Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবেন জাকারবার্গ

প্রকাশিত:সোমবার ১৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৫২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আজ বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে ছাঁটাইয়ের এই ঘোষণা দেন। ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো মেটাও।

ব্লগ পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, ‘আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের টিমের আকার ১৩ শতাংশ কমিয়ে নেওয়ার এবং আমাদের মেধাবী কর্মীদের মধ্যে ১১ হাজারের বেশি জনকে চাকরি থেকে চলে যেতে হবে। কোম্পানিকে আরও কার্যকর করতে আমরা অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে রয়েছে ব্যয় কমানো এবং নতুন নিয়োগ না করার সময়সীমা বৃদ্ধি।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কর্মীকে ছাঁটাই করা হবে তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতিবছরের হিসেবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এটিই কোম্পানিটির বৃহত্তম কর্মী ছাঁটাই। ডিজিটাল বিজ্ঞাপন আয়ের পতন এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প মেটাভার্সে বিনিয়োগে আশানুরূপ সাড়া না পাওয়ার ফলে কোম্পানিটির আয় কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।

গত সপ্তাহে ইলন মাস্ক টুইটারের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। যদিও পরে ছাঁটাই হওয়া কিছু কর্মীকে পুনরায় কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠানও ঘোষণা দিয়েছে তারা তাদের কর্ম শক্তির ২০ শতাংশ কমাবে।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




গুমফেরত হাসানুর রহমানের মুক্তির দাবিতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

গুমফেরত হাসানুর রহমানের মুক্তির দাবিতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ নং সহ সভাপতি, গুমফেরত ছাত্রনেতা মোঃ হাসানুর রহমান এর মু্ক্তির  দাবীতে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে রাজধানীর নয়া পল্টনে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফকিরাপুল মোড় থেকে শুরু হয়ে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।


আরও খবর



এই আসনটি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দিব: টোকেন চৌধুরী

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়নে যুবলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত- বিএনপির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তৃণমূল আওয়ামীলীগকে সুসংগঠিত করতে দৌলতপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল টোকেন চৌধুরী। সোমবার (২৮ আগস্ট) বিকেলে আল্লারদর্গা পার্টি অফিস থেকে গাড়ি বহর নিয়ে তিনি নৌকার পক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে জামাত- বিএনপির শাসন আমলে সব থেকে বেশি নির্যাতিত মরিচা ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন উপজেলা যুবলীগের প্রভাবশালী এই নেতা। এ সময় পথসভা কে জনসভায় রূপান্তরিত করে মরিচা ইউনিয়নের আওয়ামী আদর্শের নেতাকর্মীরা। মরিচা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্ব ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শহিদুল হালসানা, মথরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার হাসিমুদ্দিন হাসু, ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন মহল, খলিশাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন,জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ, মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুজ্জামান জজ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সোহেল রানা ওরস কবিরাজ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিন লস্কর, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন খান শাহিন, প্রচার সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, ফিলিপনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর রহমান মামুন, মরিচা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রদীপ মেম্বার প্রমুখ।উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই কুষ্টিয়া-১ আসনে নৌকার মনোনয়ন দিবেন আমরা তারপক্ষে কাজ করবো। আমি ঐক্যের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই আসনটি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দিব। তিনি আরও বলেন, আমরা ২০১৪ সালে এমপি হবার পরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলাম। আমি টোকেন চৌধুরী আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো।


আরও খবর



ফ্রান্স থেকে এয়ারবাস কেনা নিয়ে আ.লীগকে একহাত নিলেন ফখরুল

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন


আরও খবর



ধর্ষণ মামলায় জামিন পেলেন এএসপি সোহেল

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এক নারী বিসিএস ক্যাডার কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্সের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছাবেরা সুলতানা খানমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ জুলাই ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন মামলার বিচারবিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ২৩ নভেম্বর সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। তিনি একজন সরকারি কর্মকর্তা। এরপর আদালত মামলাটি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঘটনার সত্যতা পাওয়ায় সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একজন সরকারি কর্মকর্তা। পরিচয়ের সুবাদে এএসপি সোহেল উদ্দীনের সঙ্গে তার বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সোহেল উদ্দীন ওই নারীকে রমনা পুলিশ অফিসার্স মেসে আসতে বলেন। সেখানে তার আত্মীয়স্বজনের উপস্থিতিতে কাজির মাধ্যমে বিয়ে হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ওইদিন সন্ধ্যা ৭টায় তার আত্মীয়স্বজনসহ রমনা পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হয়ে সোহেল উদ্দীন ছাড়া আর কাউকে দেখতে পাননি তিনি। এ নিয়ে প্রশ্ন করলে সোহেল জানান কিছুক্ষণের মধ্যে সবাই এসে যাবে। ওই নারী সরল বিশ্বাসে আসামির সঙ্গে কথা বলতে থাকেন। কথাবার্তার একপর্যায়ে সোহেল উদ্দীন তাকে খুন করার ভয় দেখিয়ে তার ওপর নির্যাতন চালান। ঘটনার পর থেকে সোহেল উদ্দিন প্রিন্স বরখাস্ত। 


আরও খবর

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরেকটা নির্বাচন আর হবে না: মির্জা ফখরুল

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন


আরও খবর