
অনলাইন ডেস্ক; ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণাকালে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিয়েছিলেন। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
এর আগে ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প।