
শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয়ভাবে ঢাকাকে হারাল রাজশাহী
স্পোর্টস
ডেস্ক:
পেস বোলিং অলরাউন্ডার মুক্তার আলী নাকি অফস্পিনিং অলরাউন্ডার
মেহেদি হাসান? বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচের ৩৯ ওভার খেলা শেষে
লড়াইটা এসে থামে এ দুই অলরাউন্ডারের মধ্যে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মেহেদি ও
মুক্তারের মধ্যেই হয় ম্যাচের ফল নির্ধারণী শেষ ওভারটি। যেখানে শেষ হাসি হেসেছেন
মিনিস্টার গ্রুপ রাজশাহীর অলরাউন্ডার মেহেদি হাসান।ম্যাচ জেতার জন্য শেষ ওভারে
ঢাকাকে করতে হতো ৯ রান। প্রবল চাপের মুখে শেষ ওভার করতে এসে একটি নো বলের পরেও
মাত্র ৬ রান খরচ করেন মেহেদি। আগের ওভারেই তিন ছক্কা হাঁকানো মুক্তার, এ ওভারে
পেরেছেন একটি মাত্র চার মারতে। যার ফলে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ২ রানে জিতে
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুভসূচনা করেছে রাজশাহী।
আগে ব্যাট করে রাজশাহী দাঁড় করিয়েছিল ১৬৯ রানের সংগ্রহ। যেখানে
দলের পক্ষে সর্বোচ্চ ৫০ (৩২ বলে ৩ চার ও ৪ ছয়) রান করেন মেহেদি। ঢাকার পক্ষে বল
হাতে ৩ উইকেট নিয়েছিলেন মুক্তার। পরে ঢাকার ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৬৭ রানে। বল
হাতে মাত্র ২২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মেহেদি। দলকে পাইয়ে দিয়েছেন ২ রানের
রোমাঞ্চকর এক জয়।
রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই মেহেদি হাসানের অফস্টাম্পের
বাইরের ডেলিভারিতে ইনসাইড আউট শটে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি হাঁকান বিশ্বজয়ী
যুব দলের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। পরের ওভারে এবাদত হোসেনকে পরপর দুই
বলে হাঁকান চার ও ছক্কা। তরুণ ওপেনারের এমন শুরুতে ইতিবাচক বার্তাই যায় ঢাকার
ডাগআউটে।
কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি জুনিয়র তামিম। দ্বিতীয়
ওভারের শেষ বলে দুর্ভাগ্যবশত রানআউটে কাটা পড়েন। রাজশাহী অধিনায়ক নাজমুল শান্ত
সরাসরি থ্রো'তে বিদায়ঘণ্টা বাজান ১১ বলে ১৮ রান করা তানজিদ তামিমের। হতাশ করেন
আরেক ওপেনার ইয়াসির আলি রাব্বি। পঞ্চম ওভারে ফেরার আগে দুই চারের মারে ৮ বলে করেন
৯ রান।
তবে তিন নম্বরে নামা নাইম শেখ আবার আশা জাগিয়েছিলেন বড় কিছুর।
মুকিদুল ইসলাম মুগ্ধ ও এবাদত হোসেনকে দৃষ্টিনন্দন দুইটি ছক্কা হাঁকান নাইম। দুজনের
ওভারেই হাঁকান একটি করে চার। কিন্তু বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে সীমানাছাড়া
করতে পারেননি তিনি, ধরা পড়ে যান মিডউইকেটে দাঁড়ানো রনি তালুকদারের হাতে। দলীয় ৫৫
রানের মাথায় তিনি ফিরে যান ১৭ বলে দুইটি করে চার-ছয়ের মারে ২৬ রান করে।
চতুর্থ উইকেটে জুটি বাঁধেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম ও বিশ্বজয়ী
যুব দলের অধিনায়ক আকবর আলি। দুজন মিলে ৫৩ বলে যোগ করেন ৭১ রান। আকবর-মুশফিকের
জুটিতে জয়ের পথে এগুচ্ছিল ঢাকা। শেষের পাঁচ ওভারে তাদের করতে হতো ৪৭ রান। রানের
চাপ যেন পেয়ে বসে আকবরের ওপর, ফরহাদ রেজার করা ১৬তম ওভারে বড় শট খেলতে গিয়ে
মিডউইকেটে ধরা পড়েন মুগ্ধর হাতে। আউট হওয়ার আগে ২৯ বলে ৪ চার ও ১ ছয়ের মারে ৩৪
রান।
এই বিভাগের আরও খবর

অবহেলা নয় সাংবাদিকতায় গুরুত্ব দিন

বগা ইউনিয়নের ২ নং বানাজোড়া ওয়ার্ড মেম্বার প্রার্থীর দোয়া কামনা

ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই স্কুলছাত্রীর মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্ট

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু!পাশাপাশি চিরশায়িত হলেন তারা

ডেমরায় সন্ত্রাসী কিশোর গ্যাং সাঈদ বাহিনীর হামলা লুটপাটের ঘটনায় আহত ৪, গ্রেফতার ৩

কেটিভি বাংলা’র বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর কদতলীতে মায়ের পরকিয়ার বলি শিশু সন্তান

কেটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু’কে কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব এর সংবর্ধনা

আল্লামা শফীকে হত্যার অভিযোগ: সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

রায়ের কপি পেতে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়: রাষ্ট্রপতি

রাজধানীর কদমতলিতে লুন্ঠিত মালামাল উদ্ধারঃ আটক ২

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

কেটিভি বাংলা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

কৃষি আইনের প্রতিবাদে ভারতে শিখ পুরোহিতের আত্মহত্যা

১৯৭১ থেকে ২০২১ রাষ্ট্রের বয়স যখন ৫০ বছর ক্যালেন্ডারে হুবহু মিল

শীতকালে বিয়ের সুবিধা

পেঁয়াজের কেজি ৪০, নতুন আলু ও দেশি পাকা টমেটো কেজি প্রতি ২০ টাকা

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু!পাশাপাশি চিরশায়িত হলেন তারা

বেনাপোল কাস্টমসের কার্যক্রম বন্ধ, ১০ দফা দাবিতে ষ্টাফ এসোসিয়শন সদস্যদের কর্মবিরতি

ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভাতার টাকা পৌঁছাবে উপকারভোগীদের হাতে: প্রধানমন্ত্রী

জোড় পুর্বক হাজী আব্দুল লতিফ ভুইয়া বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষকে অপসারনের জন্য দিন ভর অফিস রুমে তালাবন্দী

করোনাভাইরাসের প্রকোপের কারণে শীতে খুলছে না স্কুল-কলেজ
