Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

৪ কোটি ডিম আসছে ভারত থেকে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আসছে ৪ কোটি ডিম। দেশের চার প্রতিষ্ঠানকে আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানির কথা জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এদিকে সোমবার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে চার কোটি ডিম আদামিনর অনুমতি দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেওয়া হবে। 

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। বাণিজ্যমন্ত্রীর ডিম আমদানির এ ঘোষণার পর  চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমোদনের জন্য আবেদন করে।

মন্ত্রীর ঘোষণার পর প্রতিক্রয়ায় ব্যবসায়ী ও পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা বলেন, ডিমের দাম নির্ধারণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে এ দামে বিক্রি করতে হলে খামারিদের উৎপাদন খরচ, পাইকারি, আড়তদার এবং খুচরা ব্যবসায়ীরা কে কত লাভে বিক্রি করবে তা নির্ধারণ করা উচিত ছিল।

ডিমের দাম নির্ধারণকে স্বাগত জানালেও আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, ডিম আমদানি করলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে। পরে আরও বেশি দামে ডিম খেতে হবে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মাগুরার মহম্মদপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদল নেতার ঢাকায় মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরার  মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী  ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তৈয়ব মোল্লা সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে ঢাকায় চিকিৎসা ধীন অবস্থায় ধানমন্ডির নিউ লাইফ হাসপাতালে মঙ্গলবার ২২ আগস্ট দুপুরে মারা গেছে। সে জীবন মৃত্যুর সন্ধীক্ষনে চিকিৎসাধীন ছিল।  রবিবার স্থানীয় সন্ত্রাসীরা তার উপর আক্রমন করলে সে মারাত্মক আহত হলে তাকে ঢাকায় পাঠান হয়। সে মহম্মদপুর উপজেলার  রাজাপুর ইউনিয়নের রাড়ীখালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পুত্র। স্থানীয় সন্ত্রাসী দের  আক্রমনে গুরুতর জখম তৈয়বেরর মৃত্যুতে মাগুরা  জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম যুগ্ম সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাশ এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।


আরও খবর



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগে ত ২ সেপ্টেম্বরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান ২১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০২৫ জন।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৭৭ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। ঢাকায় ৭১ হাজার ৪২৬ এবং ঢাকার বাইরে ৯৪ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কেএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image
গাজী যুবায়ের আলম ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কেএমপি'র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে ৪ সেপ্টেম্বর দুপুর ২ টা ১৫ মিনিটে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক.বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে কেএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে কর্মরত জনাব মোঃ মোসফেকুর রহমান এর দিনাজপুর জেলা পুলিশে বদলী হওয়ায় বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং স্মৃতি স্মারক প্রদান করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও জানিয়ে বক্তব্য প্রদান করেন। বিদায়ী অতিথিকে উদ্দেশ্যে করে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ‘‘মানুষ মাত্রই যাযাবর। সরকারি চাকুরির বিধি অনুযায়ী বদলি জনিত কারণে কর্মস্থল পরিবর্তনের সাথে সাথে বন্ধুত্বেরও পরিবর্তন হয়। কিন্তু মানুষ কর্মকালীন সময়ের বিনয় ও সদাচরণ সারাজীবন মনে রাখে।” উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় ও উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি'তে বস্থানকালীন বিদায়ী অতিথির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং মান্যবর পুলিশ কমিশনার মহোদয় ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের জন্য উপদেশ প্রদান করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরও খবর



খুলনায় পুলিশের অভিযানে ৬০০ লিটার ভেজাল মধু উদ্ধার

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর কবরখানা রোডস্থ হোল্ডিং নং-০৪/১১ জনৈক খোকা মিয়ার চারতলা বিশিষ্ট বাড়ির নীচতলার গ্যারেজের মধ্যে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল মধু-সহ আব্দুল্লাহ আল মামুন(২৭), পিতা-মৃত: এনাম হোসেন, মাতা-রোকেয়া বেগম, সাং-কাশিপুর বাইতিপাড়া, থানা-খালিশপুর, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত হতে ১) ২২ টি জারিকেনে অনুমান ৫৮২ (পাঁচশত বিরাশি) লিটার এবং ২) ১৮ টি প্লাষ্টিকের ০১ লিটারের বোতলে রক্ষিত ১৮ (আঠার) লিটার ভেজাল মধু জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ব্যতীত বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে ভেজাল মধু মোড়কজাত ও বাজারজাত করে আসছে। উক্ত আব্দুল্লাহ আল মামুন(২৭) স্থানীয় জোড়াবাড়ী মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি ভেজাল মধু মোড়কজাত ও বাজারজাত করে আসছেন। সেই প্রেক্ষিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা এবং বিএসটিআই, খুলনা’র প্রতিনিধির সমন্বয়ে উক্ত ব্যক্তিকে অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের জন্য বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫(১) এর ২৭ মূলে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা এবং ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, জব্দকৃত ৬০০ (ছয়শত) লিটার ভেজাল মধুর গুনগত মান পরীক্ষার জন্য বিএসটিআই’র ল্যাবরেটরীতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর



হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বুকের সংক্রমণে ভুগছেন এবং পরে তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বুকে সংক্রমণের অভিযোগ জানানোর পরে শনিবার সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন।হাসপাতাল বলেছে, তিনি বেশ কিছুক্ষণ ধরে বুকে সংক্রমণের অভিযোগ করেন এবং পরে নিয়মিত চেক-আপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এনডিটিভি বলছে, ৭৬ বছর বয়সী কংগ্রেস এই নেতা এবং উত্তর প্রদেশের রায়বেরেলির সংসদ সদস্য সোনিয়া গান্ধী ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগর সফর থেকে ফিরে আসার কয়েকদিন পরই বুকে সংক্রমণের কথা জানালেন এবং হাসপাতালে ভর্তি হলেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে হালকা জ্বর নিয়ে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বেশ কয়েকটি সূত্র রোববার জানিয়েছে।

একজন সিনিয়র ডাক্তার পিটিআইকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় মধ্য দিল্লির হাসপাতালে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়। তার ভাষায়, ‘হালকা জ্বর আছে, কিন্তু তিনি ভালোই আছেন। চিকিৎসকদের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।সোনিয়া গান্ধী শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু।

এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে চলতি বছরের মার্চে শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া।তার আগে গত জানুয়ারিতে দিল্লির একটি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এর আগে গত বছরের ১২ জুন দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়াকে। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ এই কংগ্রেস নেত্রী গত বছর দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, সোনিয়া গান্ধী ভারতের বৃহৎ ও পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ১৯৯৭ সালে প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন তিনি। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন। কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি।

যদিও বর্তমানে তিনি কংগ্রেস সভানেত্রীর পদে নেই। এছাড়া সোনিয়া দীর্ঘ সময় কংগ্রেসের সভানেত্রী থাকলেও তিনি কখনোই ভারতীয় সরকারের কোনও সরকারি দায়িত্ব পালন করেননি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