English Version

চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০১৭, ৯:০৪ পূর্বাহ্ণ


চিকুনগুনিয়া আক্রান্তরা ফোন করলে ফিজিওথেরাপি চিকিৎসক বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট রোগীকে বিনামূল্যে সেবা দেবেন। পাশাপাশি বাড়ির অন্য সদস্যদেরও এ ব্যাপারে প্রশিক্ষণ দেবেন।

চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ও প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সোমবার বেলা ১১টায় নগর ভবনের ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে বসেই বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ও প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

গত ১৬ জুলাই থেকে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের সিটি কর্পোরেশনের তিনটি হাসপাতালসহ ২৮টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। নগরীর প্রতি ওয়ার্ডে ৪০ জন করে মশক নিধনকর্মী অঞ্চল-১ এর অলিগলিসহ পুরো এলাকায় মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে সব ধরনের নাগরিকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ করছে সিটি কর্পোরেশন।
এছাড়া চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি জনসচেতনমূলক র্যা লি, শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশে চালিয়ে আসছে।

এর আগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছানোর লক্ষ্যে কল সেন্টার চালু করেছিল ডিএসসিসি। আক্রান্তরা কল সেন্টারে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকেন্দ্রে ফোন করলেই কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT