Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

১০০ কোটি টাকা তরুণ-তরুণীদের জন্য বরাদ্দ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ২০৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:ডিজিটাল বাংলাদেশের পর এবার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েছে সরকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ জাতীয় সংসদে উপস্থাপন করেছেন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। বাজেট বক্তৃতার শিরোনাম দেওয়া হয়েছে ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ করার কথা তুলে ধরেন তিনি। এছাড়া, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি, স্মার্ট বাণিজ্য ও স্মার্ট পরিবহন ব্যবস্থার কথাও রয়েছে। এজন্য ১০০ কোটি টাকার তহবিল রাখা হয়েছে।

এই তহবিল থেকে অর্থায়নের ক্ষেত্রে মূলত উদ্ভাবনী খাতে তরুণ-তরুণীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশে-বিদেশে তরুণ-তরুণীদের কাজের সুযোগ বাড়ানো হবে। প্রথাগত কর্মসংস্থানের ধারণা থেকে বের হয়ে এসে তরুণ-তরুণীরা বিভিন্নমুখী ও উদ্ভাবনী উদ্যোগে নিজেদের নিয়োজিত করবে, নিজের ও সমাজের জন্য পরিবর্তনে নেতৃত্ব দিবে, আমাদের তরুণদের মধ্যে আমরা সে ধরনের প্রণোদনার সঞ্চার করতে চাই।

তিনি বলেন, ‘একইসাথে, তৈরি করে দিতে চাই অনুকূল প্ল্যাটফরম। সাধারণ, কারিগরি, বৃত্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফরমে অনলাইনে শিক্ষার সুযোগ তৈরি ও সম্প্রসারণ করা হচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ইনোভেশন সেন্টারের মাধ্যমে ৮০ হাজার তরুণ-তরুণীকে অগ্রসর প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করব।

বাজেট বক্তৃতায় আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন উপযোগী অবকাঠামো গঠন ও সুবিধাদি প্রদান করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকাশক্তি হিসেবে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করে তোলার উদ্দেশ্যে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজে আগামী বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।


আরও খবর



বিয়ে না করেই মা হচ্ছেন ঋতাভরী চক্রবর্তী!

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সামাজিক মাধ্যমে নিজেই তথ্যটি জানিয়ে তিনি লিখেছেন আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।

ঋতাভরীর এই ঘোষণায় তাজ্জব নেটাগরিকরা! কারণ, এই অভিনেত্রীর যে এখনও বিয়ে হয়নি।  সবার প্রশ্ন, কখন-কাকে বিয়ে করেছেন তিনি? 

শোনা গিয়েছিল, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছিলেন ঋতাভরী। সেই সম্পর্ক আদৌ আছে কি না সেটা নিয়েও প্রশ্ন আছে। কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, সম্পর্কের ইতি টেনেছেন তারা।

তবে নায়িকাদের ব্যাপার-স্যাপার আলাদা। সম্পর্ক এই আছে, এই নেই। তথাগতর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে কার সন্তানের মা হতে যাচ্ছেন ঋতাভরী? নাকি তাকে গোপনে বিয়ে করেছেন? এসব তো টলিউডে স্বাভাবিক বিষয়। এ রকম নানা প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মাথার ভেতর। 

যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি। হতে পারে, নতুন কোনো ছবির প্রচারণার কৌশল এটা। আবার সত্যিও হতে পারে। 


আরও খবর



গুমফেরত হাসানুর রহমানের মুক্তির দাবিতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১১২জন দেখেছেন

গুমফেরত হাসানুর রহমানের মুক্তির দাবিতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ নং সহ সভাপতি, গুমফেরত ছাত্রনেতা মোঃ হাসানুর রহমান এর মু্ক্তির  দাবীতে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে রাজধানীর নয়া পল্টনে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফকিরাপুল মোড় থেকে শুরু হয়ে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।


