
আদালতের আদেশ অমান্য করে ডেমরার ডগাইরে অসহায় নারীর জমি জোড়পুর্বক পেশীশক্তি প্রদর্শন করে দখলের পায়তারা
সোহরাওয়ার্দীঃ
ডেমরা থানাধীন ডগাইর মৌজায় সন্ত্রসী কায়দায় ভুমিদস্যুদের বিরুদ্ধে নিরীহ এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী রওশন আক্তার শেপুর স্বামী আলহাজ্ব মোঃ উজ্জল মামুন খান বাদী হয়ে গত ১৩মার্চ শনিবার রাতে ডেমরাথানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে তিনি ফজলুল করিম (৪৫) পিতাঃ সাত্তার, শরীফ আহমেদ(৫০) পিতাঃ-রকশেদ আলী,জিয়াউর রহমান(৪৮) পিতাঃ-হারুন উর রশীদ,শমসের আলম শিকদার পিতাঃমোক্তার আলী,মো খবির উদ্দিন সহ ১০/১২ জন এর বিরুদ্ধে তার ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে ভয়ভীতি হুমকি প্রদর্শনের অভিযোগ করেন।জমির মালিক রওশন আক্তার শেপু জানান তার ২০১০ সালে ক্রয়কৃত জমির সঙ্গে বিবাদীগনের ২০১৭ সালে একই দাগে ভিন্ন মালিকদের কাছ থেকে ক্রয় করা সম্পত্তি রয়েছে।প্রাচীর নির্মাণ করার অজুহাতে বিবাদীরা রওশন আক্তার শেপুর জমিও চারিদিকে সীমানা প্রাচীর নির্মানের অজুহাতে দখলে নেয়ার পায়তারা শুরু করে।রওশন আরা শেপু ২০১০ সালে কাজী আব্দুল বারিক এর কাছ থেকে ডগাইর মৌজার সিএস খতিয়ান নং-২৩৮,এসএ খতিয়ান নং-৩১৩ আরএস খতিয়ান নং-৫৩৩ সিটি জরীপ খতিয়ান নং- ৬৩৩৮ সিএস ও এস এ দাগ নং-১৪৪৬ আরএস ২৫৬৭ ঢকা সিটি জরিপ দাগ নং-৬৬৪৬ যাহা বর্তমান সিটি নামজারী মোতাবেক খতিয়ান নং১৫১৬০ এর ৬শতাংশ (৪ কাঠা) সম্পত্তি ক্রয করে নিজে ভোগদখলে আছেন।অন্যদিকে ২০১৭ সালে রমজান এর কাছ থেকে একই দাগের ১০ এর মধ্যে ৫ শতাংশ জমি ফজলুল করিম (৪৫) পিতাঃ সাত্তার, শরীফ আহমেদ(৫০) পিতাঃ-রকশেদ আলী,জিয়াউর রহমান(৪৮) পিতাঃ-হারুন উর রশীদ,শমসের আলম শিকদার পিতাঃমোক্তার আলী,মো খবির উদ্দিনগং ক্রয় করেন।জমির অবস্থান একই দাগে হলেও মালিকানা ভিন্ন ও চৌহদ্দিও ভিন্ন।অভিযুক্ত এসব ভুমিদস্যু ব্যাক্তি সন্ত্রাসী কায়দায় অসহায় রওশন আক্তার শেপু নামক এ নারীর জমির সীমানায় অবৈধ ভাবে পেশীশক্তি প্রদর্শন করে জোড়পুর্বক দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে।এসব বিসয়ে ঐ জমিতে অবৈধ দখলদারদের কর্মকান্ড স্থগিত করতে গত ২২/০৩/২০২১ তারিখে ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালত-১ এর বিচারক নালিশী সম্পত্তিতে উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করে শংশ্লিষ্ঠ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।বিবাদী ফজলুল করিম (৪৫) পিতাঃ সাত্তার, শরীফ আহমেদ(৫০) পিতাঃ=রকশেদ আলী,জিয়াউর রহমান(৪৮) পিতাঃ-হারুন উর রশীদ,শমসের আলম শিকদার পিতাঃমোক্তার আলী,মো খবির উদ্দিনগংসহ ১০/১২ জন আদালতের এ নির্দেশ অমান্য করে জমিতে ঢুকে সীমানা প্রাচীর নির্মান করে অসহায় নারীর সম্পত্তি গ্রাস করার অপচেষ্টা চালাচ্ছে।ভুমিদস্যুদের এহেন অপকর্মে দিশেহারা হয়ে ভুক্তভোগী অসহায় নারী রওশন আক্তার শিপু আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিভাগের আরও খবর

ডেমরায় চাঁদার দাবীতে হত্যা চেষ্টার অভিযোগে কাউসার বাহিনীর বিরুদ্ধে মামলা

অবৈধ ভাবে গড়ে ওঠা প্রাইভেটকার/সিএনজি স্ট্যান্ডে নাভিশ্বাস উঠছে কোনাপাড়া বাসীর

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

কাল থেকে লকডাউন : প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা

গণপরিবহনে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি , ভাড়া দ্বিগুণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি

নলছিটি উপজেলার ১ নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একে এম আব্দুল হক

একদিনে সর্বোচ্চ ৬৮৩০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫০

সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন, খোলা থাকবে শিল্পকারখানা

করোনা মোকাবেলায় ট্রাফিক-ডেমরা জোনের মাস্ক বিতরন

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বোমা: ১৪ আসামির মৃত্যুদণ্ড

কদমতলী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন

ধর্ষনের চেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদিকে প্রাণ নাশের হুমকি

নাকে সরিষার তেল দিন ও গরম পানির ভাপ নিন: প্রধানমন্ত্রী

দৈনিক জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন

সারিয়াকান্দিতে ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ!

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

৮ দিনের কঠোর লকডাউন শুরু

জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ

ডেমরায় বকেয়া বেতনের দাবীতে গার্মেন্টস মালিক অবরুদ্ধ

দ্বীনি শিক্ষার প্রসারে মাতুয়াইল আদর্শ বাগে হাকীমুল উম্মত কওমী মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে

শোক সংবাদ
