English Version

ফরিদপুরের ভাঙ্গায় খালেদার রায়ের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ৫:০৫ অপরাহ্ণ


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে স্থানীয় বিএনপির উদ্যোগে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের খন্দকার টাওয়ারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান হাবিব, আইয়ুব মোল্লা, ফজলে সোবাহান শামীম, আলমগীর কবিরাজ, এম এ মওদুদ, আওলাদ মুন্সী প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার প্রহসনমূলক রায়ের সাজা অবিলম্বে বাতিল করে তার মুক্তির দাবি জানান।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT