Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৮৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :পদ্মা সেতু দিয়ে শুরুতে ছয়টি ট্রেন চালানোর পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর এই সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এর এক সপ্তাহ পর যাত্রী নিয়ে ট্রেন চলবে। রেলওয়ে সূত্র এসব তথ্য জানিয়েছে।

পদ্মা সেতু দিয়ে শুরুতে ছয়টি ট্রেন চালানোর পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর এই সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এর এক সপ্তাহ পর যাত্রী নিয়ে ট্রেন চলবে। রেলওয়ে সূত্র এসব তথ্য জানিয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মিত হচ্ছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত ৪০ কিলোমিটার এবং মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথ ১০ অক্টোবর উদ্বোধন করা হবে। এই পথে ৭ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে। এই প্রকল্পের তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেললাইনের নির্মাণকাজ ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা। 

ঢাকা-ভাঙ্গা পথে ট্রেন চলাচল উদ্বোধনের পর সুধী সমাবেশ হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ট্রেনে চড়বেন। এ জন্য বাড়তি নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

রেলওয়ের পরিকল্পনা বিভাগ সূত্র বলেছে, আপাতত ছয়টি ট্রেন চালানোর পরিকল্পনা নিয়ে প্রস্তাব তৈরি করেছে রেলওয়ে। এগুলোর মধ্যে রয়েছে খুলনা-ঢাকা রুটের দুটি আন্তনগর ট্রেন সুন্দরবন ও চিত্রা, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস এবং ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস। এগুলো বর্তমান রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করবে। এ ছাড়া রাজশাহী-গোপালগঞ্জ রুটের আন্তনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা পর্যন্ত এবং খুলনা-গোয়ালন্দ রুটের মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসকেও পদ্মা সেতু দিয়ে ঢাকা পর্যন্ত আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র বলছে, ৩ অক্টোবরের মধ্যে ট্রেনের সময়সূচি ও সংখ্যা চূড়ান্ত করতে হবে। যাত্রী ও অন্য রুটের প্রভাবের বিষয়টি মাথায় রেখে ট্রেন চূড়ান্ত করা হচ্ছে। এই পথে যে রুট থেকে ট্রেন আনা হবে, সেই রুটে অন্য ট্রেনের স্টেশন বাড়াতে হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, কয়টি ট্রেন চলবে তা এখনো ঠিক হয়নি। আলাপ-আলোচনা চলছে। তবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলার বিষয়ে সবাই একমত। এ ছাড়া একটি ট্রেন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালানোর কথা হচ্ছে। সেখানে মিটারগেজ ও ব্রডগেজ লাইনের বিষয় আছে। শিগগির এটা চূড়ান্ত হবে।

এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় চীনের তৈরি ১০০টি আধুনিক ব্রডগেজ যাত্রী কোচ কেনা হয়েছে। এগুলোর মধ্যে শোভন চেয়ার কোচ ২৫টি, এসি চেয়ার কোচ ৩৫টি, এসি কেবিন কোচ ১৫টি, ডাইনিং কার কাম গার্ড ব্রেক ১৫টি ও পাওয়ার কার ১০টি। এগুলোর মধ্যে চিত্রা, সুন্দরবন, বেনাপোল এবং চিলাহাটি এক্সপ্রেসের জন্য ৭০টি কোচ ব্যবহৃত হচ্ছে। বাকি ৩০টি কোচের কমিশনিং ও ট্রায়াল রান হয়েছে। এগুলো ব্যবহৃত হবে দুটি ট্রেনে।

এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পাবনা এক্সপ্রেস ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে স্লট খালি না হলে তা সম্ভব হচ্ছে না। রেল কর্মকর্তারা বলেছেন, পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে বঙ্গবন্ধু সেতু দিয়ে স্লট খালি হবে। তখন এই পথে নতুন ট্রেন চালু করা যাবে।

এ বিষয়ে অসীম তালুকদার বলেন, তারা প্রস্তাব পাঠিয়েছেন। চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে কাজ চলছে। পদ্মা সেতুতে ট্রেন চালুর পরই হয়তো এটা চালু করা যেতে পারে।


আরও খবর



অবরোধ নাশকতাকারীকে আটক করে পুরস্কৃত হলেন টিআই সরিফুল

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতাকারীকে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই সরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি সদরদপ্তরে টিআই সরিফুল ইসলামকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় কমিশনার তার সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুরস্কার প্রদানকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

মোস্তাক আহমেদ জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম জোন এলাকা পরিদর্শনে বের হোন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল ৭টার দিকে ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি “হরতাল, হরতাল” স্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি পরিবহন বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন। তৎক্ষণাৎ টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সঙ্গে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর পূর্বেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতেনাতে আটক করেন, যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।

এর আগে আসাদগেট এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পলায়নরত এক নাশকতাকারীকে হাতেনাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।


আরও খবর



বিএনপির নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নবম দফা দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ চলবে।

এদিকে অবরোধের আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ের পৃথক স্থানে এসব বাসে অগুন দেওয়া হয়। তাছাড়া অবরোধের সমর্থনে গতকাল রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করবেন। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গ্রেপ্তার হন। এরপর ৩১ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলও এ কর্মসূচি পালন করছে।


আরও খবর



ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই শুক্রবার (১ ডিসেম্বর) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওই সম্মেলনের এক ফাঁকে মোদি ও হারজগের এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

চলমান এই সংঘাত নিয়ে উভয় নেতা মতবিনিময় করেন। এসময় গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিহতদের ঘটনায় শোক জানান মোদি। জিম্মিদের মুক্তির ঘটনাকেও স্বাগত জানান তিনি।

ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অব্যাহত এবং নিরাপদ মানবিক সহায়তার ওপর জোর দেন মোদি। এসময় মোদি দ্বিরাষ্ট্র সমাধানের ব্যাপারে ভারতের সমর্থনের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তন সংঘাতের দ্রুত এবং স্থায়ী সমাধানের ব্যাপারেও জোরারোপ করেন তিনি।

এদিকে ভারত জি২০’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রেসিডেন্ট। এছাড়া ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডর চালু করায় ভারতকে শুভেচ্ছা জানান হারজগ।

ইসরায়েলি প্রেসিডেন্ট ছাড়াও বিশ্বের আরও কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠক করেন মোদি। এর মধ্যে অন্যতম ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক। ওই বৈঠক শেষে ভারত-ব্রিটেনের বন্ধুত্বের কথা উল্লেখ করে টুইট করেন মোদি।

খবর দ্য স্টেটসম্যানর।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় পার্টি (জাপা) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে । সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে নিজেদের মনোনীত প্রার্থীদের তালিকা পড়ে শোনান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিন ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান জাপা মহাসচিব।

চুন্নু বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসেনি।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

চুন্নু বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় তা আমরা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসারও আহ্বান জানান জাপা মহাসচিব। তিনি বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

জাতীয় পার্টির পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন


আরও খবর



প্রার্থীদের মনোনয়নপত্রের যাচাইবাছাই শুরু আজ

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হচ্ছে আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। সময় বাড়ানোর গুঞ্জন থাকলেও তা করা হয়নি।

এবারের ভোটে অংশ নিচ্ছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। আর ৩শ’ আসনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। এছাড়া মনোনয়নপত্র যাছাইবাছায়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সবশেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এদিনই শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।


আরও খবর