
রাজধানীর কদমতলিতে লুন্ঠিত মালামাল উদ্ধারঃ আটক ২
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর ডি-ব্লক এলাকার থেকে লুন্ঠিত হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। লুন্ঠনকারী দুইজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।ভুক্তভূগী আয়েশা আক্তারের স্বামী কাতার প্রবাসী। তিন ছেলে মেয়ে নিয়ে কদমতলী থানার মেরাজনগর ডি ব্লকে বসবাস করেন।
গত ১২ ডিসেম্বর, সন্ধ্যায় আয়েশা আক্তার তার ৮ বছরের ছেলে তাহসিনকে নিজ বাসায় রেখে বাহিরে যান। এই সুযোগে অজ্ঞাতনামা কয়েকজন লোক বোরকা পরে তার বাসায় প্রবেশ করে। এরপর তার ৮ বছর বয়সী মেঝো ছেলে তাহসিনকে হাত-পা ও মুখ বেঁধে রুমের মধ্যে তোষক দিয়ে ঢেকে রেখে বাসার আলমারী ভেঙ্গে গচ্ছিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিদেশি রিয়ালসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। যা ঐ বাসার সিসি ক্যামেরায় ধারন থাকে।
বাদী এজাহারে বলেন তার আলমারীর তালা ভেঙ্গে আলমারীতে রক্ষিত বাদীর ব্যবহৃত ১০ (দশ) ভরি স্বর্ণালংকার, যার মূল্য আনুমানিক ৫,৬০,০০০/- (পাঁচ লক্ষ ষাট হাজার) টাকা, নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ১০,০০০ (দশ হাজার) রিয়্যাল, যার বাংলাদেশী মূল্য ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং বিদেশেী বিভিন্ন মালামাল যার মূল্য আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকাসহ সর্বমোট ৯,৯০,০০০/- (নয় লক্ষ নব্বই হাজার) টাকা লুন্ঠন করা হয়।
কদমতলী থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ লালবুর রহমান প্রতিদিনের সংবাদকে জানান, গ্রেফতারকৃত শাহীন (৪২) ও মোসাঃ শারমিন আক্তার সীমা (২৮) সম্পর্কে স্বামী স্ত্রী এবং সুপরিকল্পিত ভাবে তারা এই লুটপাট করে। আসামী মোসাঃ শারমিন আক্তার সীমা প্রথমে আয়েশার সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং ঘটনার দিন আয়েশাকে কদমতলী থানাধীন শনিআখড়া মার্কেট করার জন্য ডেকে নিয়ে যায়।
পরে তার স্বামী শাহীনকে
জানালে বোরকা পরে তার বাসায় প্রবেশ করে স্বর্নলঙ্কার, রিয়াল ও টাকা নিয়ে যায়। এই
লুটতরাজের ঘটনায় আয়েশা আক্তার ১৭ ডিসেম্বর, কদমতলী থানায় ৩৯৪ ধারা পেনালকোড একটি
মামলা দায়ের করেন। মামলা নং ৬৪। মামলাটি তদন্তকালে বিভিন্ন তথ্য-প্রযুক্তি
পর্যালোচনা করে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে গত শুক্রবার ১৮ ডিসেম্বর তাদেরকে
গ্রেফতার করা হয়। লুট হওয়া মালামাল ও অন্যকেউ এই ঘটনায় আছে কিনা তা জানার জন্য
আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ২ দিন রিমান্ড মুন্জুর করেন।
গ্রেফতারের সময় তাদের
হেফাজত থেকে ০৬ ভরি ০১ আনা ০৩ রতি স্বর্ণ, ৩,২১২ কাতার রিয়াল, ৩২৬ সৌদি
রিয়াল, ১০০ ইউএস ডলার ও ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। সেই সাথে লুন্ঠনের কাজে ব্যবহৃত
কালো রংয়ের একটি হিজাবসহ বোরকা, ১টি স্টিলের সুইচ গিয়ার, ১টি হেক্সো ব্লেড, একটি
পাইপ রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার, একটি সেলাই রেঞ্জ, একটি প্লাস, একটি হাতুরি,
দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
কদমতলী থানার অফিসার
ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর প্রতিদিনের সংবাদকে বলেন, গত শুক্রবার ১৮
ডিসেম্বর, ২০২০ রাতে কদমতলী থানার মেরাজনগর ডি-ব্লক এলাকার একটি বাসায় অভিযান
চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী খোয়া যাওয়া মালামাল
উদ্ধারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরও খবর

অবহেলা নয় সাংবাদিকতায় গুরুত্ব দিন

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু!পাশাপাশি চিরশায়িত হলেন তারা

ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই স্কুলছাত্রীর মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্ট

কুমিল্লা ব্রাম্মনপাড়া চান্দলা গ্রাম কে বদলে দিতে কাজ করছে চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি

ডেমরায় সন্ত্রাসী কিশোর গ্যাং সাঈদ বাহিনীর হামলা লুটপাটের ঘটনায় আহত ৪, গ্রেফতার ৩

কেটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু’কে কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব এর সংবর্ধনা

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

কেটিভি বাংলা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

১৯৭১ থেকে ২০২১ রাষ্ট্রের বয়স যখন ৫০ বছর ক্যালেন্ডারে হুবহু মিল

এইচএসসির ফলাফল বিষয়ে মঙ্গলবার কথা বলবেন শিক্ষামন্ত্রী

অনুষ্ঠিত হয়ে গেলো কেটিভি বাংলা’র ৪র্থ বর্ষপূতি

কে কাকে বিয়ে করবে এটা অন্যকেউ কেন নির্ধারন করে দিবে ?

পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রকৃত সুন্দরী স্ত্রী সে যে জান্নাতের কাছে পৌঁছে দেয়: সানা খানের স্বামী

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বামীর বিরুদ্ধে নির্বাচন করছেন স্ত্রী

কদমতলী থানায় সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

পুর্ব পশ্চিম রহমতপুর উন্নয়ন ও শালিশ কমিটির উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন কর্মুসুচী

উপপুলিশ কমিশনার (ডিসিওয়ারী)এর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারনায় শীর্ষে মাহাবুব খলিফা

নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে,প্রধান অতিথি আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

৭০ হাজার পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর

ভয় পাবেন না টিকা নিরাপদ: মোদি
