English Version

শহিদ এম মনসুর আলী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিতঃ জানুয়ারি ১৬, ২০১৮, ৬:১৬ অপরাহ্ণ


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০১ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় সোনামুখীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সোনামুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইলট কিন্ডারগার্টেন, আমিনা মনসুর ডিগ্রি কলেজ, মুনলাইট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, সোনামুখী ফাজিল মাদ্রাসা, সোনামুখী অনুশীলন একাডেমি, রাজফুল জনকল্যাণ ফাউন্ডেশন, সোনামুখী এফএম ৮৭.৬ রেডিও, আফজাল হোসেন কলেজ, মনসুর আলী স্মৃতি সংঘ, সোনামুখী বাজার বিজনেস এ্যাসোসিয়েশন, সোনামুখী ফারুক আল নাসির হাসপাতাল ও কাজিপুর সাহিত্য পরিষদের শিক্ষক, শিক্ষার্থী ও নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের সভাপতি ফজলুল হক মনোয়ার, সহসভাপতি সাইফুল ইসলাম পলাশী, এফএম ৮৭.৬ রেডিওর কর্ণধার অবসরপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কাজিপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা ও অনুশীলন একাডেমির সভাপতি সাংবাদিক আবদুল জলিল, বিশিষ্ট কলামিস্ট ড. মিজানুর রহমান, রাজফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, কবি ও গীতিকার শাহ আলম, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌম আলম, সোনামুখী সপ্রাবির প্রধান শিক্ষক শওকত হোসেন, কাজিপুরের ইতিহাস লেখক আল মাহমুদ সরকার জুয়েল ও শহিদ এম মনসুর আলী পরিবারের সদস্য জিয়া হায়দার টিপু। মানববন্ধন শেষে শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT