English Version

কৈশোর তারুণ্যে বই’র চারদিনের বইমেলার আয়োজন

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৭, ২:১৯ অপরাহ্ণ


কৈশোর তারুণ্যে বই’র শ্রেণি কক্ষের পাশে বইমেলা আয়োজনে এক বছর পূর্তি হলো। বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৩০ জুলাই-২ আগস্ট ছায়ানটে চারদিনের বইমেলার আয়োজন করা হয়েছে।

বইমেলা উদ্বোধন হবে সকাল দশটায়। ছায়ানট সেমিনার কক্ষে সকাল এগারটায় কৈশোর-তারুণ্যে বই’র বর্ষপূর্তি উপলক্ষে বইবন্ধুদের মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আপনার উপস্থিতি এই উৎসবকে আনন্দময় করবে।
সিরাজুল ইসলাম চৌধুরী, সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, আনিসুল হক, তুষার আব্দুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেলায়।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT