Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

আদালতের আদেশ অমান্য করছে পুলিশ কনস্টেবল মা

প্রকাশিত:মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২৪০জন দেখেছেন

Image

স্টাফ রিপোটারঃ-

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত মো: কামরুল ইসলামের একমাত্র ছেলেকে আদালতের আদেশ অগ্রাহ্য করে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। কামরুল ইসলাম ফেনী জেলার লেমুয়া বাজারের লেমুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। 

জানা যায়, ২৭ সেপ্টেম্বর ২০১৭ ইং কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কেওয়ার জোড়  গ্রামের আজিজুল  হকের পুলিশ কনস্টেবল মেয়ে হাবিবা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।সংসার জীবনে মো:রাদ্দীদ বিন কামরুল নামক তাদের তিন বছরের একটা পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে উভয়ের বনিবনা না হওয়ায় এবং কামরুল ইসলামের স্ত্রী পুলিশে চাকুরির সুবাদে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ।


কামরুল ইসলাম কে বিভিন্ন সময়ে শারীরিক ও মানষিক অত্যাচার সর্বোপরি ৩০০০০০/- টাকার স্বর্নলংকার ২০০০০০/- টাকার আসবাবপত্র সহ নগদ টাকাপয়সা নিয়া সংসার করবেনা মর্মে অন্যত্রে চলে যাওয়ার কারনে পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোন সহযোগিতা না পাওয়ার কারন দেখিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা কামরুল ইসলাম গত ২৪ এপ্রিল ২০২২ ইং তারিখে হবিগঞ্জ জেলার নোটারী পাবলিকের কার্যালয়ে স্ব শরীরে হাজির হয়ে তালাক প্রদান করে।


এ সুবাদে পুলিশ কনস্টেবল হাবিবা তার সন্তানকে কর্মস্হল  সিলেট জি,আর,পি থানায় ব্যারাকে নিয়ে যায়। বাবার সাথে সন্তানের দেখা সাক্ষাত বন্ধ করে দেয়। কামরুল ইসলাম প্রতিবেদককে জানায়,একমাত্র আদরের সন্তান যেন পিতৃ-স্নেহ থেকে বঞ্চিত না হয় সে জন্য কামরুল ইসলাম তার তালাক দেওয়া স্ত্রীর কথা মত প্রতি মাসে ৫০০০/- টাকা দিয়ে ছেলেকে দেখতে পেত। যার রশিদ প্রতিবেদকের কাছে জমা আছে। কিন্তু হঠাৎ দেখা করা বন্ধ করায়  তিনি গত ১৯ শে জুন ২০২২ ইং তারিখে হবিগঞ্জের পারিবারিক আদালতে পারিবারিক মোকদ্দমা নং ৪৪/২০২২ সন্তানকে দেখার আবেদন করেন।


আবেদন পর্যালোচনা করে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ১০'০ টা থেকে বিকাল ৪'০ টা পর্যন্ত সময়ের জন্য বাদীর নাবালক পুত্র মো:রাদ্দীদ বিন কামরুল কে তার পিতার সহিত দেখা সাক্ষাৎ করার জন্য সি,আই রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকি, সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট কার্যালয়ে হাজির করার জন্য নির্দেশ দেন। প্রথম কিছুদিন সি,আই এনায়েত উল্লা পিতা পুত্রকে দেখা সাক্ষাত করার ব্যবস্থা করে দিলেও হঠাৎ সহযোগিতা বন্ধ করে দেয় বলে কামরুল ইসলাম প্রতিবেদককে জানায়।


কামরুল ইসলামের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য প্রতিবেদক পরিচয় গোপন রেখে অনুসন্ধানী প্রতিবেদন চালায়। সিলেট জি,আর,পি তে কর্মরত হাবিবার একাধিক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে হাবিবার অনেতিক কাজের কথা স্বীকার করে। এবং  সিনিয়র কর্মকর্তাদের হাত করে পুলিশি ক্ষমতা ব্যবহার করার পাশাপাশি কামরুল ইসলাম কে বিভিন্ন প্রকারের হুমকি দমকির কথা ও শুনা যায়। 

