Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :খুলনা, বরিশালসহ দেশের ছয়টি জেলায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের আরও পাঁচটি জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া যশোর, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, রাজশাহী, দিনাজপুর ও সৈয়দপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সুনামগঞ্জের লাউড়গড় সীমান্তে চলছে তেলেসমাতি কান্ড

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদীর তীর কেটে বালি বিক্রি করাসহ আইন অমান্য করে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে পাথর, কয়লা, গরু, গাছ, কসমেটিকস ও কাপড়সহ নানান পন্য সামগ্রী পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে সীমান্তের লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনের স্থান থেকে যাদুকাটা নদীর তীর কেটে ১০টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে বালি নিয়ে যায় একটি চক্র। এছাড়া সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে ভারত থেকে শতশত বারকি ও ইঞ্জিনের নৌকা দিয়ে অবৈধ ভাবে আনা হয় পাথর ও কয়লা। তাছাড়া বিজিবির সোর্স পরিচয় দিয়ে লাউড়গড় গ্রামের মোহাম্মদ মিয়া ও বায়েজিদ মিয়াগং প্রতিনৌকা থেকে ৩শ টাকা করে চাঁদা নিয়ে প্রতিরাতে ভারতে লোক পাঠায় পাথর ও কয়লা পাচাঁর করার জন্য। অন্যদিকে চোরাকারবারী জসিম মিয়া নিজেকে বিজিবির সোর্স পরিচয় দিয়ে এই সীমান্তের সাহিদাবাদ-দশঘর এলাকা দিয়ে প্রতিদিন গরু পাচাঁর করে এবং পাচাঁরকৃত প্রতিগরু থেকে ১হাজার ৫শত টাকা করে চাঁদা নেয়। শুধু তাই নয়, সোর্স পরিচয়ধারীরা অবাধে মদ, গাঁজা, ইয়াবা, নাসিরউদ্দিন বিড়ি, গাছ, কসমেটিকস ও কাপড়সহ নানান পন্য সামগ্রীও পাচাঁর করছে। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ভারত থেকে পাথর ও কয়লা আনতে গিয়ে যাদুকাটা নদীতে নৌকা ডুবে শ্রমিক আব্দুল হাসিমের মর্মান্তিক মৃত্যু হয়। এই সীমান্ত দিয়ে চোরাচালান করতে গিয়ে এপর্যন্ত অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরো জানা গেছে- গত শনিবার (১৯ আগস্ট) রাতে যাদুকাটা নদীর তীর কেটে বালি বিক্রি করার সময় অভিযান চালিয়ে ২৪লাখ টাকা মূল্যের বালি বোঝাই ৪টি ইঞ্জিনের নৌকাসহ ৫জন ও গত বুধবার (১৬ আগস্ট) রাতে যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাচাঁরকৃত ৫লাখ ২৭হাজার ৩২৫টাকা মূল্যে বিভিন্ন অবৈধ মালামাল ও মদসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু বিজিবির পক্ষ থেকে

কোন পদক্ষেপ না নেওয়ার কারণে চোরাচালান ও চাঁদাবাজি বেড়েগেছে বলে সীমান্তবাসী জানান। এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের লাউড়গড় বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রায়হান বলেন- বায়েজিদ ও মোহাম্মদ আমাদের ক্যাম্পের কাজ কর্ম করে। কিন্তু বিজিবি ক্যাম্পের নামে চাঁদা উত্তোলনের বিষয়টি জানিনা। আমরা সারাদিন যাদুকাটা নদী নিয়ে কাজ করার কারণে অন্য কাজ করতে পারছিনা।


আরও খবর



বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট :পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে বগুড়া অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বগুড়া হোটেল একাত্তরের হলরুমে  আয়োজন এ সভার আয়োজন করা হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেনের  সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল ) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের  উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল-বাবারা ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মুফতী দিদারুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ।এ সময় অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন ,   পপুলার ডিপিএস প্রকল্পের জিএম (উন্নয়ন) ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড  পর্যন্ত  ৪১ লাখ গ্রাহকের সাড়ে ৬ হাজার কোটি টাকা দাবি পরিশোধ করেছে। পপুলার লাইফ বাংলাদেশের মানুষের জনপ্রিয় একটি বীমা প্রতিষ্ঠান। পপুলারে বীমা করে কেউ কখনও ক্ষতি গ্রস্থ হয়নি। এখন বীমা কর্মীরা তাদের বীমা কাজের মাধ্যমে নিজের ও দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 

