Logo
আজঃ Monday ০৩ October ২০২২
শিরোনাম

৬ ডিসেম্বর শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ

প্রকাশিত:Wednesday ১০ August ২০২২ | হালনাগাদ:Monday ০৩ October ২০২২ | ৫০জন দেখেছেন
Image

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটের তৃতীয় আসরের জন্য নতুন সূচি ঠিক করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে এলপিএলের এই নতুন আসর। টুর্নামেন্ট আয়োজক সামান্থা দোদানভেলা সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে এলপিএলের তৃতীয় আসরটি হওয়ার কথা ছিল চলতি আগস্ট মাসে। কিন্তু শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সেটি জুলাই মাসে স্থগিত করে দেওয়া হয়। এবার নতুন সিদ্ধান্তে আগামী ডিসেম্বরে এলপিএল আয়োজনের ঘোষণা দেওয়া হলো।

শুধু এলপিএল নয়, শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতির কারণে চলতি মাসের শেষ দিকে হতে যাওয়া এশিয়া কাপও সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। তবে ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে সুন্দরভাবেই এলপিএল আয়োজনের আশা করছেন আয়োজকরা।

এবারের এলপিএলের জন্য এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফট হয়ে গিয়েছিল। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে পাঁচ ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি ক্রিকেটারদের নিজেদের দলে টেনেছিল। এখন আবার নতুন করে প্লেয়ার্স ড্রাফট হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে টুর্নামেন্টের নতুন সূচি আবার পড়েছে শ্রীলঙ্কা জাতীয় দলের দুইটি সিরিজের মাঝে। আগামী নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। পরে ডিসেম্বরের শেষ দিকে এলপিএলের পর ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাবে তারা।

২০২০ সাল থেকে শুরু এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট। আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়নস (বর্তমানে জাফনা কিংস)। এ দুই আসরেই রানার্সআপ গল গ্ল্যাডিয়েটরস। নতুন আসর শুরুর আগে কলম্বো স্টারস, ক্যান্ডি ফ্যালকন্স ও ডাম্বুলা জায়ান্টস দলের মালিকানায় রদবদল এসেছে।


আরও খবর