ছেলেকে তার বাবার সাথে দেখা করতে না দেওয়ার কারন জানতে চাইলে হাবিবা বলেন, রাদ্দীদ তার বাবার কাছে গেলেই  অসুস্থ হয়ে পড়ে। আমি মা হিসাবে তা চাই না। তাছাড়া তার বাবা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমার কষ্ট হয়। আমি ও সি,আই স্যার সবাই কামরুল কে কল দেই, সে কল রিসিভ করে না। তাই দেখা করতে দেই না। 


এ ব্যাপারে জানতে চাইলে সি,আই এনায়েত উল্লা' বলেন ওদের ঝামেলা আমি বইতে পারব না তাই এগুলোর মধ্যে নাই। তাদের ব্যাপারে তারাই ভাল জানে। কিন্তু রাদ্দীদের বাবা কামরুল ইসলাম বলেন ভিন্ন কথা। তিনি জানান, ছেলে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন কি টাইম মেন্টেইন করা যায়।তাছাড়া মিথ্যার আশ্রয় নিয়ে অতিরিক্ত রেশন আদায়ের অভিযোগ ও পাওয়া গেছে হাবিবার বিরুদ্ধে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



'৭০০' পর্বে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যাওয়া 'মাশরাফি জুনিয়র’ স্বপ্নপূরণের পথে হাঁটতে হাঁটতে পৌছে গেছে অনন্য এক উ”চতায়। দীপ্ত টিভির এই জনপ্রিয় ধারাবাহিকটির ৭০০ তম পর্ব প্রচার হতে যা”েছ আগামী ২৫ মার্চ শনিবার রাত ৮টা ৩০মিনিটে।

প্রত্যন্ত এক গ্রামে মায়া আর ভালবাসায় জড়িয়ে থাকা ভাইবোন মণি আর মন্ডা নানা চড়াই উতরাই পেরিয়ে আবার ফিরে এসেছে ভিন্ন এক গ্রামে, যেখানে বদলে গেছে তাদের স্বপ্ন। শহরে হারানো মন্ডাকে খুঁজতে গিয়ে মণি পেয়েছিলো রুনার ভালবাসা, আয়ানের বন্ধুত্ব আর নামকরা ক্রিকেটার হবার সুযোগ। তবে জীবনযুদ্ধের জটিলতায় একসময় পরাজিত মণি আর মন্ডাকে ফিরে আসতে হয় গ্রামে। এরপর আটবছর সময়ের ব্যবধানে বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়েছে ক্রিকেটার মাশরাফি জুনিয়রের জীবন ও চারপাশ। তবে পুরনো বন্ধুকে খুঁজে পেতে মরিয়া আয়ান। আয়ান মণিকে কি খুঁজে পাবে, বাড়ি ছেড়ে আসা মণি আবার রুনার কাছে ফিরবে কী না কিংবা ফেলে আসা ক্রিকেটার হবার স্বপ্ন মণি আবার জাগিয়ে তুলবে কী না  - সেসব প্রশ্নের উত্তর মিলবে নাটকের আগামী পর্বগুলোতে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় দর্শকনন্দিত মণি চরিত্রে সাফানা নমনিসহ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, শহিদুল আলম সা”চু, রোজি সিদ্দিকী, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, আফ্রি সেলিনা, জুয়েল জহুর, সোমা, শেহজাদ ওমর সহ আরো অনেকে। নাটকটির লাইন প্রডিউসার কিশোর খন্দকার।  প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের আগেই 'মাশরাফি জুনিয়র' এর অগ্রিম পর্বগুলো দেখা যা”েছ দীপ্ত প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে তো থাকছেই।



আরও খবর



প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা, সমন জারি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক: চিত্রনায়ক শাকিব খানের করা মানহানির মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব শুনানির পর এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সোয়া ১১টায় তিনি সিএমএম আদালতে উপস্থিত হন। আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর বিচারক আদেশ দেন।

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত ১৮ মার্চ শনিবার রাতে শাকিব গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এরপর গত ১৯ মার্চ রোববার দুপুরে তিনি যান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে। রাতে ডিবি কার্যালয় ত্যাগ করেন।

থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন।

প্রযোজক রহমত উল্লাহ (বায়ে) ও চিত্রনায়ক শাকিব খান

শাকিব খান বলেন, ‘অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারব? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।’

এর আগে গত ১৫ মার্চ বিকালে সশরীরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে হাজির হয়ে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। পরে তিনি দেশে পালিয়ে আসেন। এ অভিযোগের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদনপাড়ায়।

