English Version

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০১৮, ১২:১৯ অপরাহ্ণ


বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে এ খবরটি জানিয়েছে।

খবরে বলা হয়, উত্তর বাগদাদের আশেপাশে একটি ব্যস্ততম রাস্তায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আটজন নিহত ও ১০ জন আহতের খবর পাওয়া যায়। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এমন তথ্য জানান।

আত্মঘাতী এ হামলার দায় এখন পর্যন্ত কোনো দল নেয়নি।

ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি নিজেদের কব্জায় নেওয়ায় গত কয়েক মাসে দেশটিতে বোমা হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

চরমপন্থী এ দলটি গতবছর বাগদাদে বেশিরভাগ বোমা হামলা ঘটিয়েছিলো। এখনো দেশটির বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে।

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

৫০/এফ, ইনার সার্কুলার, (ভি আই পি) রোড- নয়া পল্টন ,ঢাকা- ১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ ০১৫৩৫৭৭৩৩১৪
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com, khoborprotidin24news@gmail.com

.::Developed by::.
Great IT