আরও খবর



নবীনগর বিটঘরে সাপের কামড়ে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২০৬জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্  নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে সোনিয়া নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের দক্ষিণ পূর্ব পাড়া ঈদগাহ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সোনিয়া বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, তার মেয়ে সোনিয়া শখের বসে রাতে হাতে মেহেদী দিচ্ছিল। এ সময় সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দিলে সোনিয়া সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসার জন্য কাইতলা পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে, ওই চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া নিয়া যাওয়ার পরামর্শ দেন। পরে তারা সোনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যু সইতে না পেরে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন মজনু খান ও তা পরিবারের লোকজন। পরিবারে বইছে শোকের মাতাুম ।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। সোনিয়ার পায়ে সাপের দাঁতের কামড় চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

আরও খবর



মেহেরপুর বিদ্যালয় ভবন নির্মাণ ৬মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে খন্দকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ তিন বছরের শেষ হয়নি। বিদ্যালয়ের কোমল মতি শিক্ষাথী ও শিক্ষকদের জরাজীর্ণ টিনের ছাপড়ায় প্রচন্ড গরম আর বৃষ্টিতে ভিজে ক্লাশ করতে হচ্ছে। ২০১৯-২০ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিইডিপি - ফোর প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট ভবন নিমার্ণের ব্যয় ধরা হয় ১২ কোটি ২৩ লক্ষ ৬৬ হাজার টাকা। টেন্ডারে এই ভবন নির্মাণের কাজ পায় মেসার্স আখিল ট্রেডার্স। ২০২০ সালের মাঝা মাঝিতে ভবন নিমাণের কাজ শুরু করেন। ৬মাসের মধ্যে এই কাজ শেষ করার কথা। কাজের তাগিদ দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের হুমকী ধামকি শুনতে হয় বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। তিনটি সেমি পাকা টিনের ঘরে প্রচন্ড তাপদাহ সহ্য করে ও বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হচ্ছে শিক্ষক- শিক্ষার্থীদের । বৃষ্টিতে শিক্ষার্থীদের বই খাতাসহ বিদ্যালয়ের প্রযোজনীয় কাগজপত্র ও শিক্ষা উপকরণ ভিজে নষ্ট হচ্ছে। এ কারণে অনেক শিক্ষার্থী স্কুলে ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাবি আল্প দিনে কাজ শেষ হবে। স্থানীয় এলাকাবাসী বিদ্যালয় ভবনটি দ্রুত শেষ করা দাবি জানিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের ছাউনির টিনে ছোট ছোট ছিদ্র। রোদের সময় রোদ ও প্রচ- তাপদাহ আর বর্ষার সময় পানি পড়ে। মেঝে স্যাঁত স্যাতে। এক অস্বাস্থকর পরিবেশ। দেখা গেছে পোকা মাকর ও ব্যাঙের বিচরণ। শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ চলে গেলে গরমে ক্লাসে থাকা যায়না। বর্ষায় টিনের চাল দিয়ে পানি পড়ে বই খাতা ভিজে যায়। ঘরে সাপ পোকা মাকড় উঠে আমাদের খুব ভয় লাগে। সহকারি শিক্ষক সামসুন নাহার জানান, মাথার ওপর টিনের চাল। চালের টিনও ব্যবহার অযোগ্য। ছোট ছোট শিক্ষার্থীদের প্রচন্ড গরমে কষ্টে ক্লাস করতে হচ্ছে। প্রায় সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। ক্লাস নিতে বাধাগ্রস্থ হতে হচ্ছে আমাদের। বৃষ্টির সময় ছাতা মাথায় দিয়ে ক্লাস করাতে হয়। শিক্ষার্থীদের অবস্থা খারাপ হয়ে পড়ে। রোদে বৃষ্টিতে ভিজে অনেক শিক্ষাথী অসুস্থ হয়ে পড়ে। প্রধান শিক্ষক এহতেশামুল হক বলেন, স্কুল বিল্ডিং এর কাজ শুরু হয়েছে ২০২০ সালে ৬মাসের মধ্যে কাজ শেষ হবার কথা। এখন ২০২৩ সালও শেষের দিকে এসেও কাজ শেষ হয়নি । বার বার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়েও কোন সুরুহা পাননি। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আখিল ট্রেডার্স এর স্বত্বাধিকারি ফারুক হোসেন বলেন, রডের দাম বৃদ্ধি পাওয়ায় ইচ্ছা করে কাজ বন্ধ রেখেছি। মেহেরপুর সদর উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলি মোঃ শাহিন আক্তার বলেন, বিদ্যালয়ের ৯০ ভাগ শেষ হয়েছে। দ্রুত বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।