এদিকে চাঁদাবাজির অভিযোগে মানহানি মামলা দায়েরের পর শাকিব খান রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে যান তিনি।


আরও খবর



‘গ্রেপ্তার আতঙ্কে আছি’,দুবাই থেকে দেশে ফিরে বললেন হিরো আলম

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন বগুড়ার আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানযোগে আজ রোববার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এর আগে পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গত বুধবার দুবাইয়ে যান হিরো আলম।

সকাল ১০টার দিকে হিরো আলম মুঠোফোনে জানান, মাত্রই তিনি ইমিগ্রেশনের কাজ শেষ করেছেন। বাইরে অনেক গণমাধ্যমকর্মী। তিনি কেন আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন, সে বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলবেন।

এ সময় গ্রেপ্তার আতঙ্কে আছেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, ‘অবশ্যই গ্রেপ্তার আতঙ্কে আছি। বাসায় না পৌঁছা পর্যন্ত আতঙ্ক কাটবে না।’

পবিত্র রমজান উপলক্ষে গতকাল শনিবার বিকেলে দুবাইয়ে মরুভূমিতে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন বলেও জানান হিরো আলম। তিনি বলেন, ‘ভক্তদের কথা দিয়েছিলাম, আসছে পবিত্র মাহে রমজানে তাদের জন্য চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।’

পেশাদার কণ্ঠশিল্পী নন জানিয়ে হিরো আলম আরও বলেন, ‘আমি চেষ্টা করছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশা করছি, এ গান নিয়ে কেউ ট্রল করার সাহস পাবে না। এখন সম্পাদনা শেষে শিগগির গানটি আমার ইউটিউব চ্যানেলে রিলিজ করব।’

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।


আরও খবর



আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার - বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। আওয়ামী লীগের আমলে দেশের সার্বিক উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ‌। গতকাল ৮ মার্চ বুধবার বিকেলে গৌরপূর্ণিমা মহোৎসব উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে রূপগঞ্জের ভিংরাবো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মনোজ কান্তি বড়াল। 

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শ্রীমতি শিলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন।

রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, রুপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক দিগেন বিশ্বাস, মন্দিরের সাধারণ সম্পাদক শ্রিপাদ শুভআত্মা গোবিন্দ দাস প্রমুখ।পরে প্রসাদ বিতরণ শেষে শোভাযাত্রা নিয়ে তারা রূপগঞ্জ- ইউসুফগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



নবীনগরে দেবরের পেট্রলের আগুনে ভাবীর অবস্থা আশংকাজনক ও একটি শিশু অগ্নিদগ্ধ।

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া'র নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়ায় মায়ের কোলে থাকা ৬ মাসের শিশুটি বেখেয়ালে ছিঁটকে চুলায় থাকা গরম ডালের ডেগে পড়ে ঝলসে যায়। তাৎক্ষণিক শিশুকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় সাথে সাথে তাকে ঢাকায় রেফার করা হয়।  অপরদিকে একই উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের উওর দারেরা গ্রামে দেবরের দেয়া পেট্রোলে ঝলসে গেছে ভাবির শরীর।

মাদকাসক্ত দেবরের ক্ষোভের আগুনে মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছেন ভাবী লতিফা বেগম (৪২)। পেট্রল ঢেলে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।গতকাল রোববার (১৯ মার্চ) উপজেলার রসুলুল্লাহবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে এই ঘটনা ঘটে। লতিফা বেগম ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়া জানান, কয়েকদিন আগে আমার ছোট ভাই জালাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল।

এ নিয়ে ক্ষুব্ধ ছিল জালাল। দুপুরে আমি বাড়িতে ছিলাম না। লতিফা পিঠা তৈরি করছিল। এই সুযোগে জালাল পেছন থেকে লতিফার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে তার সারা শরীর ঝলসে যায়।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযুক্ত দেবর জালাল একজন মাদকাসক্ত। পারিবারিক বিবাদ নিয়ে সে এই কাজটি করেছে। অগ্নিদগ্ধ লতিফা বেগম ঢাকায় চিকিৎসাধীন। অভিযুক্ত দেবর পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ না পাওয়া গেলেও  ব্যাবস্থা নেয়া হচ্ছে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর