
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৯৯৯ কোটি টাকা
আমজাদ হোসেন টিটো, বেনাপোলঃ
২০২০-২১ চলতি অর্থ বছরের বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫০৮ কোটি ৮৮ লাখ টাকা।যার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১ হাজার ৫০৯ কোটি ৭৯ লাখ টাকা। এখানে ঘাটতি হয়েছে ৯৯৯ কোটি ৯ লাখ টাকা।পাশাপাশি শুল্কফাঁকির অভিযোগে ৮ টি সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল ও তিন কাস্টমস কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বছর শেষে আরো বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা করছেন এখানকার ব্যাবসায়ীরা ।
বুধবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা দিদারুল ইসলাম রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯-২০ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা।
শুল্ক ফাঁকির অভিযোগে বাতিল হওয়া সিঅ্যান্ডএফ এজেন্টরা হলেন, মেসার্স, রিয়াংকা এন্টারপ্রাইজ, মেসার্স, মুক্তি এন্টারপ্রাইজ, মদিনা এন্টারপ্রাইজ, সানি ইন্টারন্যাশনাল, মাহিবি এন্টারপ্রাইজ, এশিয়া এন্টারপ্রাইজ, রিমু এন্টার প্রাইজ ও,তালুকদার এন্টারপ্রাইজ ।
রাজস্ব ফাঁকির অভিযোগে বহিঃস্কৃত কাস্টমস কর্মকর্তারা হলেন, রাজস্ব কর্মকর্তা নাশেদুল ইসলাম,সহকারী রাজস্ব কর্মকর্তা আশাদুল্লাহ ও ইবনে নোমান।
জানা গেছে, গত কয়েক বছর ধরে বেনাপোল বন্দরে ব্যাপক হারে মিথ্যা ঘোষনায় শুল্কফাঁকি দিয়ে পণ্য আমদানি বেড়ে যাওয়ায় কোন ভাবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হচ্ছেনা। কাস্টমস ও বন্দরের কর্মকর্তাদের ম্যানেজ করে ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে দিচ্ছেন এ শুল্ক ফাঁকি।
গত মাসেই শুল্কফাঁকির অভিযোগে কাস্টমস কর্মকর্তারা ৮ টি সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল ও ৪ সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এছাড়া কাস্টমসের তিন রাজস্ব কর্মকর্তাকেও শুল্কফাঁকিতে সহযোগীতার অভিযোগে শাস্তি মুলক বরখাস্ত করা হয়েছে।
তবে হাতে গোনা কয়েকজন ধরা পড়লেও অধিকাংশ দূনীতিবাজরা থাকছে ধরা ছোওয়ার বাইরে। ফলে কোন ভাবে রোধ হচ্ছেনা শুল্কফাঁকি দিয়ে পণ্য আমদানি।
এই বিভাগের আরও খবর

কুখ্যাত মাদক ব্যাবসায়ী মনিরুজ্জামান স্বাধীন কে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ

গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

চুরি যাওয়া গাড়ির সন্ধান চান মালিক

ডেমরায় চাঁদার দাবীতে হত্যা চেষ্টার অভিযোগে কাউসার বাহিনীর বিরুদ্ধে মামলা

অবৈধ ভাবে গড়ে ওঠা প্রাইভেটকার/সিএনজি স্ট্যান্ডে নাভিশ্বাস উঠছে কোনাপাড়া বাসীর

কাল থেকে লকডাউন : প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা

সুদের টাকা আদায়ে নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন

গণপরিবহনে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি , ভাড়া দ্বিগুণ

ডেমরা সাবরেজিস্ট্রার অফিস দলিল লেখক কল্যান সমিতির সভাপতি সাইফুল সাধারন সম্পাদক বোরহান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির দশ দিনের কর্মসুচী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি

ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ আসবে বৃহস্পতিবার

সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

মাতুয়াইল বহুমুখী উচ্চ বালক/বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু র ১০১তম জন্মবার্ষিকী পালন

৮ দিনের কঠোর লকডাউন শুরু

জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ

ডেমরায় বকেয়া বেতনের দাবীতে গার্মেন্টস মালিক অবরুদ্ধ

দ্বীনি শিক্ষার প্রসারে মাতুয়াইল আদর্শ বাগে হাকীমুল উম্মত কওমী মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে

শোক সংবাদ

মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে করোনা মহামারিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাবস্থা

ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনুর রোগমুক্তি কামনা করেছেন পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ
