English Version

ঘরের মাঠে চেলসির গোল শূন্য ড্র

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০১৮, ১২:২২ অপরাহ্ণ


ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির সঙ্গে গোল শূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ড্র করলো কন্তের শিষ্যরা।

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই লেস্টার শিবিরে আক্রমণ করে খেলতে থাকে চেলসি। তবে ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের।

বিরতি থেকে ফিরে বড় ধাক্কা খায় লেস্টার। ম্যাচের ৬৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। তবে বাকি সময়ে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কমে যাওয়ার সুবিধা নিতে পারেনি স্বাগতিকরা। অধিকাংশ সময় বল দখলে থাকলেও গোলের দেখা পায়নি চেলসি।

এ ড্র তে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এর আগে ৩ জানুয়ারি লিগে আর্সেনালের মাঠে ২-২ ড্র করা দলটি গত সপ্তাহে এফএ কাপে নরিচ সিটি ও লিগ কাপে ফের আর্সেনালের সঙ্গে ড্র করে।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT