Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

৮ প্লাটুন বিজিবি মোতায়েন ইসি ভবনের আশপাশে

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পাশাপাশি ভবনের চারপাশের সড়কে মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। কড়াকড়ি আরোপ করা হয়েছে ভবনের ভেতরে প্রবেশেও।

বুধবার (১৪ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ২৬ বিজিবির উপঅধিনায়ক মেজর আবরার আল মেহবুব।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য পরিস্থিতি যেন না হয় সেদিকে নজর রেখে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ জায়গায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু নির্বাচন কমিশন ভবন নয়, আশপাশেও আমরা নজর রাখছি।

তাছাড়া নির্বাচন কমিশন ভবনে প্রবেশের মূল ফটকের উভয়পাশে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ ও ‌‌র‌্যাব-২ এর সদস্যদের। এসব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আশপাশে অবস্থান করতে দেখা গেছে।


আরও খবর



৩০০ আসনে প্রার্থী দেবে জাপা: চুন্নু

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মহাজোট থেকে নয় এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি (জাপা) বলেছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু ।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর প্রথমদিন গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনি আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি দল ও বিএনপি কেউ সংলাপে আগ্রহী নয়। তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। দলের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রওশন এরশাদের নেই। তিনি কার সঙ্গে কী আলাপ-আলোচনা করেছেন, সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।


আরও খবর



আজ সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি মারা যান।

২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান তিনি। সেখানে সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হন। ১৩ আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনিসুল হক ২০১৫ সালে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট নগরী হিসাবে গড়ে তোলার বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত এবং প্রশংসিত হন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করতে গিয়ে চালকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে তার নেতৃত্বে ডিএনসিসি ওই সড়ক দখলমুক্ত হয়। এ ঘটনায় তিনি রাতারাতি দেশজুড়ে জনপ্রিয়তা পান।

আনিসুল হকের জন্ম নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯৫২ সালে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ নামে দুটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন।

মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি আনিসুল হক একজন সফল ব্যবসায়ীও। ১৯৮৬ সালে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মোহাম্মদী গ্রুপ’ প্রতিষ্ঠা করেন। ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিআইপিপিএরও সভাপতি ছিলেন।


আরও খবর



নকল প্রসাধনীতে ছেয়ে গেছে সৈয়দপুর

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:- নকল প্রসাধনীতে সয়লাব সৈয়দপুর সহ নীলফামারীর সদর ও আশপাশ এলাকা। নকল এসব প্রসাধনী ব্যবহারে নানা ধরনের চর্মরোগ সহ স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলেও দৃষ্টি নেই সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের।

জানা গেছে, সৈয়দপুর শহরের চুড়িপট্টি এলাকার সাহিদ,জাবেদ,সনু,আমির,চান,সাদ্দাম ও ফয়সাল সহ বেশ ক'জন দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজার সহ একাধিক মার্কেট থেকে নকল প্রসাধনী ক্রয় করে নিয়ে আসছেন সৈয়দপুরে।এরপর তারা তাদের ক্রয়কৃত প্রসাধনী গুদামজাত করে চুড়িপট্টি এলাকার দোকানে সামান্য কিছু রেখে বিক্রি করছেন এবং বাকিগুলো দালালের মাধ্যমে চড়া দামে বিক্রি করছেন নীলফামারী জেলার বিভিন্ন জেলা উপজেলায়।

একটি সুত্র জানায়,উল্লেখিত ব্যবসায়িরা নীলফামারী জেলা ছাড়াও দিনাজপুর, পঞ্চগড়, পার্বতীপুর ও লালমনিরহাটে ও মোকাম গড়ে তুলেছেন।তাদের আমদানিকৃত প্রসাধনীর গায়ে বিএসটিআইয়ের লোগো, ব্যাচ নং, এমআরপি ও মেয়াদ এমন ভাবে লিখা রয়েছে যা দেখে বুঝার উপায় নেই কোনটা আসল নাকি নকল।

অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত ব্যবসায়িদের প্রায় সকলের দোকানেই অবাধে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী।বিক্রি করা প্রসাধনীর গায়ে বহুজাতিক কোম্পানির হুবহু নকল মোড়ক রয়েছে বলে অনেকের অভিযোগ। কারো গায়ে লেখা রয়েছে মেড ইন জার্মানির জায়গায় মেড ইন জার্মান সহ বিভিন্ন দেশের ষ্টিকার।

ইউনিলিভারের ফেয়ার এন্ড লাভলীর বদলে ফেজার এন্ড লাভলী  ও ফুয়ার এন্ড লাভলী নামে বিক্রি করা হচ্ছে। এছাড়া রং ফর্সা করার ক্রিম, শেভিং ফম,ফেসওয়াস, ন্যাচারাল ব্লাক কালার,হেড এন্ড সোল্ডার মাক্স লোসন, মেরিন লোসন, নেভিয়া লোসন, সাবান সহ অর্ধশতাধিক নকল প্রসাধনী অবাধে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ অনেকের।এছাড়া সুগন্ধির মধ্যে ফগ,রজনীগন্ধা, কোবরা,হ্যাবক সহ নানা ধরনের পারফিউম বিক্রি করা হচ্ছে অবাধে।

