English Version

ফিলিপাইনে ঝড়: ৪ জনের মৃত্যু

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১২:৩৩ অপরাহ্ণ


মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে চারজনের মৃত্যু হয়েছে। ঝড়ের ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও ভূমিধসে এই লোক প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির পুলিশ একথা জানায়।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় সানবা আঘাত হানে। এতে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার।

পুলিশ প্রধান জেমস আলেন্দোগাও বলেন, ‘ঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে দক্ষিণে কারাসক্যাল শহর উপকণ্ঠের বিভিন্ন পার্বত্য গ্রামে ভূমিধসে চারজনের প্রাণহানি ঘটে।’

তিনি বলেন, ‘ভূমিধসের কারণে বর্তমানে এসব এলাকায় প্রবেশ করা যাচ্ছে না। এর ফলে, আমরা ক্ষয়ক্ষতির ব্যাপকতার ব্যাপারে আর কিছু জানতেও পারছি না।’

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT