

রবিবার ১৯ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় আইয়ুব আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলী পোরশা উপজেলার গাংগুরিয়া ইউপির সারাইগাছী গ্রামের নুরুলের ছেলে।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর ডেমরার বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এ ঘটনা ঘটে।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনের রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর পরই চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইনউদ্দিন (৩৬), মো. শামীম (৩৭), এবং অজ্ঞাত পুরুষ (২৬)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শরীফ হোসাইন জেলা প্রতিনিধি, ভোলা:ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ভোলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। এর পরই জেলার ইটভাটাগুলোর স্থান। ভাটাগুলোতে শুধু ইট বানানো শুরু হয়েছে। এ রকম প্রায় ১৩০টি ইটভাটায় কাঁচা ইটগুলো গলে পানিতে মিশে গেছে। এক মাস ধরে ভাটার মালিকরা নতুন ইট তৈরি করে পোড়ানোর জন্য সাজিয়ে রেখেছিলেন। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে সব ইট কাদামাটিতে পরিণত হয়ে যায়। দু-একজন ভাটা মালিক পলিথিন দিয়ে ঢেকে কিছুটা রক্ষা করতে পারলেও বেশির ভাগ মালিকই কাঁচা ইট রক্ষা করতে পারেননি।
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদীর বাঘমারা এলাকায় আমির হোসেন নামের এক ব্যবসায়ীর মায়ের দোয়া ও সাবাব নামের দুটি ভাটায় গত রবিবার গিয়ে দেখা যায়, বৃষ্টি ও জোয়ারের পানিতে কাঁচা ইট গলে কাদামাটিতে পরিণত হয়েছে। বৃষ্টির সময় কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে কিছুটা রক্ষা করতে পারলেও জোয়ারের পানিতে সেগুলো প্লাবিত হয়ে কাদামাটিতে রূপ নিয়েছে। এ ছাড়া পোড়ানোর জন্য চুল্লিতে সাজানো ইটও গলে গেছে। একই অবস্থা ভোলার অন্যান্য ইটভাটারও।
ইটভাটার মালিক আমির হোসেন জানান, একটি ইট আগুনে বসানোর আগে প্রায় চার টাকা খরচ হয়। এ রকম প্রায় ২৫ লাখ ইট নষ্ট হয়েছে তাঁর। এসব ইট মাঠ থেকে তুলে আবার ইট বানাতে এক মাস সময় লাগবে। এ সময় ইটের কারিগর ও শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হবে। আবার মাঠ পরিষ্কার করতেও ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ আছে।
অপরদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বিধ্বস্ত হয়েছে সদর উপজেলার অ্যাডভান্স অটো ব্রিকস। ঝড়ে তাদের একটি উৎপাদন শেড উড়িয়ে নিয়ে গেছে। অ্যাডভান্স অটো ব্রিকসের পরিচালক মাহমুদ হোসেন সুমন জানান, বিশাল আকারের শেডটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হওয়ার কারণে তাঁদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ভাটার অন্য মালপত্র ও যন্ত্রপাতি বিকল হয়ে গেছে। কারখানার উৎপাদনও বন্ধ রয়েছে। শুধু মায়ের দোয়া, সাবাব কিংবা অ্যাডভান্স অটো ব্রিকস নয় ভোলার সদর উপজেলার সোনালী, জাহিদ, রিয়াদ, বাঘা, সেভেন স্টার, রূপালী-১, রূাপালী-২, খান, প্রাইম, ফাইভস্টার, পান্না, মুকুল, একতা, অ্যাডভান্স ভাটাসহ ২৬টি ইটভাটার একই অবস্থা। এসব ভাটার প্রায় সব কটিই কাদা-পানিতে একাকার।
চরফ্যাশন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল জানান, উপজেলার প্রায় ৩০টি ভাটার অনেকেই ইট শুকিয়ে পোড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন। কারো চুল্লিতে ইট সাজানো হয়ে গিয়েছিল। কেউ বৃহস্পতিবার চুলায় আগুন দিয়েছেন। কিন্তু শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টি শুরু হলে ইট পলিথিন দিয়ে ঢেকে দেন। শনিবারে আসে উচ্চ জোয়ার। এক রাতেই সব শেষ। ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারেফ হোসেন দুলাল বলেন, ভোলার এমন কোনো ভাটা নেই, যার ক্ষতি হয়নি। আমার নিজেরও ১০ লাখ ইট নষ্ট হয়ে গেছে। গড়ে একেকটি ভাটার ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ইটভাটার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক ;তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তাদের জোটের নেতারাই এখন পালিয়ে যাচ্ছে। যারা বিএনপিকে বাতাস দিচ্ছিল তাদের বাতাসও এখন ফুরিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. হাছান বলেন, তৃণমূল বিএনপি যেভাবে আগাচ্ছে, তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে-এ নিয়ে শঙ্কা জেগেছে। বিএনপির জোট থেকে তিনটি নিবন্ধিত দলসহ ছয়টি দল বের হয়ে গেছে। তাদের সবাই নির্বাচনে অংশ নেবে।
তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে গুহা থেকে অনলাইনে গাড়ি পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে অনলাইনে চেহারা দেখিয়ে মানুষ মারার যে কর্মসূচি দেওয়া হচ্ছে তা প্রতিহত করতে হবে। বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি, দলটিতে একটা তালা খোলারও মানুষ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