
তিতলি কে নিয়ে যতো কথা, তিতলি কি পারবে জবাকে বাচাতে !
ফেইজবুক কর্নার: Sajid Hassan Likhon
তিতলির প্রত্যেকটা দিন এখন মারাত্মক বিরক্তি নিয়ে কাটে। একসময় তার জীবনটা খুবই আনন্দের ছিলো কারণ হুমায়ুন আহমেদের নাটকের নায়িকার নামে তার নাম ছিলো, তাই স্কুল কলেজ লাইফে কোচিং সোসাইটিতে তার আলাদা একটা ইমেজ ছিলো।
আর এখন জব লাইফে এসে কোথাকার
কোন তিতলি প্রথমবার প্লেনে উঠেই প্ল্যান ল্যান্ড করে ফেলেছে আর এদিকে প্রত্যেকদিন কলিগদের
তার নাম নিয়ে হাসি ঠাট্টায় তার লাইফটা হেল হয়ে গেছে!
অফিস থেকে এসে বিছানায় বসে এগুলোই ভাবছিলো তিতলি। শাশুড়ি সারাক্ষণ ঘুরঘুর
করতেছে আশেপাশে তাই আড়ালে গিয়ে একটা সিগারেট ধরানোর অবকাশও নাই। আজব এক ক্যারেক্টার
তার শ্বশুর, ভদ্রলোক এই বয়সে খবর টক শো কিছুই দেখে না কিন্তু সারাক্ষণ জী বাংলা আর
স্টার জলসা দেখে! শাশুড়ি তাই বাংলা সিনেমা দেখতে পারে না বলে তিতলির কাছে এসে অভিযোগ
জানাচ্ছে যে জবা না গোলাপ কে জানি মারা গেছে তাই আজকে শ্বশুরের মুড অফ!
শোভন যদি আর কিছুক্ষণের মধ্যে বাসায় না আসে তাহলে তিতলিরও মুড অফ হয়ে যাবে।
এখনো বৃহস্পতিবার রাত আসলে মাঝেমধ্যে এই ছেলে ভুলে যায় যে তার বাসায় একজন বউ আছে এবং
তার প্রতি তার কিছু রোমান্টিক দায়িত্ব কর্তব্যও আছে। অবশ্য বেচারাকে দোষ দিয়ে লাভও
নেই কারণ দুনিয়ার আরেক মাথায় গাজীপুরে অফিস করতে গিয়ে শোভনের মাথা সবসময়ই ভনভন করতে
থাকে, সিভিল ইঞ্জিনিয়ার ছেলের বউয়ের এইটুকু জানা হয়ে গেছে!
এদিকে তিতলির বস আরেক চিজ! দুনিয়ার সব কন্টেন্ট প্ল্যান, ইয়ারলি প্ল্যান,
মান্থলি মিটিং এগুলা সব তার বৃহস্পতিবার সন্ধ্যা বেলাতেই মনে পড়ে আর ভাইবারে একের পর
এক মেসেজ দিয়ে সবার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে! আজকে এই কথাও তাকে শুনতে হয়েছে যে তার
কন্টেন্ট প্ল্যানে ভাইরাল তিতলি কীভাবে মিস গেলো!
শোভন রুমে এসে সিগারেট জ্বালানোর পর এতক্ষণে তিতলি একটু শান্তি পেলো। শুরুতেই
শোভনের প্রশ্ন,
- এই আজকে জবা না কে যেন মারা গেছে??
- তুমিও শুরু করলা!
- আমি কী করবো! ফেসবুকে ঢুকলেও তো তাই দেখি!
- তোমার বাপও তাই দেখতেছে!
- অথচ আব্বা মনে হয় জানেও না যে ম্যারাডানাও মারা গেছে!
- হুম ঈশ্বরের সেই হাত...
তিতলি হাত বলতেই শোভনের চোখ চলে গেলো তিতলির হাতের বাহুতে জমাট বাঁধা লাল
দাগের দিকে। একটু আফসোস লাগলো, আবার কেন জানি তিতলির প্রতি ভালো লাগাও কাজ করলো এই
ভেবে যে এরকম একজন নারীকে সে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে যার সাথে সিগারেট থেকে শুরু
করে সবরকম ফ্যান্টাসি শেয়ার করা যায়।
ঘোর ভাঙ্গলো তিতলির কথায়,
- এই শোভন চলো ডিনার করে ফেলি, বাবা মা বসে আছে আমাদের জন্যে।
- একটু রেস্ট নেই আগে। লাইটটা অফ করো, মাথা ব্যথা ধরেছে।
শোভনের এই মাথা ব্যথার মানে তিতলি ভালো করেই জানে।
- জ্বী না, আগে ডিনার করো। তারপর ঘুম।
- কেন? তোমার মুড অফ নাকি?
- হ্যাঁ।
- কোথাকার কোন এক তিতলি প্লেন ল্যান্ড করাইছে প্রথমবার উঠেই আর সবাই খালি
আমার নাম নিয়ে ক্ষ্যাপায় অফিসে!
- প্রথমবারেই??
- হুম!
- পারছে??
- হ্যাঁ!!
- সত্যি??
- এই তোমাকে আমি মিথ্যা কেন বলবো!!
- তুমি কি শিওর সব প্লেন প্রথমবারেই ল্যান্ড করানো যায়??

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

কাল থেকে লকডাউন : প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা

গণপরিবহনে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি , ভাড়া দ্বিগুণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি

ধর্ষনের চেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদিকে প্রাণ নাশের হুমকি

করোনা মোকাবেলায় ট্রাফিক-ডেমরা জোনের মাস্ক বিতরন

সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন, খোলা থাকবে শিল্পকারখানা

একদিনে সর্বোচ্চ ৬৮৩০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫০

নাকে সরিষার তেল দিন ও গরম পানির ভাপ নিন: প্রধানমন্ত্রী

লকডাউনে রাজধানীতে যাত্রীবাহী বাস ছাড়া চলছে সবধরনের গাড়ি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এক কোটি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

পশ্চিমবঙ্গ নির্বাচন: রাত পোহালেই নন্দীগ্রামে ভোট

গোলাম সারোয়ার কবির এর করোনা মুক্তির জন্য দোয়া চাইলেন শান্তনুর খান শান্ত

পুরো ঢাকা শহরকে হাসপাতাল করলেও করোনা রোগী রাখার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এমপি কাজী মনিরুল ইসলাম মনুর সুস্থতার জন্য দোয়া চাইলেন-ডেমরার জয়নাল হাজারী

শিবচর উজেলার কাঠাঁলবাড়ি ইউনিয়নের কিশোর লাবিব মিয়া হত্যাকারীদের গ্রেফতারে গড়িমসি

৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুসুদ্দিন ভূইয়া সেন্টুর পিতা আব্দুর রহিম ভুইয়া মারা গেছেন

তিতাস গ্যাসের জোবিঅ-সোনারগাঁও ব্যবস্থাপক প্রকৌ: মোঃ মেজবাউর রহমানের দুর্নীতির আদ্যপান্ত

ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ

সারিয়াকান্দিতে ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ!

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

৮ দিনের কঠোর লকডাউন শুরু