আরও খবর



জয়পুরহাটে প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব আয়োজন

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধি:শৈশব কৈশোরকাল থেকে বই পড়া অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পারিবারিক পাঠাগার গঠন উপলক্ষে জয়পুরহাটে প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব হতে যাচ্ছে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর।পারিবারিক পাঠাগার উৎসব আয়োজন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় আনন্দধারা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান আয়োজকরা । জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখা প্রথম জাতীয় পারিবারিক পাঠাগার উৎসবের আয়োজন করছে ।পারিবারিক পাঠাগার উৎসবের মূল শ্লোগান হচ্ছে "এসো বই পড়ি, জীবন গড়ি "।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান পারিবারিক পাঠাগার উৎসবের উদ্বোধন করবেন। শিক্ষার্থীদের সাহিত্য, জীবনী, আত্মজীবনী, ইতিহাস, '৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, দর্শন, সমাজ বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে ১০টি করে বই, নিজ নামীয় সীল ও একটি করে গাছের চারা প্রদান করা হবে। প্রেসব্রিফিংয়ে বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন আহবায়ক আমিনুল হক বাবুল, সদস্য সচিব মহফেল উদ্দিন, এড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, গোলাম হক্কানী, এ ই এম মাসুদ রেজা, অধ্যাপক আকতারুল হক, মোস্তাহেদ ফাররোখ, তবিবর রহমান ও উৎসবের মিডিয়া কনভেনর সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু। 

আগামী ১৪-১৫ সেপ্টেম্বর, বৃহস্পতি ও শুক্রবার জয়পুরহাট ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত দেশের প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসবে এক হাজার শিক্ষার্থীকে দশটি করে বই, একটি করে গাছের চারা ও নিজ নামে একটি করে পাঠাগারের সিল দেওয়া হবে।জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলার এক হাজার শিক্ষার্থী পাঠাগার উৎসবে অংশ গ্রহন করবে বলে প্রেসব্রিফিংয়ে জানানো হয়। উৎসব সফল করতে আমিনুল হক বাবুল ভাই আহবায়ক ও মহফেল উদ্দিন ভাই সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসব্রিফিংয়ে জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহন করেন। উৎসব সফল করতে ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে। 

আরও খবর



অবিশ্বাস্য দামে দারাজে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ২০৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রিয়েলমি’র নতুন উন্মোচিত হওয়া অত্যাধুনিক সব স্মার্টফোন দারাজ থেকে সাশ্রয়ী দামে কেনার এখনই সুযোগ! দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারাজে অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে রিয়েলমি’র বিভিন্ন স্মার্ট ডিভাইস। গতকাল (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অ্যানিভার্সারি ক্যাম্পেইন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ক্যাম্পেইনে রিয়েলমি’র জিটি মাস্টার এডিশন ও ৯ প্রো প্লাস সহ ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোন কেনার সুযোগ থাকছে দুর্দান্ত দাম ও আকর্ষণীয় ডিলে। ক্যাম্পেইন চলাকালে, ক্রেতারা নির্বাচিত স্মার্টফোনে দারাজের ডিসকাউন্ট কুপন ব্যবহার করে সর্বোচ্চ ২,৮০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন; সাথে থাকছে শূন্য শতাংশ ইএমআই ও ব্র্যান্ড ওয়্যারেন্টি সুবিধা। এছাড়াও, এসব স্মার্টফোন কেনা যাবে পেমেন্ট পার্টনারদের বিস্তৃত পরিসরের আকর্ষণীয় ডিলের মাধ্যমে। ক্যাম্পেইনে রিয়েলমি’র যেসব ডিভাইস পাওয়া যাবে তার মধ্যে রয়েছে রিয়েলমি সি৩০ (২জিবি র‍্যাম/৩২জিবি রম), রিয়েলমি সি৩৩ (৪জিবি/১২৮ জিবি), রিয়েলমি সি৫৫ (৮জিবি/২৫৬ জিবি), রিয়েলমি সি৫৫ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি সি৩০এস (৩জিবি/৬৪জিবি), রিয়েলমি সি৫৩ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি), রিয়েলমি ৯ প্রো প্লাস (৮জিবি/১২৮ জিবি) এবং রিয়েলমি সি৫১ (৪জিবি/৬৪জিবি)। রিয়েলমি’র মান ও সাশ্রয়ী দামের মধ্যে সমন্বয়ের কারণে তরুণ-কেন্দ্রিক এ ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সবার জন্য স্মার্টফোন ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি রিয়েলমি উদ্ভাবনী, প্রতিযোগিতামূলক ফিচার সমৃদ্ধ এবং আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে। তাহলে আর অপেক্ষা কেন? এ লিঙ্কে ক্লিক করে উপভোগ করুন আকর্ষণীয় ডিল।


আরও খবর



মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৯৬

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে ২৯৬ জনের মৃত্য হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। যা ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

সেই সঙ্গে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় রাত ১১টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২  কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন আল-আওলায় বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ২৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫৩ জন। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনও ঝুঁকির মধ্যে আছেন।

দেশটির এ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার সতর্ক করেছেন। ইউএসজিএসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল।

এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সিএনএন বলেছে, এ দুর্ঘটনায় ৩০০ জন নিহত হয়েছে। সূত্র: সিএনএন


আরও খবর