English Version

বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা কে?

প্রকাশিতঃ জুন ১৯, ২০১৮, ১:৩৯ অপরাহ্ণ


মুক্তি পাওয়ার পর মাত্র তিন দিনেই ১০৬ দশমিক ৪৭ কোটি রুপি আয় করেছে ‘রেস থ্রি’। আর তা সম্ভব হয়েছে এই ছবির নায়ক সালমান খানের জন্য। তাঁর বিপুল জনপ্রিয়তার কারণেই এমনটা হয়েছে। গত শুক্রবার ‘রেস থ্রি’ মুক্তির পর জানা গেল, সমালোচকদের মন জয় করতে পারেনি ছবিটি। সমালোচকদের মতে, ৫২ বছরের বলিউড সুপারস্টার সালমান খান নাকি অ্যাকশন দৃশ্যগুলোয় একেবারই ব্যর্থ হয়েছেন। দেখে মনে হয়েছে, সেই ধার আর তাঁর মাঝে নেই। তাঁর চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। এবার তাঁকে নিজের সঙ্গে মানিয়ে যায়, এমন চরিত্রে অভিনয় করা উচিত। অনেক সমালোচক এই ছবির জন্য নম্বর দিয়েছেন ৫-এর মধ্যে ১ অথবা ২। এই হলো সমালোচকদের দৃষ্টিতে ‘রেস থ্রি’। কিন্তু সমালোচকদের কথায় কান দেয়নি দর্শক। প্রথম দিনে শুধু ভারতেই ছবিটি আয় করেছে ২৯ দশমিক ১৭ কোটি রুপি, দ্বিতীয় দিন ৩৮ দশমিক ১৪ কোটি রুপি আর তৃতীয় দিন ৩৯ দশমিক ১৬ কোটি রুপি।

যেখানে ভারতে আর ভারতের বাইরে সালমান খান এতটাই জনপ্রিয়, সেখানে সার্চ ইঞ্জিন গুগল বলছে অন্য কথা। বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা কে? সার্চ ইঞ্জিন ‘গুগল’কে এই প্রশ্ন করা হলে যার নাম এসেছে, তা দেখে যে-কেউ অবাক হন। কারণ, যে ব্যক্তির নাম এসেছে, তিনি সালমান খান। ‘বলিউডের ভাইজান’ কিংবা ‘বলিউডের সুলতান’কে নিয়ে গুগলের এমন দুঃসাহস খুবই সমালোচিত হয়েছে। যেখানে সালমান খান দেশে ও বিদেশে তুমুল জনপ্রিয়, সেখানে তাকেই কিনা ‘বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা’র খেতাব দেওয়া হলো! বলিউডের প্রায় সব কটি সংবাদমাধ্যমেই গুগলের সমালোচনা করে সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT