English Version

ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন অনুষ্ঠিত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১০, ২০১৭, ৩:২৪ অপরাহ্ণ | শেষ আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০১৭্‌, ৩:২৫ অপরাহ্ণ


ওমেন ইন ডিজিটালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন ২০১৭’। ৯ সেপ্টেম্বর ডেইলি স্টার মিলনায়তনে এর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মাহবুবা পান্না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মিনা পারভীন, দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন মঞ্জু, গোতিপা’র ফাউন্ডার ও টেকমেনিয়া’র সিইও তাসলিমা মিজি।

মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের ডিরেক্টর ও সিইও রেজওয়ানা খান। বিচারকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অ্যাক্টিভেশন উই অটোমেটের হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট রায়হান রাজন।

আরও উপস্থিত ছিলেন উইমেন ইন ডিজিটালের উদ্যোক্তা আচিয়া খালেদা নীলা। ডেইলি স্টারের সহযোগিতায় মাইক্রোসফটের প্রযোজনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT