বাকিরা সবাই নতুন মুখ হিসেবে নির্বাচন করতে যাচ্ছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জ্মান আখতার। তিনি গেলো রাজশাহী জেলা পরিষদ নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। এছাড়াও তিনি গোদাগাড়ী উপজেলার দেওপড়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যনের দায়িত্ব পালন করেছেন।

গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র। তিনি বর্তমানে জেলা কমিটির সদস্য। এলাকায় রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে বাপ-দাদার বংশ পরম্বরায় বেশ জনপ্রিয়তা আছে এই আওয়ামী লীগ নেতার। ২০১৮ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াও এবার নতুন মুখ। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এবার লড়বেন ওমর ফারুক চৌধুরীর সাথে।

অপরদিকে, দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়ার বাসা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদরে। তবে তার নানার বাড়ী তানোরের মুন্ডুমালায়। নানার বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন। ছোট বেলা থেকে বিভিন্ন সংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেয়ার কারণে এলাকায় তিনি আগে থেকেই পরিচিত। তাই তিনি এ এলাকাকেই বেছে নিয়েছেন ভোটে লড়তে। ফলে রাজশাহী-১ আসন থেকে এবার প্রথমবারের মত আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে লড়বেন হেভিওয়েট প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে।

কাগজে কলমে নাম শারমিন আক্তার নিপা মাহিয়া হলেও তিনি পরিচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি নামে। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও দায়িত্বে আছেন।

তফসিল অনুযায়ী, ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে। আপিল গ্রহণ ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার না'র শেষ দিন ৫ জানুয়ারি  ও ভোট গ্রহণ ৭ জানুয়ারি।


আরও খবর



নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাব্বী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাব্বী (৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিবুল ইসলাম রাব্বী উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মৃত নাছিমুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাতে রাণীনগর উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর এলাকায় আ’লীগের ৬জন নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে উপজেলা আ’লীগ ও যুবলীগের ৩জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু ওবায়েদ বলেন, নাশকতা সৃষ্টি করার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিবুল ইসলাম রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরও খবর