English Version

জোকস : বিবাহিতদের সৌরজগৎ

প্রকাশিতঃ জুন ১১, ২০১৭, ১০:৫১ পূর্বাহ্ণ


 

সদ্যবিবাহিত দুই বন্ধু রফিক-শফিক কথা বলছে

রফিক : দোস্ত, জ্যোতির্বিজ্ঞানটা শেখা হলো না। অথচ দুজনেরই আমাদের কত আগ্রহ ছিল এটায়।

শফিক : এইসব এখন বাদ দে। ঘর-সংসার নিয়া ব্যস্ত…
রফিক : নারে বন্ধু, ভাবছি জ্যোতির্বিজ্ঞান কোর্সে ভর্তি হমু তোরে সঙ্গে নিয়া।
শফিক : তুই শিখলে শিখ, আমার দরকার নাই…
রফিক : কেন দোস্ত, তুই শিখবি না?
শফিক : আমার এগুলি শেখা হয়ে গেছে অনেক আগেই।
রফিক : মানে! আমারে না জানায়া তুই…
শফিক (বিরক্ত হয়ে) : এইটা তুইও শিখছস। কেন, যখন ন্যাংটাপুটো বাবু ছিলি তখন তোর মা তোরে আকাশের চাঁদ-তারা এনে দেয়নি! যখন ক্লাস এইটে ক্লাস ফাঁকি দিয়ে ডবল প্রোগ্রাম ইংলিশ মুভি দেখতে গিয়া বাপের হাতে ধরা খাইলি তখন আঙ্কেল চটকানা দিয়া তোরে চান-সুরুজ-তারা মানে পুরো সৌরজগৎ দেখায়া দেয় নাই! আর অহন তো বিয়া করছস- বউ তোরে ঘ্যান ঘ্যান কইরা দিনেই দুনিয়া আন্ধার কইরা তাতে তারাবাত্তি দেখাইতেছে না! এরপরও সৌরজগৎ দেখা বাকি আছে তোর!

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT