English Version

২০ বছর পর বড় পর্দায় শাহরুখ, কাজল ও রানি

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০১৮, ৪:২৭ অপরাহ্ণ


কুছ কুছ হোতা হ্যায়ের পর আবার দুই বঙ্গ ললনার সঙ্গে রোম্যান্স করবেন কিং খান। ২০ বছর পর বড় পর্দায় আবারও একই ছবিতে শাহরুখ, কাজল ও রানি।

আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে বামনের চরিত্র অভিনয় করছেন শাহরুখ খান। ওই ছবিতেই অতিথি শিল্পী হয়ে হাজির হবেন কাজল ও রানি। করণ জোহরের ‘কভি আলবিদা না ক্যাহনা’ ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য ছিলেন কাজল।

১৯ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ-রানি-কাজল ত্রয়ীকে পছন্দ করেছিলেন ভক্তরা। শুধু ভক্তরাই নন, বরং নস্ট্যালজিয়ায় আক্রান্ত নায়ক-নায়িকারা। বলছেন, ‘এটা কুছ কুছ হোতা হ্যায় টু।’ ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। তার ২০ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-কাজল-রানি।

রানি, কাজল ছাড়াও ‘জিরো’তে দেখা যাবে কারিশ্মা কাপুর, শ্রীদেবী ও আলিয়া ভটকে। ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মা।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT