Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

২৭ ডিসেম্বর রসিক নির্বাচন

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৩৪জন দেখেছেন

Image

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নবম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সভায় বিস্তারিত আলোচনার পর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচেনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া সভায় বিভিন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার পর ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো (১) বাঘা, রাজশাহী (২) বিরল, দিনাজপুর (৩) বোদা, পঞ্চগড় (৪) আলফাডাঙ্গা, ফরিদপুর এবং (৫) বনপাড়া, নাটোর।

রংপুর সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ রসিক নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। অর্থাৎ ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে রসিক নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।


আরও খবর



বাজার পরিস্থিতি সবসময় স্থিতিশীল থাকে সবাইকে সজাগ থাকতে হবে: বাণিজ্য সচিব

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৮জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, কোনো পণ্যের ঘাটতি দেখা দেয় বা দ্রæত  বৃদ্ধির প্রবণতা দেখা দেয় তখন যেনো আমরা ব্যবস্থা নিতে পাড়ি।মনিটরিং টা বেশী বাড়ানো। সে ক্ষেত্রে দাম কেনো বেড়ে যাচ্ছে। অনুসন্ধান করে ব্যবস্থা নিতে পাড়ি।বাজার পরিস্থিতি সবসময় যেনো স্থিতিশীল থাকে  আমাদের  সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পণ্য বিপণন মনিটরিং কমিটির সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু বাজার সুবিধা থাকলে হবে না, যখন আমরা পণ্যের মান ঠিক রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে বাজার পরিচালনা করতে যাই, তখন দাম বাড়তে পারে। এটা ভোক্তাদের বুঝতে হবে। একটা পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের সবদিকে নজর রাখতে হয়। ভোক্তারা সবসময় দামে কম কিন্তু মানে ভালো পণ্য চান। দুটো সবসময় একসঙ্গে হয় না।

মতবিনিম সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া,অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলমসহ প্রমুখ।
 
এ সময় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা নিত্যপণ্যের আমদানিতে শুল্ক হ্রাস এবং কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।

আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




টাঙ্গাইলে সমাজ-সেবার উদ্যোগে বয়স্ক ভাতা প্রাপ্তদের যাচাই বাছাই চলছে

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে সমাজ-সেবা কার্যালয়ে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা প্রাপ্তদের যাচাই বাছাই চলছে।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে কয়েক শতাধিক বয়স্ক ভাতা,প্রতিবন্ধী, বিধবা প্রাপ্তদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। এসময় প্রকৃত ভাতা প্রাপ্তরা প্রতিবন্ধী কিনা এবং বিধবারা স্বামী পরিত্যাক্তা রয়েছে কিনা সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

যাচাই-বাছাই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার ফজর আলী, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সিদ্দিক হোসেন,  মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম, যুবলীগ নেতা ওবায়দুল হক মুকুল, শহীদুল ইসলাম, কবীর হোসেন, শামছুর রহমান স্বপন প্রমূখ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কুয়েত যুবলীগ এর জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

আজিজুল হক, কুয়েত থেকে:কুয়েতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখা জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে।

কুয়েতের রাজধানী প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল।

যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম ও সদস্য মনির হায়দার এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের সভাপতি  সেকেন্দার আলী।

বিশেষ অতিথি ছিলেন,আওয়ামী লীগ নেতা যথাক্রমে, আব্দুল হাই মামুন,মুরাদুল হক চৌধুরী,মোরশেদ আলম ভূঁইয়া,শামসুল হক,সুরুক  মিয়া,আব্দুর রাজ্জাক ভূঁইয়া, কামরুজ্জামান টিটু,বেলাল হোসেন,ফাহাহিল মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন বিক্রমপুরী,

ফাহাহিল যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত সদস্য শফিক টিটু,জিলিব আল শুয়েখ শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল ভূইয়া,ফরওয়ানিয়া যুবলীগের সাবেক আহবায়ক ও সংরক্ষিত সদস্য মোঃ ফারুক জাহার, সংরক্ষিত সদস্য মানিক কুমার কুন্ড ও সংরক্ষিত সদস্য নাজমুল আহসান জাহিদ।

বক্তব্য রাখেন,মোহাম্মদ বেলাল উদ্দিন,মোহাম্মদ নুর উদ্দিন,জিলিব শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়াজী,সংরক্ষিত সদস্য যথাক্রমে,ফারুক আনন্দ,কামাল পাশা,শেখ নাসের,তাজুল ইসলাম,যুব নেতা মীন হোসেন, মোহাম্মদ শহীদ সহ অনেকে।

নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামীগ ও আওয়ামী লীগ সভাপতি  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন কুয়েত যুবলীগ এর আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল।

তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সামনের নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতেই হবে, এজন্য স্বস্ব অবস্থান থেকে প্রত্যেক মুজিব আদর্শের সৈনিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


আরও খবর



মোহাম্মদপুরে হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব বলছে, গতকাল শুক্রবার ঢাকা এবং বাগেরহাট থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানানো হয়েছে। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। এ সময় কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটির নিয়ে সিসিটিভির একটি ভিডিও পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।


আরও খবর



বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। ত্রয়োদশ এই আসরের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে প্রায় ১১০ কোটি টাকা (এক কোটি মার্কিন ডলার) পুরো টুর্নামেন্টের পুরস্কার হিসেবে ধরা হয়েছে। তবে এই অংক আগের আসরের সমান।

আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার (প্রায় ৪৪ কোটি টাকা)। রানার্স-আপ দল পাবে তার অর্ধেক, ২ মিলিয়ন মার্কিন ডলার বা ২২কোটি টাকা।

বিশ্বকাপে কোনো দলই খালি হাতে ফিরবে না। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অংকের অর্থ পুরস্কার। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৯ লাখ টাকা করে। এছাড়া গ্রুপপর্বে যে ৪৫টি ম্যাচ হবে, সেখানে ম্যাচজয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।

বিশ্বক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরে এবার ১০টি দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ভারতের ১০টি ভেন্যুতে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচও হবে একই ভেন্যুতে।

গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ডের ম্যাচটি দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে ভারত বিশ্বকাপের। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। এরপর একই ভেন্যুতে তারা আগামী ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে। ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় হবে দুটি সেমিফাইনাল।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