আরও খবর



তরুণদের দক্ষতা বাড়াতে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স’ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের তরুণদের দক্ষতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স-২০২৩’। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ব্রিটিশ কাউন্সিল ও গ্রামীণফোন সম্মিলিতভাবে সম্প্রতি ঢাকার একটি হোটেলে কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সটি বাস্তবায়ন করে ফিউচারনেশন।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সকল বিভাগ থেকে অংশগ্রহণকারী তরুণদের ‘গ্রিন স্কিল’ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো এবং তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

কনফারেন্সের সেশনগুলো তরুণদের জন্য বেশ কার্যকরী ভূমিকা রাখে। প্রথম সেশনটি অংশগ্রহণকারী তরুণদের একটি শিক্ষণীয় সময় উপহার দেয়ার জন্য পরিচালিত হয়। এই সেশনে তারা দক্ষ প্রশিক্ষকদের কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানতে পারে, যার মধ্যে রয়েছে - এসডিজি পরিচিতি, ভবিষ্যত উপযোগী কর্মদক্ষতার জন্য গ্রিন স্কিলস, গ্রিন স্টার্ট-আপ, এবং গ্রিন স্কিল ও এসডিজি কিভাবে একে অপরের পরিপূরক। এর সাথে এসডিজি নিয়ে কাজ করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে ইউএনভি’র পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন উপস্থাপিত হয়। কনফারেন্সে ভবিষ্যত কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও এই লক্ষ্যে দেশের বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

কনফারেন্সের বিশেষ আকর্ষণ ছিল দেশের ৮ টি বিভাগ থেকে আসা ১৩ টি যুব-নেতৃত্বাধীন উন্নয়নমূলক উদ্যোগের প্রদর্শনী। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন সৃজনশীল সমাধান ও চিন্তার প্রতিফলন ঘটানো উদ্যোগগুলো অংশগ্রহণকারী তরুণদের অনুপ্রাণিত করে।

সম্মেলনের শেষ সেশনটি ছিল “ইয়ুথ টক”, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান (সচিব), এনএসডিএ; (হার এক্সিলেন্সি) সারাহ কুক, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার; স্টেফান লিলার, আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ; ইয়াসির আজমান, প্রধান নির্বাহী, গ্রামীণফোন; এবং টম মিসোসা, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার (হার এক্সিলেন্সি) সারাহ কুক বলেন, “আজকের সম্মেলনে তরুণদের উপস্থিতি দেখে খুবই ভালো লাগছে, এবং আমি আনন্দিত যে তারা ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপির আয়োজনে নিজেদের দক্ষতা বিকাশ করতে পারছে। যুক্তরাজ্যে দারিদ্র্য মোকাবেলা, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা ও দক্ষতার গুরুত্ব প্রচার করা। এর মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ সমাজ তৈরি করতে পারব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক পরিসরে অগ্রসর হতে আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ক্যারিয়ার গড়ার জন্য দক্ষতা তৈরি করে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে সহায়তার মাধ্যমে, আজ এখানে উপস্থিত তরুণরা বাংলাদেশ এবং বিশ্বের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করবে”।

তরুণদের বর্তমানে অর্জিত দক্ষতা কিভাবে ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে, সে প্রসঙ্গে গুরুত্ব দিয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “তরুণদের দৃষ্টিভঙ্গি, শক্তি এবং সাগ্রহ অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

টম মিসোসা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত  তরুণদের দীর্ঘস্থায়ী উন্নয়ন, গ্রিন টেকনোলোজি এবং পরিবেশ স্টুয়ার্ডশিপ নিয়ে আগ্রহ ও আলোচনা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যত উন্নয়নের কর্মসূচিতে আমাদের সমঝোতার অংশ হিসেবে এই যুব সম্মেলনে ইউএনডিপির সাথে কাজ করতে পেরে ব্রিটিশ কাউন্সিল আনন্দিত। আমরা শিক্ষার অনন্য শক্তিকে একযোগে কাজে লাগাতে চাই এবং সারাদেশের তরুণদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হবার সম্ভাবনা বাড়াতে চাই। ইংরেজি শিক্ষা এবং শিল্পকলায় জীবনমুখী সুযোগ তৈরির মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে দক্ষ্ ও আত্মবিশ্বাসী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১-এর যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে জনমিতিক লভ্যাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ যাত্রায় আমাদের তরুণদের দক্ষ করে তুলতে হবে, এবং এটা করার এখনই সময়। আজ আমরা ইয়ুথ স্কিলস কনফারেন্স ২০২৩ -এর আয়োজনে সকলে একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় অসংখ্য তরুণ, যাদের মধ্যে অমিত সম্ভাবনা লুকিয়ে রয়েছে। এ সম্মেলন সবাইকে একত্রিত


আরও খবর