শিশুদের অলিভ অয়েল, আফটার সেভ লোসন, জনসন বেবি লোসন, জনসন ক্রিম সহ বিভিন্ন ধরনের নামিদামি মোরকের পন্য সামগ্রি বিক্রি করা হচ্ছে।অনেকের মতে,উল্লেখিত নকল প্রসাধনী ব্যবসায়িরা শহরের বেশ কটি সেলুন ও হেয়ার ড্রেসিংয়ের দোকান গুলোতে বেশি সরবরাহ করছেন।শহরের ক'জন সাংবাদিক পরিচয় দানকারি ও পুলিশ পরিচয় দানকারি ব্যাক্তিদের ম্যানেজ করলেও প্রকৃত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল প্রসাধনীর ব্যবসায়িরা জমজমাট ভাবেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে চুড়িপট্টি এলাকার ক'জন ব্যবসায়ি বলেন,সৈয়দপুরের পুলিশ প্রসাশন সব জানেন কিন্তু অভিযান চালান না। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর ২/৩ টি দোকানে অভিযান চালিয়েই নিশ্চুপ হয়ে যায়। তারা মোটা অংকের জরিমানা বা কঠোর ব্যবস্হা না নেয়ার ফলেই উল্লেখিত ব্যবসায়িরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এর ফলে এদের অনেকেই নকল প্রসাধনী বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তারা বছরের পর বছর ট্যাক্স ভ্যাট কিছুই দেন না বলে ও জানা গেছে। এসব ব্যবসায়িদের দোকান ও গোডাউনে তল্লাশী চালালে শত কোটি টাকারও বেশি মুল্যের নকল প্রসাধনী মিলবে বলে অনেকের ধারনা।

ঢাকা থেকে আসা সৈয়দপুর শহরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতে আসা চর্মও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। চামড়ায় একজিমা সহ স্কিন ক্যান্সারের ঝুঁকি থাকে।

তবে নকল প্রসাধনী ব্যবসায়িরা বলছেন, আমরা এসব ঢাকার চকবাজার থেকে ক্রয় করে আনছি।ক্রয়কৃত প্রসাধনী গুলো যদি নকলই হয় তা দেখার বিষয় আইনপ্রয়োগকারী সংস্থার। কোন সাংবাদিকের নয়। এসব নিয়ে পেপার পত্রিকায় সংবাদ লিখলেও কোন লাভ হবার নয় বলে মন্তব্য তাদের।

আরও খবর



তফসিল বাতিলের দাবিতে বি*ক্ষো*ভ মি*ছিল, #ktm #ktvbangla

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

জাতীয় বাইতুল মোকাররম থেকে বৃষ্টি মাথায় নিয়ে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বি*ক্ষো*ভ মি*ছিল, I #ktm #ktvbangla


আরও খবর



পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:১২ হাজার ৫০০ টাকা তৈরি পোশাক শিল্প শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে মজুরি বোর্ড। রোববার (১২ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের ওপর যদি কারও কোনো আপত্তি বা সুপারিশ থাকে তাহলে সেটি বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে লিখিতভাবে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে। সময়সীমার মধ্যে কারও আপত্তি বা সুপারিশ থাকলে সেটি বিবেচনার পর বোর্ড সরকার কাছে এটিকে কার্যকর করার জন্য সুপারিশ পেশ করবে।

এর আগে গত ৭ নভেম্বর শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সচিবালয়ে সংবাদ সম্মেলন করে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ করার ঘোষণা দেন। মজুরি বৃদ্ধির এই হার আগের তুলনায় ৫৬.২৫ শতাংশ বেশি। এছাড়া শ্রমিকদের জন্য বেতন গ্রেড সাতটি থেকে কমিয়ে পাঁচটি নির্ধারণ করা হয়। শ্রমিকরা মোট বেতনের ৬৩ শতাংশ পাবেন বেসিক হিসেবে। পাশাপাশি প্রতিটি পরিবার পাবে একটি করে ফ্যামিলি কার্ড।

এদিকে শ্রমিকদের একটি অংশ সরকার নির্ধারিত সর্বনিম্ন মজুরি প্রত্যাখ্যান করে বিক্ষোভের ঘোষণা দেয়। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে শ্রমিকরা আন্দোলন করছে। তাদের দাবি, সর্বনিম্ন মজুরি অন্তত ২৩ হাজার টাকা করতে হবে। শ্রমিক আন্দোলনের ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে পোশাক খাতে। এতে ১৩০টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং ২৫টি কারখানায় ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।

এই শ্রমিক আন্দোলনের পেছনে বিএনপির হাত আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি রোববার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে।


আরও খবর