
কুমিল্লা ব্রাম্মনপাড়া চান্দলা গ্রাম কে বদলে দিতে কাজ করছে চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি
চৌধুরী বাগদাদ:-
৫৬ হাজার বর্গ মাইলে’র এই বাংলাদেশের
সবচেয়ে বড় অর্থনৈতির যোগান আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে । নিজেদের জীবন যৌবনের
সুখ বিসর্জন দিয়ে এ দেশ কে এগিয়ে নিচ্ছেন ’লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধারা। নিজের পরিবার
ও সমাজ বদলে দিতে কাজ করে যাচ্ছেন তারা প্রতিনিয়ত । সমাজের দারিদ্রদের জীবন মান বদলে
দিতে ‘একটি সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনন্য নজির স্থাপন করলেন কুমিল্লা জেলার ব্রাম্মন
পাড়া উপজেলা’র কিছু প্রবাসী রেমিটেন্স যোদ্ধা।
বাবা, মা, ভাই বোন , স্ত্রী , সন্তান রেখে জীবন যোদ্ধে জয়ী হতে সুদূর প্রবাসে পড়ি জমান কুমিল্লা ব্রাম্মনপাড়া চান্দলা
গ্রামের কিছু যুবক। জীবনের চাকা ঘুরাতে বিভিন্ন দেশে বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন তারা।
কঠুর পরিশ্রম আর সততার মাধ্যমে অনেকেই বদলে ফেলেন তাদের ভাগ্য , নিজেদের ভাগ্য বদলের
সাথে সাথে সমাজের দারিদ্রদের ভাগ্য বদলে ভাবনা থেকে “সেবাই আমাদের অঙ্গিকার”এ শ্লোগান
কে বুকে ধারন করে তারা প্রতিষ্ঠা করেন ‘চান্দলা
প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি লি: ‘নামে একটি সমাজ কল্যান মূলক প্রতিষ্ঠান ।
সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিসুর
রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিকুর রহমান
সরকার, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম , ওসমান গনি ,নরুল ইসলাম ,মশিউর, মহিউদ্দিন
হাসান, আবু হানিফ, সাইফুল, সবুজ, কবির ,মোতালেব, নাঈম ,বাবুল ,ইকবাল, আনিস ,আমজাদ
,ফরহাদ, কামরুল, শরিফ, শামীম, শাহীন, ইউসুফ, ইলিয়াস, মাসুম ,হাসেম ,মামন, ইব্রাহিম
,সাইদুল, জাহাঙ্গীর তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়।
১৬ ই জানুয়ারী (শনিবার) ছিলো রেমিটেন্স যোদ্ধাদের প্রতিষ্ঠিত চান্দলা প্রবাসী
শ্রমজীবী সমবায় সমিতি লি: এর ১ম বর্ষ পূর্তি ‘১ম বর্ষ পূর্তি উপলক্ষ্য শনিবার ব্রাম্মনপাড়া
চান্দালা কে,বি হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ,শীত বস্ত্র ও মাস্ক
বিতরণ।এতে ডা.আতাউর রহমান জসিম এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম
বাবুর সার্বিক তত্ত্বধাবয়নে ,স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম সুমন ও সংগঠনের সাংগঠনিক
সম্পাদক সোহেল রানা’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাম্মনপাড়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা’, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায়
কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, তরুন সমাজ সেবক ও আলী আজ্জম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুনায়েদ আহমেদ জুয়েল,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ইমারজেপি ইনচার্জ মো. সাদেকুর রহমান চৌধুরী
ও ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন সহ আরো অনেকে ।
অনুষ্ঠানের প্রথমে রেমিটেন্স যুদ্ধাদের সন্তান রবিউল হাসান সানি,সামির ইসলাম , উম্মে খাদিজা কে নিয়ে বর্ষ পূর্তির
কেক কাটেন প্রধান অতিথি সহ সকল অতিথিরা ।পরে সুস্থদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা
হয় ।
এসময় এক ভিডিও বার্তায় চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার
সাইফুল ইসলাম বাবু সমাজের কল্যানে সংগঠন কে শক্তিশালী করতে যার যার অবস্থান থেকে এগিয়ে
আসার আহবান জানন ।
প্রবাস থেকে আরেক ভিডিও বার্তায় চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির
সাধারন সম্পাদক আক্তার হেসেন সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।
চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায়
সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ মো:মাইন উদ্দিন শাহীন
প্রবাস থেকে আরেক ভিডিও বার্তায় এই সংগঠনের মাধ্যমে সমাজের কল্যানে সকলকে কাজ করার
আহবান জানান ।
রেমিটেন্স যোদ্ধাদের প্রতিষ্ঠিত চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির
মাধ্যমে বদলে যাবে সমাজ’ বিদায় নিবে দারিদ্রতা এমটি ই প্রত্যাশা তাদের ।
এই বিভাগের আরও খবর

সম্পত্তির লোভে আপন ভাইকে হত্যার মিশনে ব্যর্থ মানিক-বেলাল, অনুসন্ধান অব্যাহত

পাসপোর্টের দালালী করে অর্ধকোটি টাকার মালিক খন্দকার আজমল ওরফে বাবু

ক্রিকেটার নাসির হোসেন –তার বউ আলোচিত তামিমার বিরুদ্ধে মামলা

রাজধানীতে প্রবাসীর স্ত্রীকে গনধর্ষনের অভিযোগে আদালতে মামলা

আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে আবৃত্তি, ছবি আকাঁ, নৃত্য প্রতিযোগিতা-২০২১

২১ শে ফেব্রুয়ারী নাকি ৮ ই ফাল্গুন?

পর্ন ছবি দেখে ৭ বছরের বোন’কে যৌন নির্যাতন করল ১৩ বছরের ভাই!

ভালোবাসা’ নিবেদনের দিন আজ

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে যেভাবে সাজবেন

ডেমরা থানার আলোচিত স্কুল ছাত্রী মিম অপহরন মামলার প্রধান আসামী ইমন গ্রেফতার

প্রেমের উন্মাদনায় সাত সমুদ্র পাড়ি দিতে পারে প্রেমিক

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও প্রয়াতশিল্পী আব্দুল মান্নান স্বরণে আলোচনা, ‘বাসপ পুরস্কার’-২০২১ প্রদান অনুষ্ঠিত

গুলিবিদ্ধ হয়ে সাংবাদিকের মৃত্যুতে পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির প্রতিবাদ

আজ প্রিয়জনকে চকলেট উপহার দেয়ার দিন, চকলেট ডে

গণতন্ত্র চাই স্লোগানে উত্তাল মিয়ানমার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা সংগ্রামের ডাকের দিন আজ, ঐতিহাসিক ৭ মার্চ

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ত্রি- বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে খুশি বন্ধু ভারত

কমনওয়েলথের অনুপ্রেরণাদায়ী সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা

কোনাপাড়ায় ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

ট্রাফিক পুলিশের প্রতি ব্যাটারী চালিত ইজি বাইক অটোরিকসার ড্রাইভারদের আকুল আবেদন
