English Version

ধোনির পা ছুঁতে..

প্রকাশিতঃ এপ্রিল ২১, ২০১৮, ৯:১৩ অপরাহ্ণ


ঝোড়ো সেঞ্চুরি করেছেন শেন ওয়াটসন। দুর্দান্ত বোলিং করেছেন শার্দুল ঠাকুর। কিন্তু ভক্তের ভালোবাসামাখা চোখ খুঁজে নিল শুধু একজনকে। ভালোবাসার টানে শাস্তির ভয় উপেক্ষা করেই মাঠে নেমে এলেন। মহেন্দ্র সিং ধোনিকে একবার ছুঁয়ে দেখে, তাঁর পদধূলি নিয়ে জীবন ধন্য করে নিলেন সেই ভক্ত। কাল চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালসের ম্যাচের মাঝপথেই ঘটেছে এ ঘটনা।

চেন্নাই ইনিংসের ১২তম ওভারের ঘটনা। মাত্রই আউট হয়ে গেছেন সুরেশ রায়না। এই ব্যাটসম্যান যখন ড্রেসিংরুমের পথে, ধোনি তখন মাঠে মাত্র ঢুকেছেন। এমন অবস্থায় এক ভক্ত ছুটে এলেন ধোনির পা ছুতে। রায়না যখন পাশ দিয়ে যাচ্ছেন, তখনই ধোনির পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন ভক্ত। ধোনিও সে ভক্তকে নিয়ে পাশাপাশি হাঁটলেন কিছুক্ষণ। সে পর্ব শেষ হতেই সে ভক্ত চললেন নিজের পথে। আকাশের দিকে তাকিয়ে নিজের স্বপ্নপূরণের তৃপ্তিটা প্রকাশ করলেন।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT